কলকাতা, 18 মার্চ : বুধবার আরও 4 আসনের প্রার্থী ঘোষণা করল বিজেপি । দিল্লি থেকে আনুষ্ঠানিকভাবে এই 4 প্রার্থীর নাম ঘোষণা করা হয় । যাদের অন্যতম অভিনেত্রী পাপিয়া অধিকারী ৷
গতকাল একটি প্রেস বার্তা দিয়ে প্রার্থীদের নাম ঘোষণা করে গেরুয়া শিবির । উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে অভিনেত্রী পাপিয়া অধিকারীকে । ফলতা থেকে বিজেপির হয়ে লড়াই করবেন বিধান পাড়ুই । বারুইপুর পূর্ব থেকে বিজেপি প্রার্থী চন্দন মণ্ডল এবং জগৎবল্লভপুর বিধানসভার প্রার্থী অনুপম ঘোষ ।
বিজেপি সূত্রে খবর, বুধবার সকাল থেকেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাড়িতে দফায় দফায় বৈঠক হয় । এরপর এই 4 কেন্দ্রের প্রার্থী ঘোষণা করে দল । আজ, বৃহস্পতিবার বাকি আসনগুলির প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে ।
আরও পড়ুন: আজই বিজেপির সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা !
রাজ্য বিজেপির সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা হতে দেরি হচ্ছে ঠিকই । কিন্তু আমরাই সবকটি আসনে জয়লাভ করব ।