কলকাতা, 13 নভেম্বর : বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফের (BSF) কাজের সীমানা বৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ শনিবার তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সাংসদ সৌগত রায় এই কথা জানিয়েছেন সংবাদসংস্থা এএনআই-কে ৷ এছাড়া বিএসএফের কাজের সীমানা বৃদ্ধির বিরুদ্ধে পশ্চিমবঙ্গ বিধানসভায় (West Bengal Assembly) একটি প্রস্তাব পাস করা হবে বলেও তিনি জানিয়েছেন ৷
প্রসঙ্গত বিএসএফের কাজের সীমানা বৃদ্ধি নিয়ে বেশ কয়েকদিন ধরেই বিতর্ক চলছে ৷ শুধু পশ্চিমবঙ্গ নয়, এই বিতর্ক ছড়িয়েছে পঞ্জাব-রাজস্থানেও ৷ বিভিন্ন মানবাধিকার সংগঠনও কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে ৷
আরও পড়ুন : Luizinho Faleiro : রাজ্যসভার শূন্য আসনে গোয়ার লুইজিনহো ফেলেইরোর নাম ঘোষণা তৃণমূলের
এতদিন সীমান্ত থেকে 15 কিলোমিটার পর্যন্ত কাজের এক্তিয়ার ছিল বিএসএফের ৷ কিন্তু সম্প্রতি সেই সীমা বাড়িয়ে দেয় কেন্দ্র ৷ বদলে বিএসএফের কাজের এক্তিয়ার সীমান্ত থেকে 50 কিলোমিটার পর্যন্ত করে দেওয়া হয় ৷ আর এই নিয়েই বিতর্ক তৈরি হয়েছে ৷
সৌগত রায়ের অভিযোগ, কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়ে রাজ্যের অধিকারে হস্তক্ষেপ করছে ৷ এই নিয়ে ইস্যুতে সংসদেও তাঁরা সরব হবেন ৷ তাছাড়া সীমান্তে কাঁটাতার দেওয়ার কাজও কেন্দ্রের করা উচিত ৷ রাজ্য শুধু এতে সাহায্য করবে ৷
-
The step will be an interference in State's jurisdiction. We will raise this issue in Parliament. Border fencing should be done by the Centre, the State is also supporting this: TMC MP Saugata Roy
— ANI (@ANI) November 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The step will be an interference in State's jurisdiction. We will raise this issue in Parliament. Border fencing should be done by the Centre, the State is also supporting this: TMC MP Saugata Roy
— ANI (@ANI) November 13, 2021The step will be an interference in State's jurisdiction. We will raise this issue in Parliament. Border fencing should be done by the Centre, the State is also supporting this: TMC MP Saugata Roy
— ANI (@ANI) November 13, 2021
আরও পড়ুন : Dilip Ghosh : আর ফিল্মস্টার নয়, পৌরভোটে একনিষ্ঠ কর্মীদেরই প্রার্থী চান দিলীপ
এখানে উল্লেখ করা প্রয়োজন যে পঞ্জাব সরকারও কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করেছে ৷ তারা সেখানকার বিধানসভায় এর বিরুদ্ধে ইতিমধ্যে প্রস্তাব পাস করিয়েছে ৷ এবার সেই পথে হাঁটতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারও ৷