ETV Bharat / city

Corona Update in Bengal : রাজ্যে বাড়ল সংক্রমণের হার, দৈনিক আক্রান্ত বেড়ে 94

নমুনা পরীক্ষা কমলেও বেড়েছে আক্রান্তের সংখ্যা ৷ সংক্রমণের হার (Corona Positivity Rate) 0.34 শতাংশ থেকে বেড়ে 0.51 শতাংশ ৷

west bengal corona news
রাজ্যে বাড়ল করোনা সংক্রমণের হার
author img

By

Published : Mar 17, 2022, 9:16 PM IST

কলকাতা, 17 মার্চ : রাজ্যের করোনা সংক্রমণের গ্রাম ফের কিছুটা বাড়ল ৷ বৃহস্পতিবার স্বাস্থ্য দফতর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন 94 জন ৷ বুধবার এই সংখ্যা ছিল 65 ৷ মৃত্যু হয়েছে 1 জনের ৷ বেড়েছে সংক্রমণের হারও ৷ সংক্রমণের হার দাঁড়িয়েছে 0.51 শতাংশ (Corona Positivity Rate) ৷ বুধবার এই হার ছিল 0.34 শতাংশ ৷

রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু (Corona Death toll in Bengal) হয়েছে 21 হাজার 192 জনের ৷ রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা দাঁড়িয়েছে 20 লাখ 16 হাজার 675 ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন 132 জন ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন 19 লাখ 94 হাজার 314 জন ৷ এদিন করোনা পরীক্ষা হয়েছে 18 হাজার 478 জনের ৷

  • WB COVID-19 Daily Health Bulletin: 17 March 2022. A detailed snapshot of all relevant details on COVID-19 in WB. Keep checking.

    পশ্চিমবঙ্গ কোভিড-১৯ দৈনিক স্বাস্থ্য বুলেটিন: ১৭ মার্চ ২০২২। পশ্চিমবঙ্গের কোভিড-১৯ সম্পর্কিত বিস্তারিত তথ্য পেতে নজর রাখুন।#BengalFightsCorona pic.twitter.com/8WbViP9AoX

    — Department of Health & Family Welfare, West Bengal (@wbdhfw) March 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : দক্ষিণ কোরিয়ায় দৈনিক করোনা সংক্রমণ ছয় লক্ষ পার

রাজ্যে এদিন 91 হাজার 439 জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে ৷ মোট 6 কোটি 98 লাখ 4 হাজার 70 জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ দ্বিতীয় ডোজ পেয়েছেন 5 কোটি 93 লাখ 47 হাজার 929 জন ৷ রাজ্যে বুস্টার ডোজ পেয়েছেন 17 লাখ 19 হাজার 355 জন ৷

কলকাতা, 17 মার্চ : রাজ্যের করোনা সংক্রমণের গ্রাম ফের কিছুটা বাড়ল ৷ বৃহস্পতিবার স্বাস্থ্য দফতর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন 94 জন ৷ বুধবার এই সংখ্যা ছিল 65 ৷ মৃত্যু হয়েছে 1 জনের ৷ বেড়েছে সংক্রমণের হারও ৷ সংক্রমণের হার দাঁড়িয়েছে 0.51 শতাংশ (Corona Positivity Rate) ৷ বুধবার এই হার ছিল 0.34 শতাংশ ৷

রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু (Corona Death toll in Bengal) হয়েছে 21 হাজার 192 জনের ৷ রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা দাঁড়িয়েছে 20 লাখ 16 হাজার 675 ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন 132 জন ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন 19 লাখ 94 হাজার 314 জন ৷ এদিন করোনা পরীক্ষা হয়েছে 18 হাজার 478 জনের ৷

  • WB COVID-19 Daily Health Bulletin: 17 March 2022. A detailed snapshot of all relevant details on COVID-19 in WB. Keep checking.

    পশ্চিমবঙ্গ কোভিড-১৯ দৈনিক স্বাস্থ্য বুলেটিন: ১৭ মার্চ ২০২২। পশ্চিমবঙ্গের কোভিড-১৯ সম্পর্কিত বিস্তারিত তথ্য পেতে নজর রাখুন।#BengalFightsCorona pic.twitter.com/8WbViP9AoX

    — Department of Health & Family Welfare, West Bengal (@wbdhfw) March 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : দক্ষিণ কোরিয়ায় দৈনিক করোনা সংক্রমণ ছয় লক্ষ পার

রাজ্যে এদিন 91 হাজার 439 জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে ৷ মোট 6 কোটি 98 লাখ 4 হাজার 70 জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ দ্বিতীয় ডোজ পেয়েছেন 5 কোটি 93 লাখ 47 হাজার 929 জন ৷ রাজ্যে বুস্টার ডোজ পেয়েছেন 17 লাখ 19 হাজার 355 জন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.