ETV Bharat / city

YouTuber Arrested: মমতার বক্তব্যের মিম বানিয়ে গ্রেফতার ইউটিউবার তুহিন মণ্ডল

author img

By

Published : Sep 27, 2022, 1:33 PM IST

Updated : Sep 27, 2022, 2:24 PM IST

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মিম বানিয়ে গ্রেফতার ইউটিউবার তুহিন মণ্ডল (YouTuber Tuhin Mondal Arrests for Mimicking) ৷ তাঁকে নদিয়ার তাহেরপুর থেকে গ্রেফতার (YouTuber Arrested) করেছেন লালবাজারের গোয়েন্দারা ৷

youtuber-tuhin-mondal-arrests-for-mimicking-cm-mamata-banerjee-speech
youtuber-tuhin-mondal-arrests-for-mimicking-cm-mamata-banerjee-speech

কলকাতা, 27 সেপ্টেম্বর: কলকাতা, 27 সেপ্টেম্বর: মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মিম (YouTuber Tuhin Mondal Arrests for Mimicking) বানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ (YouTuber Arrested) ৷ ধৃত ইউটিউবারের নাম তুহিন মণ্ডল ৷ তাঁকে নদিয়ার তাহেরপুর থেকে গ্রেফতার করেছে লালবাজারের গোয়েন্দারা ৷

গত 25 সেপ্টেম্বর তারাতলা থানায় একটি অভিযোগ দায়ের করা হয় তুহিন মণ্ডল ৷ অভিযোগে বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর বক্তব্যের ভিডিয়োকে ব্যঙ্গ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে ৷ সেই মিম ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং এই মিমের কারণে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে ৷ এরপরই গোটা ঘটনার তদন্তে নামেন কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের গোয়েন্দারা ৷ পোস্ট হওয়া ভিডিয়োর আইপি অ্যাড্রেসের লোকেশন ট্র্যাক করা হয় ৷ তদন্তকারীরা জানান, নদিয়া তাহেরপুরের বাসিন্দা তুহিন মণ্ডল ওই মিমগুলি বানিয়ে ইউটিউবে পোস্ট করেছেন ৷ নদিয়া পুলিশের সঙ্গে যোগাযোগ করে লালবাজারের গোয়েন্দারা তুহিন মণ্ডলকে তাহেরপুরের বাড়ি থেকে গ্রেফতার করে ৷

আরও পড়ুন: নবান্ন অভিযানে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগে অভিযুক্ত বিজেপি নেত্রীর ছেলে, বেলডাঙায় তদন্তকারীরা

লালবাজার সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর বক্তব্যের মিম বানিয়ে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এবং বিভিন্ন জায়গায় উত্তেজনা ছড়ানোর অভিযোগে এ বার বেশ কয়েকজন ইউটিউবারের বিশেষ তালিকা তৈরি করেছে লালবাজার ৷ সেই তালিকার ভিত্তিতে শহর এবং শহরতলীর একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালানো হবে বলে লালবাজার সূত্রের খবর ৷

কলকাতা, 27 সেপ্টেম্বর: কলকাতা, 27 সেপ্টেম্বর: মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মিম (YouTuber Tuhin Mondal Arrests for Mimicking) বানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ (YouTuber Arrested) ৷ ধৃত ইউটিউবারের নাম তুহিন মণ্ডল ৷ তাঁকে নদিয়ার তাহেরপুর থেকে গ্রেফতার করেছে লালবাজারের গোয়েন্দারা ৷

গত 25 সেপ্টেম্বর তারাতলা থানায় একটি অভিযোগ দায়ের করা হয় তুহিন মণ্ডল ৷ অভিযোগে বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর বক্তব্যের ভিডিয়োকে ব্যঙ্গ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে ৷ সেই মিম ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং এই মিমের কারণে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে ৷ এরপরই গোটা ঘটনার তদন্তে নামেন কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের গোয়েন্দারা ৷ পোস্ট হওয়া ভিডিয়োর আইপি অ্যাড্রেসের লোকেশন ট্র্যাক করা হয় ৷ তদন্তকারীরা জানান, নদিয়া তাহেরপুরের বাসিন্দা তুহিন মণ্ডল ওই মিমগুলি বানিয়ে ইউটিউবে পোস্ট করেছেন ৷ নদিয়া পুলিশের সঙ্গে যোগাযোগ করে লালবাজারের গোয়েন্দারা তুহিন মণ্ডলকে তাহেরপুরের বাড়ি থেকে গ্রেফতার করে ৷

আরও পড়ুন: নবান্ন অভিযানে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগে অভিযুক্ত বিজেপি নেত্রীর ছেলে, বেলডাঙায় তদন্তকারীরা

লালবাজার সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর বক্তব্যের মিম বানিয়ে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এবং বিভিন্ন জায়গায় উত্তেজনা ছড়ানোর অভিযোগে এ বার বেশ কয়েকজন ইউটিউবারের বিশেষ তালিকা তৈরি করেছে লালবাজার ৷ সেই তালিকার ভিত্তিতে শহর এবং শহরতলীর একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালানো হবে বলে লালবাজার সূত্রের খবর ৷

Last Updated : Sep 27, 2022, 2:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.