ETV Bharat / city

নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের প্রতি অভিনন্দন জ্ঞাপক প্রস্তাব বিধানসভায়

বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যপালের মাধ্যমে এই প্রস্তাব দিল্লিতে পাঠিয়ে দেওয়া হবে । সেখান থেকে বিধানসভার এই উদ্যোগ প্রস্তাব আকারে নোবেলজয়ী অর্থনীতিবিদের কাছে পৌঁছে যাবে ।

author img

By

Published : Dec 3, 2019, 12:02 AM IST

Abhijit Binayak Banerjee
অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 2 ডিসেম্বর : নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জ্ঞাপক প্রস্তাব পাঠাল রাজ্য বিধানসভা । আজ বিধানসভার দ্বিতীয়ার্ধে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের প্রতি অভিনন্দন জ্ঞাপক প্রস্তাব উত্থাপন করেন । দেড় ঘণ্টা ধরে চলে এই আলোচনা পর্ব ।

বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যপালের মাধ্যমে এই প্রস্তাব দিল্লিতে পাঠিয়ে দেওয়া হবে । সেখান থেকে বিধানসভার এই উদ্যোগ প্রস্তাব আকারে নোবেলজয়ী অর্থনীতিবিদের কাছে পৌঁছে যাবে । একইসঙ্গে নোবেলজয়ী অর্থনীতিবিদকে বিধানসভায় আমন্ত্রণ জানিয়ে যাতে সংবর্ধনা দেওয়া যায়, সেই বিষয়ে উদ্যোগ গ্রহণ করতে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ।

মোট 13 জন বিভিন্ন দলের বিধায়ক অভিনন্দন জ্ঞাপক প্রস্তাবে অংশগ্রহণ করেন । তাঁদের মধ্যে রয়েছেন কংগ্রেসের সুখবিলাস বর্মা ও অসিত মিত্র, তৃণমূল কংগ্রেসের রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও জ্যোতির্ময় কর, বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী, CPI(M) বিধায়ক রমা বিশ্বাস, বিদ্যুৎমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়, ফরওয়ার্ড ব্লকের নগেন্দ্রনাথ রায়, CPI বিধায়ক অশোক দিন্দা, RSP বিধায়ক নর্মদা চন্দ্র রায়, BJP-র মনোজ টিগ্গা, এবং গোর্খা জনমুক্তি মোর্চার রোহিত শর্মা ।

কলকাতা, 2 ডিসেম্বর : নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জ্ঞাপক প্রস্তাব পাঠাল রাজ্য বিধানসভা । আজ বিধানসভার দ্বিতীয়ার্ধে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের প্রতি অভিনন্দন জ্ঞাপক প্রস্তাব উত্থাপন করেন । দেড় ঘণ্টা ধরে চলে এই আলোচনা পর্ব ।

বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যপালের মাধ্যমে এই প্রস্তাব দিল্লিতে পাঠিয়ে দেওয়া হবে । সেখান থেকে বিধানসভার এই উদ্যোগ প্রস্তাব আকারে নোবেলজয়ী অর্থনীতিবিদের কাছে পৌঁছে যাবে । একইসঙ্গে নোবেলজয়ী অর্থনীতিবিদকে বিধানসভায় আমন্ত্রণ জানিয়ে যাতে সংবর্ধনা দেওয়া যায়, সেই বিষয়ে উদ্যোগ গ্রহণ করতে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ।

মোট 13 জন বিভিন্ন দলের বিধায়ক অভিনন্দন জ্ঞাপক প্রস্তাবে অংশগ্রহণ করেন । তাঁদের মধ্যে রয়েছেন কংগ্রেসের সুখবিলাস বর্মা ও অসিত মিত্র, তৃণমূল কংগ্রেসের রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও জ্যোতির্ময় কর, বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী, CPI(M) বিধায়ক রমা বিশ্বাস, বিদ্যুৎমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়, ফরওয়ার্ড ব্লকের নগেন্দ্রনাথ রায়, CPI বিধায়ক অশোক দিন্দা, RSP বিধায়ক নর্মদা চন্দ্র রায়, BJP-র মনোজ টিগ্গা, এবং গোর্খা জনমুক্তি মোর্চার রোহিত শর্মা ।

Intro:নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জ্ঞাপক প্রস্তাব পাঠালো রাজ্য বিধানসভা। আজ বিধানসভার দ্বিতীয়ার্ধে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জ্ঞাপক প্রস্তাব উত্থাপন করেন। দেড় ঘণ্টা ধরে এই আলোচনা পর্ব চলে।


Body:মোট ১৩ জন বিভিন্ন দলের বিধায়ক বিশ্ববরেণ্য এই অর্থনীতিবিদকে অভিনন্দন জানালেন। জাতীয় কংগ্রেসের সুখবিলাস বর্মা, তৃণমূল কংগ্রেসের রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী, সিপিআইএম বিধায়ক রমা বিশ্বাস, বিদ্যুৎমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়, সর্বভারতীয় ফরওয়ার্ড ব্লকের নগেন্দ্রনাথ রায়, তৃণমূল কংগ্রেসের জ্যোতির্ময় কর, সিপিআই বিধায়ক অশোক দিন্দা, আরএসপি বিধায়ক নর্মদা চন্দ্র রায়, কংগ্রেসের অসিত মিত্র, বিজেপির মনোজ টিগ্গা, এবং গোর্খা জনমুক্তি মোর্চার রোহিত শর্মা অভিনন্দন জ্ঞাপক প্রস্তাবে অংশগ্রহণ করেন।
বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যপালের মাধ্যমে এই প্রস্তাব দিল্লিতে পাঠিয়ে দেওয়া হবে। সেখান থেকে রাজ্য বিধানসভার এই উদ্যোগ প্রস্তাব আকারে নোবেলজয়ী অর্থনীতিবিদের কাছে পৌঁছে যাবে। তিনি পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে আবেদন জানান, নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে রাজ্য বিধানসভায় আমন্ত্রণ জানিয়ে, বিধানসভার পক্ষ থেকে যাতে সম্বর্ধনা দেওয়া যায়, সেই বিষয়টি নিয়ে উদ্যোগ গ্রহণ করতে আবেদন জানিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.