কলকাতা, 8 মার্চ : দক্ষিণ 24 পরগনার সোনারপুর (দক্ষিণ) বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রার্থী হয়েছেন অভিনেত্রী লাভলি মৈত্র ৷ তার জেরে এবার সরানো হতে চলেছে হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায়কে ৷ কারণ, তিনি ওই অভিনেত্রীর স্বামী ৷
কিন্তু প্রার্থী তো হয়েছেন স্ত্রী ! তাহলে স্বামীকে সরানো হচ্ছে কেন ? প্রাথমিক ভাবে এই প্রশ্ন জেগেছে অনেকের মনে ৷ তবে নির্বাচন কমিশনের সূত্রে জানা গিয়েছে যে নিয়ম অনুযায়ী কোনও প্রার্থীর কোনও নিকট আত্মীয় ভোট প্রক্রিয়ার অঙ্গ হতে পারেন না ৷ সেই কারণেই সরিয়ে দেওয়া হতে চলেছে সৌম্য রায়কে ৷ জানা গিয়েছে যে কমিশনের নজরে বিষয়টি আসার সঙ্গে সঙ্গেই পদক্ষেপ করা হয়েছে ৷
প্রসঙ্গত, প্রতিবারই নির্বাচনের সময় বিভিন্ন সরকারি আধিকারিককে সরিয়ে দেয় কমিশন ৷ বিশেষত, বিভিন্ন অভিযোগকে কেন্দ্র করে এই সরানোর প্রক্রিয়া চলে ৷ অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে কোনও না কোনও রাজনৈতিক দল নির্বাচনে এই ধরনের অভিযোগ করেন ৷ সেই অভিযোগ খতিয়ে দেখার পরই ব্যবস্থা নেয় কমিশন ৷
আরও পড়ুন : নির্বাচনী বিধি ভাঙলেই 100 মিনিটে হাজির হবে কমিশনের ফ্লাইং স্কোয়াড
তবে এই ক্ষেত্রে কোনও রাজনৈতিক দল অভিযোগ করেছে কি না, তা জানা যায়নি ৷ আপাতত নির্বাচন কমিশন সূত্রে খবর যে ভোট শেষ না হওয়া পর্যন্ত সৌম্য রায়কে অন্য কোথাও স্থানান্তরিত করা হতে পারে । সেই প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে ।
অন্যদিকে কমিশন স্পষ্ট জানিয়েছে, প্রথম দফায় সব বুথ স্পর্শকাতর। তাই পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই 495 কোম্পানি বাহিনী আসবে বলে ঠিক হয়েছে। প্রয়োজনে আরও বাহিনী নিয়ে আসারও উদ্যোগ নিচ্ছে কমিশন। পাশাপাশি যেসব সরকারি কর্মচারীকে পোলিং অফিসার হিসেবে বাছা হয়েছে কিন্তু এখনও প্রশিক্ষণে যাননি, তাঁদের আজ শোকজ করল কমিশন। পরবর্তী প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ না নিলে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও আজ স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে কমিশনের তরফে।