ETV Bharat / city

Suvendu Adhikari Neatai Case: শুভেন্দুকে নেতাই ঢুকতে কেন বাধা ? পুলিশের কাছে হলফনামা তলব হাইকোর্টের

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari Neatai Case) নেতাই ঢুকতে কেন বাধা দেওয়া হয়েছিল (Netai), পুলিশকে তা হলফনামা দিয়ে জানাতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)৷

Why Suvendu Adhikari was stopped when he was going to Netai? Police to file affidavit in Calcutta High court
শুভেন্দুকে নেতাই ঢুকতে কেন বাধা ? পুলিশের কাছে হলফনামা তলব হাইকোর্টের
author img

By

Published : Aug 5, 2022, 1:46 PM IST

কলকাতা, 5 অগস্ট: শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari Neatai Case) নেতাই ঢুকতে বাধা দেওয়া কেন হয়েছিল, সে ব্যাপারে রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল, ঝাড়গ্রামের এসপিকে তিন সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)৷ আজ এই নির্দেশ দিয়েছেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ।

আদালতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আশ্বাস দিয়ে জানিয়েছিলেন, বিরোধী দলনেতা যেখানেই যাবেন পুলিশ তাঁকে আটকাবে না, সহযোগিতা করবে । কিন্তু নেতাইয়ে গণহত্যায় মৃতদের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে যেতে চাইলে পুলিশ তাঁকে আটকে দেয় ।

আরও পড়ুন: সারদায় শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগের কেস ডায়েরি চেয়ে পাঠাল হাইকোর্ট

এ দিন বিচারপতি রাজ্য পুলিশের ডিজি ও ঝাড়গ্রাম থানার এসপি-কে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন । তাঁরা আদালতে হাজির হলে বিচারপতি জানতে চান, আদালতে আশ্বাস দেওয়া সত্ত্বেও কেন বিরোধী দলনেতাকে আটকানো হল ? রাজ্য পুলিশের ডিজি ও ঝাড়গ্রাম থানার এসপি জানান, এ ব্যাপারে তাঁরা তাঁদের বক্তব্য হলফনামা দিয়ে জানাতে চান । বিচারপতি তিন সপ্তাহের মধ্যে তাঁদের হলফনামা পেশ করার নির্দেশ দিয়েছেন । 29 অগস্ট মামলার পরবর্তী শুনানি ।

কলকাতা, 5 অগস্ট: শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari Neatai Case) নেতাই ঢুকতে বাধা দেওয়া কেন হয়েছিল, সে ব্যাপারে রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল, ঝাড়গ্রামের এসপিকে তিন সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)৷ আজ এই নির্দেশ দিয়েছেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ।

আদালতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আশ্বাস দিয়ে জানিয়েছিলেন, বিরোধী দলনেতা যেখানেই যাবেন পুলিশ তাঁকে আটকাবে না, সহযোগিতা করবে । কিন্তু নেতাইয়ে গণহত্যায় মৃতদের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে যেতে চাইলে পুলিশ তাঁকে আটকে দেয় ।

আরও পড়ুন: সারদায় শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগের কেস ডায়েরি চেয়ে পাঠাল হাইকোর্ট

এ দিন বিচারপতি রাজ্য পুলিশের ডিজি ও ঝাড়গ্রাম থানার এসপি-কে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন । তাঁরা আদালতে হাজির হলে বিচারপতি জানতে চান, আদালতে আশ্বাস দেওয়া সত্ত্বেও কেন বিরোধী দলনেতাকে আটকানো হল ? রাজ্য পুলিশের ডিজি ও ঝাড়গ্রাম থানার এসপি জানান, এ ব্যাপারে তাঁরা তাঁদের বক্তব্য হলফনামা দিয়ে জানাতে চান । বিচারপতি তিন সপ্তাহের মধ্যে তাঁদের হলফনামা পেশ করার নির্দেশ দিয়েছেন । 29 অগস্ট মামলার পরবর্তী শুনানি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.