ETV Bharat / city

Hearing on Mukul Roy Issue : বিধানসভায় শুভেন্দু-মুকুল দু'জনেই অনুপস্থিত, শুনানি পিছলেন অধ্যক্ষ বিমান - Mukul Roy

মুকুল রায় বিজেপির বিধায়ক, এমনই রায় দিয়েছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (WBLA Speaker Biman Banerjee) ৷ কিন্তু কলকাতা হাইকোর্ট তাঁকে নতুন করে শুনানির নির্দেশ দিয়েছে ৷ তাই শুক্রবার সেই নিয়ে দু’পক্ষকে ডেকেছিলেন বিমান ৷ কিন্তু মুকুল রায় (Mukul Roy) ও শুভেন্দু অধিকারী (WBLA LoP Suvendu Adhikari) এদিন বিধানসভায় অনুপস্থিত ছিলেন ৷ তাই পরবর্তী শুনানি 28 এপ্রিল ৷

wbla-speaker-biman-banerjee-postpones-mukul-roy-anti-defection-hearing
Hearing on Mukul Roy Issue : বিধানসভায় শুভেন্দু-মুকুল দু'জনেই অনুপস্থিত, শুনানি পিছলেন অধ্যক্ষ বিমান
author img

By

Published : Apr 22, 2022, 8:15 PM IST

কলকাতা, 22 এপ্রিল : মুকুল রায়কে নিয়ে শুনানি থাকলেও রাজ্য বিধানসভায় শুক্রবার অনুপস্থিত বাদী-বিবাদী দু'পক্ষই । ফলে শুনানি পেছতে বাধ্য হলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (WBLA Speaker Biman Banerjee Postpones Mukul Roy Anti-Defection Hearing) ।

হাইকোর্টের নির্দেশে শুক্রবার দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের অবস্থান নিয়ে শুনানি ছিল রাজ্য বিধানসভায় । তবে এদিন যথাসময়ে মুকুল রায় (Mukul Roy) এবং শুভেন্দু অধিকারী (WBLA LoP Suvendu Adhikari) কেউই উপস্থিত না হওয়ায় শুনানি পিছিয়ে গেল । তবে দুই পক্ষের আইনজীবীরা এদিন বিধানসভায় এসেছিলেন । তাঁদের উপস্থিতিতেই আগামী 28 এপ্রিল বিধানসভায় স্পিকারের ঘরে পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ।

প্রসঙ্গত, গত বছরের 11 জুন যে সাংবাদিক বৈঠকে মুকুল রায় তৃণমূলে যোগ দিয়েছিলেন বলে যা বলা হচ্ছে, সেটাকে প্রমাণ হিসাবে ধরতে হবে বলে নির্দেশ বিধানসভাকে দিয়েছিল কলকাতা হাইকোর্ট । আর সে ক্ষেত্রে শুনানির জন্য চার সপ্তাহের চূড়ান্ত সময়সীমা ডিভিশন বেঞ্চ বেঁধে দিয়েছিল ।

তবে বিধানসভার শুনানিতে মুকুল রায় বিজেপিতেই রয়েছেন বলে বারবার দাবি করেছেন তাঁর আইনজীবীরা । এমনকি তৃণমূলে কখনোই মুকুল রায় যোগ দেননি বলেও দাবি তাঁদের । তাছাড়া মুকুল রায় সব জায়গাতে নিজেকে বিজেপির বিধায়ক বলেই দাবি করেছেন । যা নিয়ে কম বিতর্ক হয়নি । অনেকেই মুকুলের এহেন বক্তব্যের জন্যে শারীরিক অসুস্থাকেই দায়ী করেছেন । মুকুল-পুত্র শুভ্রাংশু রায়ও একাধিকবার জানিয়েছেন, তাঁর বাবা অসুস্থ । খুব শীঘ্রই চিকিৎসার জন্যে তাঁকে নিয়ে যাওয়া হয় ।

কিন্তু বিজেপি বারবার মুকুল রায়ের যোগদানের ছবি-ভিডিয়ো সামনে এনে প্রমাণ করার চেষ্টা করেছে যে তিনি তৃণমূলেই রয়েছেন । সামগ্রিকভাবে এই ধোঁয়াশা কাটাতেই ছিল শুক্রবারের শুনানি । এদিন মুকুলের পক্ষে তাঁর আইনজীবী সায়ন্তক দাস, অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পক্ষে দুই আইনজীবী বিল্বদল ভট্টাচার্য এবং সূর্যনীল দাস হাজির ছিলেন । একই সঙ্গে বিধায়ক অম্বিকা রায়ও এদিন উপস্থিত হন । তবে শুনানি খারিজ হওয়ায় সব পক্ষই কিছুটা হতাশ ।

আরও পড়ুন : Speaker on Mukul roy : খারিজ হচ্ছে না বিধায়ক পদ, বিজেপিতেই মুকুল; রায় স্পিকারের

কলকাতা, 22 এপ্রিল : মুকুল রায়কে নিয়ে শুনানি থাকলেও রাজ্য বিধানসভায় শুক্রবার অনুপস্থিত বাদী-বিবাদী দু'পক্ষই । ফলে শুনানি পেছতে বাধ্য হলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (WBLA Speaker Biman Banerjee Postpones Mukul Roy Anti-Defection Hearing) ।

হাইকোর্টের নির্দেশে শুক্রবার দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের অবস্থান নিয়ে শুনানি ছিল রাজ্য বিধানসভায় । তবে এদিন যথাসময়ে মুকুল রায় (Mukul Roy) এবং শুভেন্দু অধিকারী (WBLA LoP Suvendu Adhikari) কেউই উপস্থিত না হওয়ায় শুনানি পিছিয়ে গেল । তবে দুই পক্ষের আইনজীবীরা এদিন বিধানসভায় এসেছিলেন । তাঁদের উপস্থিতিতেই আগামী 28 এপ্রিল বিধানসভায় স্পিকারের ঘরে পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ।

প্রসঙ্গত, গত বছরের 11 জুন যে সাংবাদিক বৈঠকে মুকুল রায় তৃণমূলে যোগ দিয়েছিলেন বলে যা বলা হচ্ছে, সেটাকে প্রমাণ হিসাবে ধরতে হবে বলে নির্দেশ বিধানসভাকে দিয়েছিল কলকাতা হাইকোর্ট । আর সে ক্ষেত্রে শুনানির জন্য চার সপ্তাহের চূড়ান্ত সময়সীমা ডিভিশন বেঞ্চ বেঁধে দিয়েছিল ।

তবে বিধানসভার শুনানিতে মুকুল রায় বিজেপিতেই রয়েছেন বলে বারবার দাবি করেছেন তাঁর আইনজীবীরা । এমনকি তৃণমূলে কখনোই মুকুল রায় যোগ দেননি বলেও দাবি তাঁদের । তাছাড়া মুকুল রায় সব জায়গাতে নিজেকে বিজেপির বিধায়ক বলেই দাবি করেছেন । যা নিয়ে কম বিতর্ক হয়নি । অনেকেই মুকুলের এহেন বক্তব্যের জন্যে শারীরিক অসুস্থাকেই দায়ী করেছেন । মুকুল-পুত্র শুভ্রাংশু রায়ও একাধিকবার জানিয়েছেন, তাঁর বাবা অসুস্থ । খুব শীঘ্রই চিকিৎসার জন্যে তাঁকে নিয়ে যাওয়া হয় ।

কিন্তু বিজেপি বারবার মুকুল রায়ের যোগদানের ছবি-ভিডিয়ো সামনে এনে প্রমাণ করার চেষ্টা করেছে যে তিনি তৃণমূলেই রয়েছেন । সামগ্রিকভাবে এই ধোঁয়াশা কাটাতেই ছিল শুক্রবারের শুনানি । এদিন মুকুলের পক্ষে তাঁর আইনজীবী সায়ন্তক দাস, অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পক্ষে দুই আইনজীবী বিল্বদল ভট্টাচার্য এবং সূর্যনীল দাস হাজির ছিলেন । একই সঙ্গে বিধায়ক অম্বিকা রায়ও এদিন উপস্থিত হন । তবে শুনানি খারিজ হওয়ায় সব পক্ষই কিছুটা হতাশ ।

আরও পড়ুন : Speaker on Mukul roy : খারিজ হচ্ছে না বিধায়ক পদ, বিজেপিতেই মুকুল; রায় স্পিকারের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.