ETV Bharat / city

বারাসতে বৈঠকের পরই অর্জুন নিয়ে "বন্দোবস্ত", জানালেন দুবে - bjp

1 মে একান্ত আলাপচারিতায় বিবেক দুবে জানিয়েছিলেন, পঞ্চম দফার ভোটে ব্যারাকপুরই চিন্তার কারণ । সেই সূত্রে আজ ফের ব্যারাকপুরে যাচ্ছেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক । সেখানে BJP প্রার্থী অর্জুন সিংয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ সরেজমিনে খতিয়ে দেখবেন । তারপরেই "বন্দোবস্ত" নেওয়া হবে। অভিযোগ, পালটা অভিযোগের সূত্র ধরেই আজ উত্তর 24 পরগনা জেলা সদর বারাসতে যাচ্ছেন বিবেক ।

বিবেক দুবে
author img

By

Published : May 5, 2019, 2:31 AM IST

কলকাতা, 5 মে : অভিযোগ পেয়েছেন ভুরি ভুরি । নিজে একপ্রস্থ ব্যারাকপুর ঘুরে এসেছেন । গেছেন বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েকও । দফায় দফায় বৈঠক করেছেন রাজনৈতিক দল, পুলিশ, প্রশাসনের সঙ্গে । তারপরেও ঠেকানো যায়নি বোমাবাজির ঘটনা । 1 মে একান্ত আলাপচারিতায় বিবেক দুবে জানিয়েছিলেন, পঞ্চম দফার ভোটে ব্যারাকপুরই চিন্তার কারণ । সেই সূত্রে আজ ফের ব্যারাকপুরে যাচ্ছেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক । সেখানে BJP প্রার্থী অর্জুন সিংয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ সরেজমিনে খতিয়ে দেখবেন । তারপরেই "বন্দোবস্ত" নেওয়া হবে। গতকাল একথা জানালেন বিবেক দুবে।

ব্যারাকপুরের জন্য বেনারস থেকে আনা হয়েছে শার্প শুটার । অর্জুন সিংয়ের ছেলের গাড়ি থেকে দেখানো হচ্ছে খোলা পিস্তল । অর্জুন পিস্তল হাতে ভয় দেখাচ্ছেন । ভয় দেখাচ্ছেন তাঁর সিকিউরিটির দায়িত্বপ্রাপ্তরাও । 15-20 জন BJP কর্মীদের জলপাই উর্দি পরিয়ে রাস্তায় নামানো হয়েছে হুমকি দেওয়ার জন্য । হুমকির হাত থেকে বাদ যাচ্ছেন না পুলিশের OC-ও । তার সঙ্গে ছড়ানো হচ্ছে সাম্প্রদায়িক উস্কানি । এমন কিছু অভিযোগ উঠেছে ব্যারাকপুরের BJP প্রার্থী অর্জুন সিংয়ের বিরুদ্ধে । অভিযোগ এনেছেন ভাটপাড়া বিধানসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী মদন মিত্র । 3 মে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে আরিজ় আফতাবের সঙ্গে দেখা করেন । দাবি জানান, অর্জুনকে গ্রেপ্তারির । একই দাবি তিনি বিশেষ পর্যবেক্ষক অজয় নায়কের কাছেও করেছেন । সূত্র জানাচ্ছে, তখনই অজয় গোটা পরিস্থিতি খতিয়ে দেখার আশ্বাস দেন ।

অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধেও সন্ত্রাসের অভিযোগ আছে । অর্জুনের তরফে বারবার মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে পৌঁছেছে তাঁর টিম । অভিযোগ জানিয়েছে সন্ত্রাসের। এমন কী এই বিষয়ে মাঠে নামানো হয় প্রাক্তন IPS তথা গত লোকসভা নির্বাচনে ব্যারাকপুরে BJP-র প্রার্থী আর কে হান্ডাকে । তাঁর নেতৃত্বে একটি প্রতিনিধি দল 1 মে পোর্ট ট্রাস্টের গেস্ট হাউজ়ে গিয়ে দেখা করে অজয় নায়েক এবং বিবেক দুবের সঙ্গে । তারপর হান্ডা সাংবাদিকদের কাছে আনেন সন্ত্রাসের অভিযোগ । তিনি দাবি করেন 30 এপ্রিল ভাটপাড়ার 13 নম্বর ওয়ার্ডে যে বোমাবাজির ঘটনা ঘটে, তার জন্য দায়ি তৃণমূল । অবশ্য তৃণমূলের পালটা দাবি, ওই ঘটনা ঘটিয়েছে অর্জুনের দলবল । এরপরেই ব্যারাকপুরের BJP প্রার্থীকে নজরবন্দী করার দাবি জানানো হয় তৃণমূলের তরফে ।

অভিযোগ, পালটা অভিযোগের সূত্র ধরেই আজ উত্তর 24 পরগনা জেলা সদর বারাসতে যাচ্ছেন বিবেক । সকাল ন'টা পয়তাল্লিশ মিনিটে বারাসতে জেলাশাসকের দপ্তরে পৌঁছাবেন । সকাল ১০টা ১৫ মিনিট থেকে বেলা ১২টা পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন । পরে দুপুর একটা থেকে আড়াইটে পর্যন্ত DEO, ব্যারাকপুরের পুলিশ কমিশনার, বারাসতের পুলিশ সুপার এবং ব্যারাকপুর কেন্দ্রের অবজ়ারভারদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

ব্যারাকপুর নিয়ে কী ভাবছেন জানতে চাওয়া হলে দুবে বলেন, "ব্যারাকপুর যাচ্ছি । 100% বুথে থাকছে কেন্দ্রীয় বাহিনী । পর্যাপ্ত কুইক রেসপন্স টিমও রাখা হচ্ছে ।" অর্জুন সিংয়ের বিরুদ্ধে প্রচুর অভিযোগ উঠেছে । আলাদা করে কোনও পরিকল্পনা আছে ? উত্তরে বলেন, "ন'টি স্বীকৃত দলের সঙ্গে বৈঠক করব । তারপরে দেখা যাবে কী বন্দোবস্ত নেওয়া যায় ।"

কলকাতা, 5 মে : অভিযোগ পেয়েছেন ভুরি ভুরি । নিজে একপ্রস্থ ব্যারাকপুর ঘুরে এসেছেন । গেছেন বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েকও । দফায় দফায় বৈঠক করেছেন রাজনৈতিক দল, পুলিশ, প্রশাসনের সঙ্গে । তারপরেও ঠেকানো যায়নি বোমাবাজির ঘটনা । 1 মে একান্ত আলাপচারিতায় বিবেক দুবে জানিয়েছিলেন, পঞ্চম দফার ভোটে ব্যারাকপুরই চিন্তার কারণ । সেই সূত্রে আজ ফের ব্যারাকপুরে যাচ্ছেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক । সেখানে BJP প্রার্থী অর্জুন সিংয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ সরেজমিনে খতিয়ে দেখবেন । তারপরেই "বন্দোবস্ত" নেওয়া হবে। গতকাল একথা জানালেন বিবেক দুবে।

ব্যারাকপুরের জন্য বেনারস থেকে আনা হয়েছে শার্প শুটার । অর্জুন সিংয়ের ছেলের গাড়ি থেকে দেখানো হচ্ছে খোলা পিস্তল । অর্জুন পিস্তল হাতে ভয় দেখাচ্ছেন । ভয় দেখাচ্ছেন তাঁর সিকিউরিটির দায়িত্বপ্রাপ্তরাও । 15-20 জন BJP কর্মীদের জলপাই উর্দি পরিয়ে রাস্তায় নামানো হয়েছে হুমকি দেওয়ার জন্য । হুমকির হাত থেকে বাদ যাচ্ছেন না পুলিশের OC-ও । তার সঙ্গে ছড়ানো হচ্ছে সাম্প্রদায়িক উস্কানি । এমন কিছু অভিযোগ উঠেছে ব্যারাকপুরের BJP প্রার্থী অর্জুন সিংয়ের বিরুদ্ধে । অভিযোগ এনেছেন ভাটপাড়া বিধানসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী মদন মিত্র । 3 মে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে আরিজ় আফতাবের সঙ্গে দেখা করেন । দাবি জানান, অর্জুনকে গ্রেপ্তারির । একই দাবি তিনি বিশেষ পর্যবেক্ষক অজয় নায়কের কাছেও করেছেন । সূত্র জানাচ্ছে, তখনই অজয় গোটা পরিস্থিতি খতিয়ে দেখার আশ্বাস দেন ।

অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধেও সন্ত্রাসের অভিযোগ আছে । অর্জুনের তরফে বারবার মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে পৌঁছেছে তাঁর টিম । অভিযোগ জানিয়েছে সন্ত্রাসের। এমন কী এই বিষয়ে মাঠে নামানো হয় প্রাক্তন IPS তথা গত লোকসভা নির্বাচনে ব্যারাকপুরে BJP-র প্রার্থী আর কে হান্ডাকে । তাঁর নেতৃত্বে একটি প্রতিনিধি দল 1 মে পোর্ট ট্রাস্টের গেস্ট হাউজ়ে গিয়ে দেখা করে অজয় নায়েক এবং বিবেক দুবের সঙ্গে । তারপর হান্ডা সাংবাদিকদের কাছে আনেন সন্ত্রাসের অভিযোগ । তিনি দাবি করেন 30 এপ্রিল ভাটপাড়ার 13 নম্বর ওয়ার্ডে যে বোমাবাজির ঘটনা ঘটে, তার জন্য দায়ি তৃণমূল । অবশ্য তৃণমূলের পালটা দাবি, ওই ঘটনা ঘটিয়েছে অর্জুনের দলবল । এরপরেই ব্যারাকপুরের BJP প্রার্থীকে নজরবন্দী করার দাবি জানানো হয় তৃণমূলের তরফে ।

অভিযোগ, পালটা অভিযোগের সূত্র ধরেই আজ উত্তর 24 পরগনা জেলা সদর বারাসতে যাচ্ছেন বিবেক । সকাল ন'টা পয়তাল্লিশ মিনিটে বারাসতে জেলাশাসকের দপ্তরে পৌঁছাবেন । সকাল ১০টা ১৫ মিনিট থেকে বেলা ১২টা পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন । পরে দুপুর একটা থেকে আড়াইটে পর্যন্ত DEO, ব্যারাকপুরের পুলিশ কমিশনার, বারাসতের পুলিশ সুপার এবং ব্যারাকপুর কেন্দ্রের অবজ়ারভারদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

ব্যারাকপুর নিয়ে কী ভাবছেন জানতে চাওয়া হলে দুবে বলেন, "ব্যারাকপুর যাচ্ছি । 100% বুথে থাকছে কেন্দ্রীয় বাহিনী । পর্যাপ্ত কুইক রেসপন্স টিমও রাখা হচ্ছে ।" অর্জুন সিংয়ের বিরুদ্ধে প্রচুর অভিযোগ উঠেছে । আলাদা করে কোনও পরিকল্পনা আছে ? উত্তরে বলেন, "ন'টি স্বীকৃত দলের সঙ্গে বৈঠক করব । তারপরে দেখা যাবে কী বন্দোবস্ত নেওয়া যায় ।"

Intro:কলকাতা, ৪ মে: অভিযোগ পেয়েছেন ভুরি ভুরি। নিজে একপ্রস্থ ঘুরে এসেছেন বারাকপুর থেকে। গেছেন বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েকও। দফায় দফায় বৈঠক করেছেন রাজনৈতিক দল, পুলিশ, প্রশাসনের সঙ্গে। তারপরেও ঠেকানো যায়নি বোমাবাজির ঘটনা। সেই সূত্রে গত পয়লা মে একান্ত আলাপচারিতায় বিবেক দুবে জানিয়েছিলেন, পঞ্চম দফার ভোটে ব্যারাকপুরই চিন্তার কারণ। সেই সূত্রে আগামীকাল ফের ব্যারাকপুরে যাচ্ছেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক। সেখানে বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ সরেজমিনে খতিয়ে দেখবেন। তারপরেই “বন্দোবস্ত" নেওয়া হবে। আজ এ কথা জানালেন বিবেক।


Body:ব্যারাকপুরে জন্য বেনারস থেকে আনা হয়েছে শার্প শ্যুটার। অর্জুন সিংয়ের ছেলের গাড়ি থেকে দেখানো হচ্ছে খোলা পিস্তল। অর্জুন পিস্তল হাতে ভয় দেখাচ্ছেন। ভয় দেখাচ্ছে তার সিকিউরিটির দায়িত্বপ্রাপ্তরাও। পনেরো কুড়ি জন বিজেপি কর্মীকে জলপাই উর্দি পরিয়ে রাস্তায় নামানো হয়েছে হুমকি দেওয়ার জন্য। হুমকির হাত থেকে বাদ যাচ্ছেন না পুলিশের ওসিও।তার সঙ্গে ছড়ানো হচ্ছে সাম্প্রদায়িক উস্কানি। এমন কিছু অভিযোগ উঠেছে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের বিরুদ্ধে। অভিযোগ এনেছেন ভাটপাড়া বিধানসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী মদন মিত্র। গতকাল, মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে আরিজ আফতাবের সঙ্গে দেখা করেন। দাবি জানান, অর্জুনকে গ্রেপ্তারির। একই দাবি তিনি বিশেষ পর্যবেক্ষক অজয় নায়কের কাছেও করেছেন। সূত্র জানাচ্ছে, তখনই অজয় পুরো পরিস্থিতি খতিয়ে দেখার আশ্বাস দেন। Conclusion:অন্যদিকে, তৃণমূলের বিরুদ্ধেও সন্ত্রাসের অভিযোগ আছে। অর্জুনের তরফে বারবার মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে পৌঁছেছে তাঁর টিম। অভিযোগ জানিয়েছে, সন্ত্রাসের। এমনকি এ বিষয়ে মাঠে নামানো হয়, প্রাক্তন আইপিএস তথা গত লোকসভা নির্বাচনে ব্যারাকপুরে বিজেপির প্রার্থী আর কে হান্ডাকে। তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল গত পয়লা মে পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসে গিয়ে দেখা করে অজয় নায়েক এবং বিবেক দুবের সঙ্গে। তারপর হান্ডা সাংবাদিকদের কাছে আনেন সন্ত্রাসের অভিযোগ। তিনি দাবি করেন, 30 এপ্রিল ভাটপাড়ার 13 নম্বর ওয়ার্ডে যে বোমা বাজির ঘটনা ঘটে, তার জন্য দায়ী তৃণমূল। অবশ্য তৃণমূলের পাল্টা দাবি, ওই ঘটনা ঘটিয়েছে অর্জুনের দলবল। এর পরেই ব্যারাকপুরের বিজেপি প্রার্থীকে নজরবন্দী করার দাবি জানানো হয় তৃণমূলের তরফ থেকে।

অভিযোগ পাল্টা অভিযোগের সূত্র ধরেই আগামীকাল উত্তর 24 পরগনা জেলা সদর বারাসতে যাচ্ছেন বিবেক। সকাল ৯:৪৫এ বারাসাতে জেলাশাসকের দপ্তরে পৌঁছবেন। সকাল ১০:১৫ থেকে ১২টা পর্যন্ত রাজনৈতিক দলগুলো সঙ্গে বৈঠক করবেন। পরে দুপুর ১টা থেকে ২:৩০ পর্যন্ত DEO, ব্যারাকপুরের পুলিশ কমিশনার, বারাসতের পুলিশ সুপার এবং ব্যারাকপুর কেন্দ্রের অবজারভারদের সঙ্গে সাথে বৈঠক করবেন। আজ দুবের কাছে জানতে চাওয়া হয়, বারাকপুর নিয়ে কি ভাবছেন? বলেন, “ আগামীকাল ব্যারাকপুর যাচ্ছি। 100% বুথে থাকছে কেন্দ্রীয় বাহিনী। পর্যাপ্ত কুইক রেসপন্স টিমও রাখা হচ্ছে।" অর্জুন সিংয়ের বিরুদ্ধে প্রচুর অভিযোগ উঠেছে। আলাদা করে কোনো পরিকল্পনা আছে? উত্তর আসে, “ আগামীকাল নটি স্বীকৃত দলের সঙ্গে বৈঠক করব। তারপরে দেখা যাবে কি বন্দোবস্ত নেওয়া যায়।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.