ETV Bharat / city

প্রাথমিক শিক্ষকদের নিয়মের বাইরে কোনও সুযোগ নয়, স্পষ্ট করলেন পার্থ - Part প্রাথমিক শিক্ষকদের নিয়োগের নিয়মের বাইরে আলাদা কোনও সুযোগ-সুবিধা না ।

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, "SSK, MSK শিক্ষক-শিক্ষিকাদের পার্শ্ব শিক্ষকদের সঙ্গে সমতুল করার জন্য বেতন বৃদ্ধি-সহ নানা রকম সুযোগ-সুবিধা আমরা ঘোষণা করেছিলাম ।"

পার্থ
author img

By

Published : Oct 2, 2019, 4:22 AM IST

Updated : Oct 2, 2019, 6:38 AM IST

কলকাতা, 2 অক্টোবর: SSK, MSK শিক্ষক-শিক্ষিকারা ডাইয়িং ক্যাডার হয়ে যাবে । প্রাথমিক শিক্ষকদের নিয়োগের নিয়মের বাইরে আলাদা কোনও সুযোগ-সুবিধা দেওয়া হবে না । জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । পাশাপাশি তিনি জানান, কিছুদিন আগে সল্টলেকের ওকাকুরা ভবনে SSK, MSK শিক্ষক-শিক্ষিকাদের যে বেতন বৃদ্ধির কথা তিনি ঘোষণা করেছিলেন তাতে মুখ্যমন্ত্রী অনুমোদন দিয়ে দিয়েছেন ও অর্থ দপ্তর তা লিখিতভাবে জানিয়ে দিয়েছে । কিছুদিনের মধ্যেই এই বিষয়ে সরকারি নির্দেশিকা জারি করে দেওয়া হবে বলে জানাচ্ছেন শিক্ষামন্ত্রী ।

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, "SSK, MSK শিক্ষক-শিক্ষিকাদের পার্শ্ব শিক্ষকদের সঙ্গে সমতুল করার জন্য বেতন বৃদ্ধি-সহ নানা রকম সুযোগ-সুবিধা আমরা ঘোষণা করেছিলাম । সেটার অনুমোদন মুখ্যমন্ত্রীর তরফ থেকে অর্থ দপ্তর লিখিতভাবে জানিয়েছে । আমরা SSK, MSK-দের ইতিমধ্যেই বলেছিলাম আপনারা কোন অপশনে যাবেন, একটা 65 বছর আছে, একটা 60 বছর আছে । যে যে অপশনে যাবেন লিখিতভাবে দিলে তা করে দেওয়া হবে ।" তবে, বেতন বৃদ্ধি হলেও নিয়মের বাইরে গিয়ে তাদের আর কোনও সুযোগ-সুবিধা দেওয়া হবে না বলেও আজ স্পষ্ট জানিয়ে দেন শিক্ষামন্ত্রী ।

পার্থ চট্টোপাধ্যায় বলেন, "যা নিয়ম, প্রাইমারি শিক্ষক হতে গেলে যে যোগ্যতা লাগে, যে নিয়মে প্রাইমারি শিক্ষক নিয়োগ করা হয়, তার বাইরে গিয়ে নতুন করে সুযোগ-সুবিধা যুক্ত করতে পারব না । তারা যা পাচ্ছেন পাবেন, আমরা কিছু বলব না । তারা ডাইয়িং ক্যাডার হয়ে যাবে ।" গত 29 জুলাই সল্টলেকের রবীন্দ্র ওকাকুরা ভবনে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন, SSK শিক্ষক যাদের বেতন আগে 5 হাজার 954 টাকা ছিল তাদের বেতন বাড়িয়ে 10 হাজার টাকা করা হবে । SSK সম্প্রসারকদের বেতন বাড়িয়ে 10 হাজার 340 টাকা হবে । MSK শিক্ষকদের বেতন 8 হাজার 930 টাকা থেকে বাড়িয়ে 13 হাজার ও MSK সম্প্রসারকদের বেতন বাড়িয়ে 14 হাজার টাকা করার কথা ঘোষণা করেন শিক্ষামন্ত্রী । পাশাপাশি, বোনাস-PF-এর সুবিধা দেওয়া হয় ও সকলকে শিক্ষা দপ্তরের আওতায় আনা হয় ।

এ ছাড়া, আজকে উচ্চ শিক্ষা সংসদের নবম বৈঠক হল বিকাশ ভবনে । এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য, সহ-উপাচার্য ও উচ্চশিক্ষা দফতরের আধিকারিকরা । এই বৈঠকে বিশ্ববিদ্যালয়গুলির পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষক নিয়োগ, পরীক্ষা ব্যবস্থার মতো বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয় । অধ্যাপক নিয়োগের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, "মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বারবার যে সমস্ত অনুমোদিত শূন্যপদ আছে সেগুলো পূরণ করবার জন্য বলেছেন । কিন্তু, দেখা যাচ্ছে এখনও পর্যন্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তা বাস্তবায়িত হয়নি ‌। সব উপাচার্যকে আবেদন করেছি, যত শীঘ্র সম্ভব আপনারা করুন ।" তবে, শূন্যপদ পূরণে সংরক্ষণ একটি বড় বাঁধা বলে জানাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায় । তিনি বলেন, "এটাও ঘটনা যে, সংরক্ষণ নীতির জন্য কোথাও কোথাও অধ্যাপক নিয়োগ প্রক্রিয়া থমকে দাঁড়াচ্ছে । সে ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি । কিন্তু সংরক্ষণ নীতির তো ভাঙা যাবে না ।"

পরীক্ষার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, "পরীক্ষাটা সময় মতো নিতে ও সময়মতো ফল বের করতে হবে । এমনকী, রিভিউয়ের জন্য 4-5 মাস সময় নেওয়া যাবে না । কারণ, যে হেতু এখন CBCS সিস্টেম আছে । ফলে, একটা সেমিস্টার শেষ হয়ে গেল, তবু রিভিউয়ের ফল প্রকাশিত হল না । এ রকম কিছু আমরা খবর পেয়েছি ।" জাতীয় শিক্ষানীতি নিয়েও এ দিনের বৈঠকে আলোচনা হয়েছে ।

এ ছাড়া, পুজোর পর মুখ্যমন্ত্রীর সঙ্গে সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য ও রেজিস্ট্রারদের নিয়ে একটি প্রীতি সম্মেলন করা হবে বলে জানান শিক্ষমন্ত্রী । তিনি বলেন, "বিজয়া দশমী উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপাচার্য, সহ-উপাচার্য, রেজিস্ট্রারদের সকলকে নিয়ে একটা প্রীতি সম্মেলন করা হবে ।"

কলকাতা, 2 অক্টোবর: SSK, MSK শিক্ষক-শিক্ষিকারা ডাইয়িং ক্যাডার হয়ে যাবে । প্রাথমিক শিক্ষকদের নিয়োগের নিয়মের বাইরে আলাদা কোনও সুযোগ-সুবিধা দেওয়া হবে না । জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । পাশাপাশি তিনি জানান, কিছুদিন আগে সল্টলেকের ওকাকুরা ভবনে SSK, MSK শিক্ষক-শিক্ষিকাদের যে বেতন বৃদ্ধির কথা তিনি ঘোষণা করেছিলেন তাতে মুখ্যমন্ত্রী অনুমোদন দিয়ে দিয়েছেন ও অর্থ দপ্তর তা লিখিতভাবে জানিয়ে দিয়েছে । কিছুদিনের মধ্যেই এই বিষয়ে সরকারি নির্দেশিকা জারি করে দেওয়া হবে বলে জানাচ্ছেন শিক্ষামন্ত্রী ।

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, "SSK, MSK শিক্ষক-শিক্ষিকাদের পার্শ্ব শিক্ষকদের সঙ্গে সমতুল করার জন্য বেতন বৃদ্ধি-সহ নানা রকম সুযোগ-সুবিধা আমরা ঘোষণা করেছিলাম । সেটার অনুমোদন মুখ্যমন্ত্রীর তরফ থেকে অর্থ দপ্তর লিখিতভাবে জানিয়েছে । আমরা SSK, MSK-দের ইতিমধ্যেই বলেছিলাম আপনারা কোন অপশনে যাবেন, একটা 65 বছর আছে, একটা 60 বছর আছে । যে যে অপশনে যাবেন লিখিতভাবে দিলে তা করে দেওয়া হবে ।" তবে, বেতন বৃদ্ধি হলেও নিয়মের বাইরে গিয়ে তাদের আর কোনও সুযোগ-সুবিধা দেওয়া হবে না বলেও আজ স্পষ্ট জানিয়ে দেন শিক্ষামন্ত্রী ।

পার্থ চট্টোপাধ্যায় বলেন, "যা নিয়ম, প্রাইমারি শিক্ষক হতে গেলে যে যোগ্যতা লাগে, যে নিয়মে প্রাইমারি শিক্ষক নিয়োগ করা হয়, তার বাইরে গিয়ে নতুন করে সুযোগ-সুবিধা যুক্ত করতে পারব না । তারা যা পাচ্ছেন পাবেন, আমরা কিছু বলব না । তারা ডাইয়িং ক্যাডার হয়ে যাবে ।" গত 29 জুলাই সল্টলেকের রবীন্দ্র ওকাকুরা ভবনে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন, SSK শিক্ষক যাদের বেতন আগে 5 হাজার 954 টাকা ছিল তাদের বেতন বাড়িয়ে 10 হাজার টাকা করা হবে । SSK সম্প্রসারকদের বেতন বাড়িয়ে 10 হাজার 340 টাকা হবে । MSK শিক্ষকদের বেতন 8 হাজার 930 টাকা থেকে বাড়িয়ে 13 হাজার ও MSK সম্প্রসারকদের বেতন বাড়িয়ে 14 হাজার টাকা করার কথা ঘোষণা করেন শিক্ষামন্ত্রী । পাশাপাশি, বোনাস-PF-এর সুবিধা দেওয়া হয় ও সকলকে শিক্ষা দপ্তরের আওতায় আনা হয় ।

এ ছাড়া, আজকে উচ্চ শিক্ষা সংসদের নবম বৈঠক হল বিকাশ ভবনে । এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য, সহ-উপাচার্য ও উচ্চশিক্ষা দফতরের আধিকারিকরা । এই বৈঠকে বিশ্ববিদ্যালয়গুলির পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষক নিয়োগ, পরীক্ষা ব্যবস্থার মতো বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয় । অধ্যাপক নিয়োগের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, "মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বারবার যে সমস্ত অনুমোদিত শূন্যপদ আছে সেগুলো পূরণ করবার জন্য বলেছেন । কিন্তু, দেখা যাচ্ছে এখনও পর্যন্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তা বাস্তবায়িত হয়নি ‌। সব উপাচার্যকে আবেদন করেছি, যত শীঘ্র সম্ভব আপনারা করুন ।" তবে, শূন্যপদ পূরণে সংরক্ষণ একটি বড় বাঁধা বলে জানাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায় । তিনি বলেন, "এটাও ঘটনা যে, সংরক্ষণ নীতির জন্য কোথাও কোথাও অধ্যাপক নিয়োগ প্রক্রিয়া থমকে দাঁড়াচ্ছে । সে ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি । কিন্তু সংরক্ষণ নীতির তো ভাঙা যাবে না ।"

পরীক্ষার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, "পরীক্ষাটা সময় মতো নিতে ও সময়মতো ফল বের করতে হবে । এমনকী, রিভিউয়ের জন্য 4-5 মাস সময় নেওয়া যাবে না । কারণ, যে হেতু এখন CBCS সিস্টেম আছে । ফলে, একটা সেমিস্টার শেষ হয়ে গেল, তবু রিভিউয়ের ফল প্রকাশিত হল না । এ রকম কিছু আমরা খবর পেয়েছি ।" জাতীয় শিক্ষানীতি নিয়েও এ দিনের বৈঠকে আলোচনা হয়েছে ।

এ ছাড়া, পুজোর পর মুখ্যমন্ত্রীর সঙ্গে সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য ও রেজিস্ট্রারদের নিয়ে একটি প্রীতি সম্মেলন করা হবে বলে জানান শিক্ষমন্ত্রী । তিনি বলেন, "বিজয়া দশমী উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপাচার্য, সহ-উপাচার্য, রেজিস্ট্রারদের সকলকে নিয়ে একটা প্রীতি সম্মেলন করা হবে ।"

Intro:কলকাতা, 1 অক্টোবর: SSK, MSK শিক্ষক-শিক্ষিকারা ডাইয়িং ক‍্যাডার হয়ে যাবে। প্রাথমিক শিক্ষকদের নিয়োগের নিয়মের বাইরে আলাদা কোনো সুযোগ-সুবিধা তাঁদেরকে দেওয়া হবে না। আজ সাংবাদিক বৈঠক করে এমনই জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পাশাপাশি তিনি জানান, কিছুদিন আগে সল্টলেকের ওকাকুরা ভবনে SSK, MSK শিক্ষক-শিক্ষিকাদের যে বেতন বৃদ্ধির কথা তিনি ঘোষণা করেছিলেন তাতে মুখ্যমন্ত্রী অনুমোদন দিয়ে দিয়েছেন ও অর্থ দপ্তর তা লিখিতভাবে জানিয়ে দিয়েছে। কিছুদিনের মধ্যেই এই বিষয়ে সরকারি নির্দেশিকা জারি করে দেওয়া হবে বলে জানাচ্ছেন শিক্ষামন্ত্রী।


Body:শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, "SSK, MSK শিক্ষক-শিক্ষিকাদের পার্শ্ব শিক্ষকদের সঙ্গে সমতুল করার জন‍্য বেতন বৃদ্ধিসহ নানা রকম সুযোগ-সুবিধা আমরা ঘোষণা করেছিলাম। সেটার অনুমোদন মুখ্যমন্ত্রীর তরফ থেকে অর্থ দপ্তর লিখিতভাবে জানিয়েছে। আমরা SSK, MSK-দের ইতিমধ্যেই বলেছিলাম আপনারা কোন অপশনে যাবে ন, একটা 65 বছর আছে, একটা 60 বছর আছে। যে যে অপশনে যাবেন লিখিতভাবে দিলে তা করে দেওয়া হবে।" তবে, বেতন বৃদ্ধি হলেও নিয়মের বাইরে গিয়ে তাঁদের আর কোনও সুযোগ-সুবিধা দেওয়া হবে না বলে আজ স্পষ্ট জানিয়ে দেন শিক্ষামন্ত্রী।

পার্থ চট্টোপাধ্যায় বলেন, "যা নিয়ম, প্রাইমারি শিক্ষক হতে গেলে যে যোগ্যতা লাগে, যে নিয়মে প্রাইমারি শিক্ষক নিয়োগ করি, তার বাইরে গিয়ে নতুন করে সুযোগ-সুবিধা আমরা যুক্ত করতে পারব না। তাঁরা যা পাচ্ছেন পাবেন, আমরা কিছু বলব না। তাঁরা ডাইয়িং ক্যাডার হয়ে যাবে, হয়ে যাবে।" গত 29 জুলাই সল্টলেকের রবীন্দ্র ওকাকুরা ভবনে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন, SSK শিক্ষক যাদের বেতন আগে 5 হাজার 954 টাকা ছিল তাঁদের বেতন বাড়িয়ে 10 হাজার টাকা করা হবে। SSK সম্প্রসারকদের বেতন বাড়িয়ে 10 হাজার 340 টাকা হবে। MSK শিক্ষকদের বেতন 8 হাজার 930 টাকা থেকে বাড়িয়ে 13 হাজার ও MSK সম্প্রসারকদের বেতন বাড়িয়ে 14 হাজার টাকা করার কথা ঘোষণা করেন শিক্ষামন্ত্রী। পাশাপাশি, তাঁদের বোনাস PF-এর সুবিধা দেওয়া হয় ও তাঁদের শিক্ষা দপ্তরের আওতায় আনা হয়।

এ ছাড়া, আজকে উচ্চ শিক্ষা সংসদের নবম বৈঠক হল বিকাশ ভবনে। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য, সহ-উপাচার্য ও উচ্চশিক্ষা দফতরের আধিকারিকরা। এই বৈঠকে বিশ্ববিদ্যালয়গুলি পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষক নিয়োগ, পরীক্ষা ব্যবস্থার মতো বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়। অধ‍্যাপক নিয়োগের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, " মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বারবার যে সমস্ত অনুমোদিত শূন্যপদ আছে সেগুলো পূরণ করবার জন্য বলেছেন। কিন্তু, দেখা যাচ্ছে এখনও পর্যন্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তা বাস্তবায়িত হয়নি‌। আমি সব উপাচার্যকে আবেদন করেছি, যত শীঘ্র সম্ভব এটা আপনারা করুন।" তবে, শূন্যপদ পূরণে সংরক্ষণ একটি বড় বাঁধা বলে জানাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, "এটাও ঘটনা যে, রিজার্ভেশন পলিসির জন্য কোথাও কোথাও অধ্যাপক নিয়োগ প্রক্রিয়া থমকে দাঁড়াচ্ছে। সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। কিন্তু রিজার্ভেশন পলিসি তো ভাঙা যাবে না।" মূলত, অধ‍্যাপকের শূন‍্যপদই বেশি ফাঁকা রয়েছে বলে জানান তিনি।

পরীক্ষার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, "পরীক্ষাটা সময়মতো নিতে ও সময়মতো পরীক্ষার ফল বের করতে হবে বলেছি। এমনকি রিভিউয়ের জন্য 4-5 মাস সময় নেওয়া যাবে না। কারণ, যেহেতু এখন CBCS সিস্টেম আছে। ফলে, একটা সেমিস্টার শেষ হয়ে গেল, তবু রিভিউয়ের ফল বেরোল না। এরকম কিছু কিছু ক্ষেত্রে আমরা খবর পেয়েছি।" জাতীয় শিক্ষানীতি নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়েছে।

এ ছাড়া, পুজোর পর মুখ‍্যমন্ত্রীর সঙ্গে সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য ও রেজিস্ট্রারদের নিয়ে একটি প্রীতি সম্মেলন করা হবে বলে জানান পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, "বিজয়া দশমীকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপাচার্য, সহ-উপাচার্য, রেজিস্ট্রারদের সকলকে নিয়ে একটা প্রীতি সম্মেলন করা হবে। সেখানে মুখ্যমন্ত্রী আগেও থাকতেন, একসঙ্গে হতো। আমি বলেছি, এবার যদি শিক্ষাটাকে আলাদাভাবে করা হয় সবাইকে নিয়ে। মুখ্যমন্ত্রী নীতিগতভাবে সম্মতি দিয়েছেন‌। আমরা পুজোর পর একটা দিন ঠিক করে সেটা করব।"

ছাত্রভোট নিয়ে এদিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এটা আমি বলেছি ইউনিটারি যে বিশ্ববিদ্যালয়গুলি আছে তাঁদের ছাত্র সংগঠন আমাদেরকে বার বার করে বলে গেছে, আমাদের তো কোনও কলেজ নেই। এটা নিয়ে ভাবুন। সেটা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে একটা কিছু ব‍্যবস্থা করা যাবে। মূলত, যাদবপুর, প্রেসিডেন্সি ও রবীন্দ্রভারতী রয়েছে। সেটা নিয়ে ভাবব। আগে উৎসব হোক, তারপর ভোট। এখন তো উৎসব হচ্ছে, এতো তাড়াতাড়ি ভোট বলে কী হবে?"


Conclusion:
Last Updated : Oct 2, 2019, 6:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.