কলকাতা, 9 জুন : সায়নী ঘোষ ৷ অভিনেত্রী থেকে হয়ে গেলেন যুবনেত্রী ৷ তৃণমূল কংগ্রেসের সাম্প্রতিক সাংগঠনিক রদবদলে তাঁকে যুব সংগঠনের রাজ্য সভানেত্রী করা হয়েছে ৷ গত শনিবার তৃণমূলের তরফে এই ঘোষণা করা হয় ৷
তার পর থেকেই তাঁর এই পদপ্রাপ্তি ঘিরে নানা মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ কারণ, সায়নী ঘোষকে অভিনেত্রী হিসেবেই চিনত বাংলা ৷ বিশেষ করে সাম্প্রতিক কয়েকটি ওয়েব সিরিজে তাঁর অভিনয় নজর কেড়েছিল বাঙালি দর্শকদের ৷ কিন্তু ভোটের আগে আচমকা তিনি রাজনীতিতে এলেন ৷ ভোটে দাঁড়ালেন ৷ হেরে গেলেন ৷ কিন্তু দলের যুব সংগঠনের রাজ্য শাখার মাথায় বসিয়ে দেওয়া হল তাঁকে ৷
কোনও কোনও মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছে যে তৃণমূলে কি কোনও যুব নেতা নেই যিনি এই দায়িত্ব নিতে পারেন ? রাজনীতিতে সায়নীর বয়সমাত্র কয়েকমাস, তাঁকে কীভাবে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া যায় ? এই প্রশ্নগুলির উত্তরে রাজনৈতিক বিশ্লেষক শান্তনু সান্যাল বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সময়ে তৃণমূল যুব কংগ্রেসের যে গুরুত্ব ছিল, তা এখন আর রইল না ৷ সেই কারণে দায়িত্ব পেলেন সায়নী ৷
আরও পড়ুন : Abhishek Banerjee : মুর্শিদাবাদে বজ্রাঘাতে মৃতের পরিবারের পাশে অভিষেক
যদিও রাজনৈতিক পর্যবেক্ষকদের অন্য একটি অংশ আবার এই মতের শরিক নন ৷ তাঁদের বক্তব্য, আসানসোল দক্ষিণে প্রার্থী হওয়ার পর থেকেই নজর কেড়েছেন সায়নী ৷ তাঁর মধ্যে একটা লড়াকু মনোভাবও দেখা গিয়েছে ৷ বিশেষ করে ভোটের দিন, তিনি যেভাবে সামনে থেকে লড়েছেন, সেটাই দলের উচ্চ নেতৃত্বের নজরে পড়েছে ৷ তাছাড়া তিনি হেরে যাওয়ার পরও আসানসোলের কর্মীরা তাঁকে পাশে চেয়েছেন ৷ সেই কারণেই তিনি যুব সংগঠনের রাজ্য সভানেত্রী হলেন ৷
রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, সায়নী তৃণমূলে একেবারে নতুন ৷ ফলে তাঁকে নিয়ে এখনই কোনও ক্ষোভ-বিক্ষোভ নেই ৷ অভিষেকের পরে যাঁকেই দায়িত্ব দেওয়া হত, দলে তাঁর বিরুদ্ধ গোষ্ঠী কিছুটা হলেও উষ্মাপ্রকাশ করত ৷ সেক্ষেত্রে 2024 সালের লোকসভা নির্বাচনের আগে সেই কোন্দল দলের ক্ষতি করত ৷ তাই ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল ৷
আরও পড়ুন : উত্তর প্রদেশের ব্রাহ্মণ নেতা জিতিন প্রসাদ বিজেপিতে, ভোটের আগে বড় ধাক্কা কংগ্রেসে
তবে রাজনৈতিক পর্যবেক্ষক শান্তনু সান্যাল এই বিষয়ে আরও একটি যুক্তি দিয়েছেন ৷ তাঁর কথায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে অভিষেক বন্দোপাধ্যায়ের হাতেই হয়তো দলের যুব সংগঠনের রাশ থাকবে এবং সেই কারণেই কোনও পোড়খাওয়া নেতার বদলে সায়নী ঘোষকে তৃণমূল কংগেসের যুব সংগঠনের রাজ্য সভাপতি মনোনীত করা হল ।