কলকাতা, 29 জানুয়ারি : ভিন জেলায় আর চাকরি করতে হবে না শিক্ষকদের ৷ এবার তাঁরা নিজের জেলার স্কুলেই পড়ানোর সুযোগ পাবেন ৷ সরস্বতী পুজোর আগের সন্ধ্যায় টুইট করে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শিক্ষকরা যাতে পরিবারের দেখাশোনা করতে পারেন, সেজন্য নীতিগত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান ৷
গতকাল সন্ধেয় পরপর তিনটি টুইট করেন মুখ্যমন্ত্রী ৷ সেখানে শিক্ষকদের প্রশংসা করে তিনি লেখেন, "শিক্ষক ও ছাত্রদের নিয়ে আমরা গর্বিত ৷ শিক্ষকরা প্রকৃত অভিভাবক ৷ সমাজ এবং দেশ গঠনে তাঁদের বিশাল অবদান রয়েছে ৷ তাঁরাই ছাত্রদের ভবিষ্যতের সত্যিকারের নেতা তৈরি করেন ৷"
-
On the eve of Saraswati Puja, being an ideal time also to express our gratitude to all our teachers, we have taken a policy decision of posting all teachers in their respective home districts.(2/3)
— Mamata Banerjee (@MamataOfficial) January 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">On the eve of Saraswati Puja, being an ideal time also to express our gratitude to all our teachers, we have taken a policy decision of posting all teachers in their respective home districts.(2/3)
— Mamata Banerjee (@MamataOfficial) January 28, 2020On the eve of Saraswati Puja, being an ideal time also to express our gratitude to all our teachers, we have taken a policy decision of posting all teachers in their respective home districts.(2/3)
— Mamata Banerjee (@MamataOfficial) January 28, 2020
শিক্ষকদের সেই অবদানকে কৃতজ্ঞতা জানাতে সরস্বতী পুজোর আগের সন্ধেকে আদর্শ সময় বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ৷ শিক্ষকদের নিজের জেলায় চাকরির প্রসঙ্গে তুলে মুখ্যমন্ত্রী লেখেন, "সব শিক্ষককে তাঁর নিজের জেলায় পোস্টিং দেওয়া নিয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি আমরা৷ " সরকারের এই সিদ্ধান্তে শিক্ষকরা তাঁদের পরিবারের যত্ন নেওয়ার সময় পাবেন ৷ এর ফলে শান্ত মনে এবং পূর্ণ মনোযোগ সহকারে শিক্ষকরা দেশ গঠনের কাজ করতে পারবেন বলে টুইটে লেখেন মুখ্যমন্ত্রী ৷