কলকাতা, 12 জানুয়ারি : রাজ্যজুড়ে দাপটের সঙ্গেই চলছে শীতের ইনিংস ।আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী তিনদিন শীতের দাপট চলবে ৷ মঙ্গলবার পর্যন্ত বিনা বাধায় উত্তরের হাওয়া প্রবেশ করবে রাজ্যে ৷ ফলে মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি কম থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ৷
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা একলাফে নেমেছে 4 ডিগ্রি সেলসিয়াস । কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 21.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি কম । এদিকে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম । আজ সকালে কলকাতায় হালকা কুয়াশা ছিল ৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয় ৷
এদিকে উত্তরের হাওয়ার দাপটে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে যায় ৷ উত্তরবঙ্গের কিছু জেলায় মাঝারি থেকে ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে । পশ্চিমের জেলাগুলোতে আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে ।
পশ্চিমী ঝঞ্ঝার দাপটে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলোতে আবহাওয়ার পরিবর্তন হবে । 3 থেকে 4 দিনের মধ্যেই আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে জম্মু-কাশ্মীরে ৷ সেই পশ্চিমী ঝঞ্ঝার দাপটে 16 জানুয়ারি জম্মু-কাশ্মীরে ফের তুষারপাতের সম্ভাবনা রয়েছে ।