ETV Bharat / city

West Bengal winter: ভোরে কুয়াশার পর বৃষ্টি কলকাতায়, বর্ষবরণের রাতে কি ফিরবে শীত ?

ভোরে ঘন কুয়াশায় (West Bengal weather) ঢাকল কলকাতা ৷ এরপরই আবার হাল্কা বৃষ্টি ৷ মনখারাপী মেঘলা (cloudy sky in Kolkata) দিনে তাল কাটল বর্ষশেষের আনন্দে ৷ তবে বর্ষবরণের রাত থেকে শীত ফিরবে বলে আশার কথা শুনিয়েছে হাওয়া অফিস ৷

West Bengal weather: kolkata experiences light rain, cloudy sky after fog in the morning
ভোরে কুয়াশার পর বৃষ্টি কলকাতায়, বর্ষবরণের রাতে কি ফিরবে শীত ?
author img

By

Published : Dec 30, 2021, 11:55 AM IST

কলকাতা, 30 ডিসেম্বর: ভোরে ঘন কুয়াশা ৷ এরপর থেকেই মেঘলা আকাশ (cloudy sky in Kolkata)। বেলা গড়াতে হালকা বৃষ্টিতে ভিজল শহর ও শহরতলি । বিপাকে পড়তে হল অফিসযাত্রীদের । শীতবস্ত্রের সঙ্গে সঙ্গী ছাতা । বর্ষশেষের শেষ দু'দিনে আবহাওয়ার (West Bengal weather) এই অস্বস্তি বজায় থাকবে ৷ সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের থেকে অনেকটা বেশি ৷ তবে বর্ষবরণের রাত থেকেই ফের ঠান্ডা (West Bengal winter) ফিরবে নিজের ছন্দে ৷ এমনই পূর্বাভাস দিল হাওয়া অফিস ৷

বৃহস্পতিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে । তবে এই মেঘলা আকাশ স্থায়ী হয়ে ঠান্ডার প্রত্যাবর্তনে বাধার সৃষ্টি করবে না। পূর্বাভাসে বলা হয়েছে, বছরের শেষদিন থেকে মেঘ সরবে এবং ঠান্ডা ফিরবে নিজের ছন্দে ।

আরও পড়ুন: West Bengal Weather Update : বছর শেষে বৃষ্টির পূর্বাভাস, নতুন বছরে ফিরবে শীতের আমেজ

সিকিম এবং তার পার্শ্ববর্তী এলাকায় তুষারপাত চলবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর । গত শনিবার থেকেই প্রবল তুষারপাত শুরু হয়েছে সিকিমে ৷ রাস্তায় বরফ জমে আটকে পড়েছেন বহু পর্যটক ৷ সিকিমে তুষারপাত চললেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলার কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

আরও পড়ুন: Weather Update In West Bengal: বড়দিনের পরেই কমবে শীত, পূর্বাভাস হাওয়া অফিসের

বৃহস্পতিবার ভোরে ঘন কুয়াশায় ঢাকা ছিল কলকাতা ও বিভিন্ন জেলা ৷ বেলা বাড়লেও সূর্য মেঘের আড়ালেই থেকেছে ৷ দিনের বাকি সময়ও আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা । সকালে দু-এক পশলা বৃষ্টির (rain in Kolkata) পর রাতের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.4 ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি । আপাতত তাপমাত্রা বাড়লেও নতুন বছরে তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে সুখবর দিয়েছে হাওয়া অফিস ।

আরও পড়ুন: West Bengal Weather Update : নামছে পারদ, শহরে বাড়ছে দূষণ

কলকাতা, 30 ডিসেম্বর: ভোরে ঘন কুয়াশা ৷ এরপর থেকেই মেঘলা আকাশ (cloudy sky in Kolkata)। বেলা গড়াতে হালকা বৃষ্টিতে ভিজল শহর ও শহরতলি । বিপাকে পড়তে হল অফিসযাত্রীদের । শীতবস্ত্রের সঙ্গে সঙ্গী ছাতা । বর্ষশেষের শেষ দু'দিনে আবহাওয়ার (West Bengal weather) এই অস্বস্তি বজায় থাকবে ৷ সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের থেকে অনেকটা বেশি ৷ তবে বর্ষবরণের রাত থেকেই ফের ঠান্ডা (West Bengal winter) ফিরবে নিজের ছন্দে ৷ এমনই পূর্বাভাস দিল হাওয়া অফিস ৷

বৃহস্পতিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে । তবে এই মেঘলা আকাশ স্থায়ী হয়ে ঠান্ডার প্রত্যাবর্তনে বাধার সৃষ্টি করবে না। পূর্বাভাসে বলা হয়েছে, বছরের শেষদিন থেকে মেঘ সরবে এবং ঠান্ডা ফিরবে নিজের ছন্দে ।

আরও পড়ুন: West Bengal Weather Update : বছর শেষে বৃষ্টির পূর্বাভাস, নতুন বছরে ফিরবে শীতের আমেজ

সিকিম এবং তার পার্শ্ববর্তী এলাকায় তুষারপাত চলবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর । গত শনিবার থেকেই প্রবল তুষারপাত শুরু হয়েছে সিকিমে ৷ রাস্তায় বরফ জমে আটকে পড়েছেন বহু পর্যটক ৷ সিকিমে তুষারপাত চললেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলার কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

আরও পড়ুন: Weather Update In West Bengal: বড়দিনের পরেই কমবে শীত, পূর্বাভাস হাওয়া অফিসের

বৃহস্পতিবার ভোরে ঘন কুয়াশায় ঢাকা ছিল কলকাতা ও বিভিন্ন জেলা ৷ বেলা বাড়লেও সূর্য মেঘের আড়ালেই থেকেছে ৷ দিনের বাকি সময়ও আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা । সকালে দু-এক পশলা বৃষ্টির (rain in Kolkata) পর রাতের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.4 ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি । আপাতত তাপমাত্রা বাড়লেও নতুন বছরে তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে সুখবর দিয়েছে হাওয়া অফিস ।

আরও পড়ুন: West Bengal Weather Update : নামছে পারদ, শহরে বাড়ছে দূষণ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.