ETV Bharat / city

হাই কমান্ডের নির্দেশ অমান্য়, ফেরত এল প্রদেশ কংগ্রেসের প্রার্থীতালিকা

প্রদেশ কংগ্রেসের প্রার্থীতালিকায় ধরা পড়ল বড় গলদ ৷ হাই কমান্ডের নির্দেশ ছিল, কেন্দ্রপিছু ন্য়ূনতম তিনজন সম্ভাব্য় প্রার্থীর নাম পাঠাতে হবে দিল্লিতে ৷ পাঠানো হয়েছে একজন করে প্রার্থীর নাম ৷ ঘটনায় ক্ষুব্ধ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ৷ ফেরত পাঠানো হল প্রদেশ কংগ্রেসের পাঠানো তালিকা ৷ নতুন তালিকা পাঠানোর তোড়জোড় শুরু করল প্রদেশ নেতৃত্ব ৷ ঘটনায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রাজ্য়ের বিরোধী দলনেতা আবদুল মান্নান ৷

west bengal assembly election 2021_wb_kol_04_cong_list_return_copy_7203847
হাই কমান্ডের নির্দেশ অমান্য়, ফেরত এল প্রদেশ কংগ্রেসের প্রার্থীতালিকা
author img

By

Published : Mar 5, 2021, 3:19 PM IST

কলকাতা, 5 মার্চ: প্রার্থীতালিকা ঘোষণার আগেই জট ৷ বড়সড় গলদ ধরা পড়ল প্রদেশ কংগ্রেস কংগ্রেসের পাঠানো প্রার্থীতালিকায় ৷ হাই কমান্ডের নির্দেশ ছিল, সংশ্লিষ্ট প্রত্য়েকটি কেন্দ্রের জন্য ন্য়ূনতম তিনজন কংগ্রেস প্রার্থীর নাম পাঠাতে হবে ৷ অথচ কেন্দ্র পিছু পাঠানো হয়েছে মাত্র একজন করে প্রার্থীর নাম ৷ 92টি আসনের জন্য পাঠানো হয়েছে 92 জনেরই নাম ৷ এত বড় একটা ভুল কীভাবে হল, রাজ্য নেতৃত্বের কাছে তার কৈফিয়ত তলব করেছে এআইসিসি ৷ ফোন করে গোটা পরিস্থিতি জানানো হয়েছে রাজ্য়ের বিরোধী দলনেতা আবদুল মান্নানকে ৷

সূত্রের খবর, প্রদেশ কংগ্রেসের পাঠানো এই প্রার্থীতালিকা খারিজ করে দিয়েছে হাইকমান্ড ৷ প্রার্থীতালিকা ফেরত পাঠানো হয়েছে প্রদেশ নেতৃত্বের কাছে ৷

এদিকে, এই ঘটনা নিয়ে দলের অন্দরেই উঠছে প্রশ্ন ৷ প্রশ্ন উঠছে, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর ভূমিকা নিয়েও ৷

কংগ্রেস সূত্রে খবর, গোটা ঘটনায় অস্বস্তিতে পড়েছে দলীয় নেতৃত্ব ৷ তাদের জোটসঙ্গী বাম ও আইএসএফ ইতিমধ্যেই সংশ্লিষ্ট আসনে প্রার্থী ঠিক করে ফেলেছে ৷ প্রার্থীতালিকা ঘোষণা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ প্রার্থী প্রায় স্থির হয়ে গিয়েছে বিজেপিরও ৷ এই অবস্থায় কংগ্রেস বাকিদের তুলনায় অনেকটাই পিছিয়ে পড়ল ৷

আরও পড়ুন: তিনদিন আগেই প্রার্থী তালিকা ঘোষণা সংযুক্ত মোর্চার

দলের অন্দরের খবর, এই ঘটনায় উদ্বিগ্ন রাজ্য়ের বিরোধী দলনেতা আবদুল মান্নান ৷ তাঁর আশঙ্কা, ভোটের ময়দানে কংগ্রেসকে ব্য়াকফুটে রাখতে ইচ্ছাকৃতভাবেই এই ঘটনা ঘটানো হয়েছে ৷ যাতে দেওয়াল লিখন বা প্রচারের জন্য যথেষ্ট সময় না পায় কংগ্রেস ৷ এই অবস্থায় নতুন করে সম্ভাব্য় প্রার্থীদের তালিকা দিল্লি পাঠানোর তোড়জোড় শুরু করেছে প্রদেশ কংগ্রেস ৷ তবে সব মিটিয়ে কবে ঘোষিত হবে চূড়ান্ত প্রার্থীতালিকা, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয় ৷

কলকাতা, 5 মার্চ: প্রার্থীতালিকা ঘোষণার আগেই জট ৷ বড়সড় গলদ ধরা পড়ল প্রদেশ কংগ্রেস কংগ্রেসের পাঠানো প্রার্থীতালিকায় ৷ হাই কমান্ডের নির্দেশ ছিল, সংশ্লিষ্ট প্রত্য়েকটি কেন্দ্রের জন্য ন্য়ূনতম তিনজন কংগ্রেস প্রার্থীর নাম পাঠাতে হবে ৷ অথচ কেন্দ্র পিছু পাঠানো হয়েছে মাত্র একজন করে প্রার্থীর নাম ৷ 92টি আসনের জন্য পাঠানো হয়েছে 92 জনেরই নাম ৷ এত বড় একটা ভুল কীভাবে হল, রাজ্য নেতৃত্বের কাছে তার কৈফিয়ত তলব করেছে এআইসিসি ৷ ফোন করে গোটা পরিস্থিতি জানানো হয়েছে রাজ্য়ের বিরোধী দলনেতা আবদুল মান্নানকে ৷

সূত্রের খবর, প্রদেশ কংগ্রেসের পাঠানো এই প্রার্থীতালিকা খারিজ করে দিয়েছে হাইকমান্ড ৷ প্রার্থীতালিকা ফেরত পাঠানো হয়েছে প্রদেশ নেতৃত্বের কাছে ৷

এদিকে, এই ঘটনা নিয়ে দলের অন্দরেই উঠছে প্রশ্ন ৷ প্রশ্ন উঠছে, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর ভূমিকা নিয়েও ৷

কংগ্রেস সূত্রে খবর, গোটা ঘটনায় অস্বস্তিতে পড়েছে দলীয় নেতৃত্ব ৷ তাদের জোটসঙ্গী বাম ও আইএসএফ ইতিমধ্যেই সংশ্লিষ্ট আসনে প্রার্থী ঠিক করে ফেলেছে ৷ প্রার্থীতালিকা ঘোষণা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ প্রার্থী প্রায় স্থির হয়ে গিয়েছে বিজেপিরও ৷ এই অবস্থায় কংগ্রেস বাকিদের তুলনায় অনেকটাই পিছিয়ে পড়ল ৷

আরও পড়ুন: তিনদিন আগেই প্রার্থী তালিকা ঘোষণা সংযুক্ত মোর্চার

দলের অন্দরের খবর, এই ঘটনায় উদ্বিগ্ন রাজ্য়ের বিরোধী দলনেতা আবদুল মান্নান ৷ তাঁর আশঙ্কা, ভোটের ময়দানে কংগ্রেসকে ব্য়াকফুটে রাখতে ইচ্ছাকৃতভাবেই এই ঘটনা ঘটানো হয়েছে ৷ যাতে দেওয়াল লিখন বা প্রচারের জন্য যথেষ্ট সময় না পায় কংগ্রেস ৷ এই অবস্থায় নতুন করে সম্ভাব্য় প্রার্থীদের তালিকা দিল্লি পাঠানোর তোড়জোড় শুরু করেছে প্রদেশ কংগ্রেস ৷ তবে সব মিটিয়ে কবে ঘোষিত হবে চূড়ান্ত প্রার্থীতালিকা, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.