ETV Bharat / city

48 ঘণ্টার মধ্যে রাজ্যে উত্তুরে হাওয়া ঢুকবে - রাজ্যে আসতে চলেছে শীত

48 ঘণ্টা পর থেকে তাপমাত্রা কমতে শুরু করবে ৷ আলিপুর আবহওয়া দপ্তর এ খবর জানিয়েছে ৷ আগামী 48 ঘণ্টায় দিনের তুলনায় রাতের তাপমাত্রা খানিকটা কমবে ।

winter story
রাজ্যে আসতে চলেছে শীত
author img

By

Published : Dec 11, 2019, 9:39 PM IST

কলকাতা, 11 ডিসেম্বর : পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটলেই রাজ্যে প্রবেশ করবে উত্তুরে হাওয়া ৷ 48 ঘণ্টা পর থেকে তাপমাত্রা কমতে শুরু করবে ৷ আলিপুর আবহওয়া দপ্তর এ খবর জানিয়েছে ৷ আগামী 48 ঘণ্টায় দিনের তুলনায় রাতের তাপমাত্রা খানিকটা কমবে । উত্তরবঙ্গে ইতিমধ্যেই শীতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে । শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে তাপমাত্রা ইতিমধ্যেই প্রায় 11 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে । উত্তরবঙ্গের তরাই, ডুয়ার্সের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ৷

আগামী 48 ঘণ্টায় দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এবং কোচবিহারে হালকা কুয়াশার প্রভাব থাকবে ৷ পশ্চিমের জেলাগুলিতে 48 ঘণ্টার পর থেকে তাপমাত্রা কমতে শুরু করবে । আগামীকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কলকাতায় আকাশ এখন মেঘলা । আবহাওয়া দপ্তরের আধিকারিক গোকুলচন্দ্র দেবনাথ জানিয়েছেন, 48 ঘণ্টার মধ্যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে যাবে । তারপর উত্তুরে হাওয়া রাজ্যে প্রবেশ করবে ৷ ক্রমশ তাপমাত্রা কমতে শুরু করবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ।

দেখুন ভিডিয়ো...

আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় 28 ডিগ্রি সেলসিয়াস ৷ সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ৷ গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.5 ডিগ্রি সেলসিয়াস ৷

কলকাতা, 11 ডিসেম্বর : পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটলেই রাজ্যে প্রবেশ করবে উত্তুরে হাওয়া ৷ 48 ঘণ্টা পর থেকে তাপমাত্রা কমতে শুরু করবে ৷ আলিপুর আবহওয়া দপ্তর এ খবর জানিয়েছে ৷ আগামী 48 ঘণ্টায় দিনের তুলনায় রাতের তাপমাত্রা খানিকটা কমবে । উত্তরবঙ্গে ইতিমধ্যেই শীতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে । শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে তাপমাত্রা ইতিমধ্যেই প্রায় 11 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে । উত্তরবঙ্গের তরাই, ডুয়ার্সের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ৷

আগামী 48 ঘণ্টায় দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এবং কোচবিহারে হালকা কুয়াশার প্রভাব থাকবে ৷ পশ্চিমের জেলাগুলিতে 48 ঘণ্টার পর থেকে তাপমাত্রা কমতে শুরু করবে । আগামীকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কলকাতায় আকাশ এখন মেঘলা । আবহাওয়া দপ্তরের আধিকারিক গোকুলচন্দ্র দেবনাথ জানিয়েছেন, 48 ঘণ্টার মধ্যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে যাবে । তারপর উত্তুরে হাওয়া রাজ্যে প্রবেশ করবে ৷ ক্রমশ তাপমাত্রা কমতে শুরু করবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ।

দেখুন ভিডিয়ো...

আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় 28 ডিগ্রি সেলসিয়াস ৷ সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ৷ গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.5 ডিগ্রি সেলসিয়াস ৷

Intro:অবশেষে আশার বাণী শোনালো আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যে আসতে চলেছে শীত। 48 ঘন্টা পর থেকে তাপমাত্রা কমতে শুরু করবে সেইসঙ্গেই বাড়বে শীতের অনুভূতি। আগামী 48 ঘণ্টায় দিনের তাপমাত্রা তুলনায় রাতের তাপমাত্রা বেশ খানিকটা কমবে। উত্তরবঙ্গে ইতিমধ্যেই শীতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত অঞ্চলে তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। উত্তরবঙ্গের তরাই ডুয়ার্সে জেলাগুলোতেও তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।


Body:আগামী 48 ঘণ্টায় দার্জিলিং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহারে হালকা কুয়াশার প্রভাব থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমের জেলা গুলোতে আগামী 48 ঘন্টার পর থেকে তাপমাত্রা কমতে থাকবে। আগামীকাল কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি থাকবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কলকাতায় আকাশ মূলত মেঘলা রয়েছে। আবহাওয়াবিদ গোকুল চন্দ্র দেবনাথ জানিয়েছেন 48 ঘণ্টার মধ্যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে যাবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে গেলে উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস প্রবেশ করবে রাজ্যে। এরপর থেকে ক্রমশ তাপমাত্রা কমতে শুরু করবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ।এবং এই শীত বেশ কিছুদিন স্থায়ী হবে শীত বলেও জানিয়েছেন গোকুল চন্দ্র দেব নাথ


Conclusion:আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রী সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত 24 ঘন্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক। সর্বনিম্ন তাপমাত্রা 17.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের 2 ডিগ্রী থেকে বেশি ছিল।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.