কলকাতা, 4 জানুয়ারি : রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে জেট গতিতে। সংক্রমণের শৃঙ্খল রুখতে কড়া বিধিনিষেধের পথে হেঁটেছে রাজ্য। এমতাবস্থায় করোনা আক্রান্ত দুঃস্থ মানুষদের কথা ভেবে মানবিক পদক্ষেপ গ্রহণ করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার (WB government took initiative for the poor people during Covid restrictions)। মঙ্গলবার জেলাশাসকদের সঙ্গে বৈঠকে করোনায় দুঃস্থদের জন্য বিশেষ সহায়তা প্রদানের ঘোষণা করল রাজ্য সরকার।
এদিন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী প্রত্য়েক জেলাশাসককে দুঃস্থদের বাড়ি বাড়ি প্যাকেটজাত খাবার পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন (Chief Secretary directs district magistrates on Tuesday)। দুঃস্থদের ঘরে ঘরে চাল, ডাল, মুড়ি, বিস্কুটের প্যাকেট পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রয়োজনে স্থানীয় পুলিশের সাহায্য নেওয়া যেতে পারে বলেও নবান্নের তরফে পরামর্শ দেওয়া হয়েছে জেলাশাসকদের। রাজ্যে কড়া বিধিনিষেধের মধ্যে পেটের তাগিদে যাতে দুঃস্থদের কাজের খোঁজে হন্যে হয়ে না ঘুরতে হয়, তাই এই আগাম সতর্কতা।
আরও পড়ুন : Corona Update in Bengal : সংক্রমণের সঙ্গে বাড়ছে মৃত্যুও, একদিনে আক্রান্তের সংখ্যা বাড়ল 3 হাজার
উৎসবের মরশুম শেষে রাজ্যে করোনার প্রকোপ বৃদ্ধি পেয়েছে ব্যাপক হারে। কলকাতার পাশাপাশি করোনা সংক্রমণ বাড়ছে জেলাগুলিতেও। বিধিনিষেধের কড়াকড়িতে কাজ পেতে সমস্যা হচ্ছে দিন আনা দিন খাওয়া মানুষদের। এমন সময় হতদরিদ্র মানুষের আক্রান্ত হওয়ার সম্ভাবনাই বেশি, তাই আগেভাগেই তাদের খাবারের ব্যবস্থা করার নির্দেশ দিল রাজ্য সরকার। পাশাপাশি যে সকল মানুষ ভাইরাসে আক্রান্ত ঘরেই আইসোলেশনে রয়েছেন, কখনও কখনও তাদের ক্ষেত্রেও বাইরে থেকে খাবার আনিয়ে নেওয়ার বিষয়টি কঠিন হয়ে দাঁড়ায়। তাদের ক্ষেত্রেও প্রশাসন চাল ডাল ও শুকনো খাবারের ব্যবস্থা করছে। প্রয়োজনে ওষুধের সংস্থান করারও নির্দেশ দেওয়া হয়েছে।