কলকাতা, 11 মার্চ: মঙ্গলবার শেষ হয়েছে রাজ্যে প্রথম দফার মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া । নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম দফায় নির্বাচনের জন্য মোট 222 জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন ।
ইতিমধ্যেই সবকটি রাজনৈতিক দল প্রথম দফার ভোটের জন্য নিজেদের তালিকা ঘোষণা করেছে । অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু জানিয়েছেন, প্রথম দফায় 30টি কেন্দ্রে মোট 222 টি মনোনয়ন পত্র জমা পড়েছে ৷ তৃণমূল 30টি, বিএসপি 11টি, বিজেপি 30টি, সিপিআই 4টি, সিপিএম 18টি, আরএসপি 1টি ও বাকি মনোনয়ন পত্র পেশ করেছেন অন্যান্যরা ।
প্রথম দফার নির্বাচনে এ বার 10788টি বুথের মধ্যে 1553টি মহিলা পরিচালিত বুথ । এছাড়াও 7 হাজারেরও বেশি মহিলা কর্মী থাকছে প্রথম দফার নির্বাচনে।
প্রতিবারের মতো এ বারেও 80 ঊর্ধ্ব ভোটার, শারীরিকভাবে প্রতিবন্ধী ভোটার ও নতুন ভোটারদের বুথমুখী করতে ভিডিয়ো ও অডিয়ো সিডি রিলিজ করা হয়েছে । অনুষ্ঠানটির উদ্বোধন করেন নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব । প্রতিটি বিভাগের জন্য 1 মিনিট 20 সেকেন্ডের ভিডিয়ো রিলিজ করা হয়।
আরও পড়ুন: নন্দীগ্রামে মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়
অন্যদিকে সিভিজ়িল অ্যাপ ও এনজিএস পোর্টালে বুধবার বিকেল 6টা পর্যন্ত অভিযোগ জমা পড়েছে যথাক্রমে 2586 ও 471টি। এরমধ্যে সিভিজ়িল অ্যাপে 1873টি অভিযোগ সঠিক বলে গণ্য করা হয়েছে ।