ETV Bharat / city

ডেবরায় দুই প্রাক্তন আইপিএসের লড়াই - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

পশ্চিম মেদিনীপুরের ডেবরায় তৃণমূলের প্রার্থী হুমায়ুন কবীর ৷ তাঁর বিরুদ্ধে বিজেপির হয়ে ভোটের লড়াইয়ে নামলেন ভারতী ঘোষ ৷ প্রাক্তন দুই এই আইপিএস সরাসরি সম্মুখ সমরে ৷

ডেবরায় দুই প্রাক্তন আইপিএসের লড়াই
ডেবরায় দুই প্রাক্তন আইপিএসের লড়াই
author img

By

Published : Mar 6, 2021, 8:10 PM IST

Updated : Mar 6, 2021, 11:27 PM IST

কলকাতা, 6 মার্চ : দু’জনেই খাকি উর্দি পরেছেন এক সময় ৷ সামলেছেন পুলিশ সুপার হিসেবে একাধিক জেলার দায়িত্ব ৷ আবার পুলিশের চাকরি ছেড়ে দিয়ে রাজনীতিতে নাম লিখিয়েছেন দু’জনে ৷ এবার সেই দু’জনই মুখোমুখি লড়াই করবেন ভোটের ময়দানে ৷

একজন হুমায়ুন কবীর ৷ প্রাক্তন আইপিএস ৷ এই কয়েক মাস আগেও তিনি ছিলেন হুগলির চন্দনগরের পুলিশ কমিশনার ৷ আচমকা চাকরি থেকে ইস্তফা দিয়ে যোগ দেন তৃণমূল কংগ্রেসে ৷ শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় যখন দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন, তখন দেখা যায় পশ্চিম মেদিনীপুরের ডেবরায় প্রার্থী করা হয়েছে হুমায়ুন কবীরকে ৷

আর দ্বিতীয়জন ভারতী ঘোষ ৷ তিনি পশ্চিম মেদিনীপুরেরই পুলিশ সুপার ছিলেন ৷ ঝাড়গ্রামের দায়িত্বও সামলান ৷ গত লোকসভা নির্বাচনের আগে তিনি চাকরি ছেড়ে বিজেপিতে যোগদান করেন ৷ ঘাটাল থেকে লোকসভা নির্বাচনে লড়াইও করেন ৷ তবে তৃণমূলের অভিনেতা প্রার্থী দেবের কাছে হেরে যান ৷

শনিবার নয়াদিল্লিতে অবস্থিত বিজেপির সদর দফতর থেকে প্রকাশিত হল পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনের প্রথম দুই দফার প্রার্থীদের তালিকা ৷ সেই তালিকায় দেখা যাচ্ছে ডেবরা থেকে লড়াই করবেন ভারতী ঘোষ ৷ ফলে দুই প্রাক্তন আইপিএস এবার ভোটের ময়দানে মুখোমুখি লড়াইয়ে নামলেন ৷

রাজনৈতিক মহল অবশ্য মনে করছে যে এই লড়াইয়ে অন্য একটি তাৎপর্য রয়েছে ৷ কারণ, হুমায়ুন ও ভারতী যখন পুলিশের চাকরি করতেন, তখন বরাবরই তাঁদের মমতার পছন্দের অফিসার বলে ধরা হত ৷ ভারতী ঘোষ থেকে প্রকাশ্যে মমতাকে ‘জঙ্গলমহলের মা’ বলেছিলেন ৷ এখন হুমায়ুন সরাসরি তৃণমূলে ৷ আর ভারতী একেবারে মমতার প্রধান প্রতিপক্ষ শিবিরে ৷

আরও পড়ুন : নন্দীগ্রামে মুখোমুখি লড়াইয়ে মমতা ও শুভেন্দু

যদিও রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন যে এই দুই প্রাক্তন পুলিশ আধিকারিকদের বিরুদ্ধেই একাধিক অভিযোগ উঠেছে ৷ ফলে সেগুলিও ভোটের ময়দানে উঠবে বলে মনে করা হচ্ছে ৷

কলকাতা, 6 মার্চ : দু’জনেই খাকি উর্দি পরেছেন এক সময় ৷ সামলেছেন পুলিশ সুপার হিসেবে একাধিক জেলার দায়িত্ব ৷ আবার পুলিশের চাকরি ছেড়ে দিয়ে রাজনীতিতে নাম লিখিয়েছেন দু’জনে ৷ এবার সেই দু’জনই মুখোমুখি লড়াই করবেন ভোটের ময়দানে ৷

একজন হুমায়ুন কবীর ৷ প্রাক্তন আইপিএস ৷ এই কয়েক মাস আগেও তিনি ছিলেন হুগলির চন্দনগরের পুলিশ কমিশনার ৷ আচমকা চাকরি থেকে ইস্তফা দিয়ে যোগ দেন তৃণমূল কংগ্রেসে ৷ শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় যখন দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন, তখন দেখা যায় পশ্চিম মেদিনীপুরের ডেবরায় প্রার্থী করা হয়েছে হুমায়ুন কবীরকে ৷

আর দ্বিতীয়জন ভারতী ঘোষ ৷ তিনি পশ্চিম মেদিনীপুরেরই পুলিশ সুপার ছিলেন ৷ ঝাড়গ্রামের দায়িত্বও সামলান ৷ গত লোকসভা নির্বাচনের আগে তিনি চাকরি ছেড়ে বিজেপিতে যোগদান করেন ৷ ঘাটাল থেকে লোকসভা নির্বাচনে লড়াইও করেন ৷ তবে তৃণমূলের অভিনেতা প্রার্থী দেবের কাছে হেরে যান ৷

শনিবার নয়াদিল্লিতে অবস্থিত বিজেপির সদর দফতর থেকে প্রকাশিত হল পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনের প্রথম দুই দফার প্রার্থীদের তালিকা ৷ সেই তালিকায় দেখা যাচ্ছে ডেবরা থেকে লড়াই করবেন ভারতী ঘোষ ৷ ফলে দুই প্রাক্তন আইপিএস এবার ভোটের ময়দানে মুখোমুখি লড়াইয়ে নামলেন ৷

রাজনৈতিক মহল অবশ্য মনে করছে যে এই লড়াইয়ে অন্য একটি তাৎপর্য রয়েছে ৷ কারণ, হুমায়ুন ও ভারতী যখন পুলিশের চাকরি করতেন, তখন বরাবরই তাঁদের মমতার পছন্দের অফিসার বলে ধরা হত ৷ ভারতী ঘোষ থেকে প্রকাশ্যে মমতাকে ‘জঙ্গলমহলের মা’ বলেছিলেন ৷ এখন হুমায়ুন সরাসরি তৃণমূলে ৷ আর ভারতী একেবারে মমতার প্রধান প্রতিপক্ষ শিবিরে ৷

আরও পড়ুন : নন্দীগ্রামে মুখোমুখি লড়াইয়ে মমতা ও শুভেন্দু

যদিও রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন যে এই দুই প্রাক্তন পুলিশ আধিকারিকদের বিরুদ্ধেই একাধিক অভিযোগ উঠেছে ৷ ফলে সেগুলিও ভোটের ময়দানে উঠবে বলে মনে করা হচ্ছে ৷

Last Updated : Mar 6, 2021, 11:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.