ETV Bharat / city

সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মী নিয়োগ - হাসপাতালে কর্মী নিয়োগ

হাসপাতালে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার৷ ইন্টারভিউয়ের মাধ্যমে হাওড়ার ডুমুরজোলায় মহেশ ভট্টাচার্য হোমিয়োপেথি মেডিকেল কলেজ ও হাসপাতালে একাধিক বিভাগে কর্মী নিয়োগ।

চাকরির খবর
চাকরির খবর
author img

By

Published : Jul 12, 2020, 7:00 AM IST

হাওড়ার ডুমুরজোলায় মহেশ ভট্টাচার্য হোমিয়োপেথি মেডিকেল কলেজ ও হাসপাতালে একাধিক বিভাগে চুক্তিভিক্তিক কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার। লাইব্রেরিয়ান, হোমিয়োপেথি কম্পাউন্ডার ও গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ৷ এই পদগুলিতে শুধুমাত্র রাজ্য কিংবা কেন্দ্রীয় সরকারের অপসরপ্রাপ্ত কর্মীরাই আবেদন করতে পারবেন৷ নারী-পুরুষ নির্বিশেষে আবেদন করতে পারবেন৷

এই পদের জন্য কী যোগ্যতার প্রয়োজন :

1. আসন সংখ্যা : এই পদগুলিতে মোট চার জনকে নিয়োগ করা হবে।

2. শিক্ষাগত যোগ্যতা :

লাইবেরিয়ান পদের জন্য পূর্বে কোনও সরকারি প্রতিষ্ঠানে লাইব্রেরিয়ান হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটারের জ্ঞান থাকতে হবে৷ এই পদের জন্য মাসিক বেতন দেওয়া হবে 12,000 টাকা৷

হোমিয়োপেথি কম্পাউন্ডার ও ড্রাসার পদের জন্য পূর্বে কোনও সরকারি প্রতিষ্ঠানে হোমিয়োপেথি কম্পাউন্ডার হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে৷ এই পদের জন্য মাসিক বেতন দেওয়া হবে 10,000 টাকা৷

গ্রুপ ডি-1 পদের জন্য সরকারি কোনও প্রতিষ্ঠানে লাইব্রেরিতে গ্রুপ ডি পদ থেকে অবসরপ্রাপ্ত হতে হবে৷ পদটির জন্য মাসিক বেতন দেওয়া হবে 8,000 টাকা৷

গ্রুপ ডি-2 পদের জন্য সরকারি কোনও প্রতিষ্ঠানে ডোমের কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ এই পদের জন্য মাসিক বেতন দেওয়া হবে 8,000 টাকা৷

3. বয়সসীমা : আবেদনকারীদের সর্বনিম্ন 60 ও সর্বোচ্চ 65 বছর বয়স হতে হবে৷

পুরো তথ্য জানতে চোখ রাখুন অফিসিয়াল ওয়েবসাইটে

4. আবেদন করার প্রক্রিয়া : আবেদনকারীদের ইন্টারভিউ-র মাধ্যমে বাছাই করা হবে৷ ইন্টারভিউটি হবে 3 অগাস্ট,2020 ৷ আবাদেনকারীদের ওই দিন বেলা 12টার মধ্যে ডুমুরজোলার মহেশ ভট্টাচার্য হোমিয়োপেথি মেডিকেল কলেজ ও হাসপাতালের অফিসে রিপোর্ট করতে হবে৷ ইন্টারভিউয়ের সময় আবেদনকারীদের CV, শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সমস্ত নথি সঙ্গে রাখতে হবে৷ বিস্তারিত তথ্যের জন্য ওয়েস্ট বেঙ্গল হেল্থ অ্যান্ড ফেমিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ওয়েবসাইট (www.wbhealth.gov.in)-এ চোখ রাখুন৷

গুরুত্বপূর্ণ বিষয়:

ইন্টারভিউয়ের তারিখ : 03.08.2020

ইন্টারভিউ শুরু হবে : বেলা 12টা

ইন্টারভিউয়ের স্থান : মহেশ ভট্টাচার্য হোমিয়োপেথি মেডিকেল কলেজ ও হাসপাতাল

চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, বিস্তারিত তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ।

হাওড়ার ডুমুরজোলায় মহেশ ভট্টাচার্য হোমিয়োপেথি মেডিকেল কলেজ ও হাসপাতালে একাধিক বিভাগে চুক্তিভিক্তিক কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার। লাইব্রেরিয়ান, হোমিয়োপেথি কম্পাউন্ডার ও গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ৷ এই পদগুলিতে শুধুমাত্র রাজ্য কিংবা কেন্দ্রীয় সরকারের অপসরপ্রাপ্ত কর্মীরাই আবেদন করতে পারবেন৷ নারী-পুরুষ নির্বিশেষে আবেদন করতে পারবেন৷

এই পদের জন্য কী যোগ্যতার প্রয়োজন :

1. আসন সংখ্যা : এই পদগুলিতে মোট চার জনকে নিয়োগ করা হবে।

2. শিক্ষাগত যোগ্যতা :

লাইবেরিয়ান পদের জন্য পূর্বে কোনও সরকারি প্রতিষ্ঠানে লাইব্রেরিয়ান হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটারের জ্ঞান থাকতে হবে৷ এই পদের জন্য মাসিক বেতন দেওয়া হবে 12,000 টাকা৷

হোমিয়োপেথি কম্পাউন্ডার ও ড্রাসার পদের জন্য পূর্বে কোনও সরকারি প্রতিষ্ঠানে হোমিয়োপেথি কম্পাউন্ডার হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে৷ এই পদের জন্য মাসিক বেতন দেওয়া হবে 10,000 টাকা৷

গ্রুপ ডি-1 পদের জন্য সরকারি কোনও প্রতিষ্ঠানে লাইব্রেরিতে গ্রুপ ডি পদ থেকে অবসরপ্রাপ্ত হতে হবে৷ পদটির জন্য মাসিক বেতন দেওয়া হবে 8,000 টাকা৷

গ্রুপ ডি-2 পদের জন্য সরকারি কোনও প্রতিষ্ঠানে ডোমের কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ এই পদের জন্য মাসিক বেতন দেওয়া হবে 8,000 টাকা৷

3. বয়সসীমা : আবেদনকারীদের সর্বনিম্ন 60 ও সর্বোচ্চ 65 বছর বয়স হতে হবে৷

পুরো তথ্য জানতে চোখ রাখুন অফিসিয়াল ওয়েবসাইটে

4. আবেদন করার প্রক্রিয়া : আবেদনকারীদের ইন্টারভিউ-র মাধ্যমে বাছাই করা হবে৷ ইন্টারভিউটি হবে 3 অগাস্ট,2020 ৷ আবাদেনকারীদের ওই দিন বেলা 12টার মধ্যে ডুমুরজোলার মহেশ ভট্টাচার্য হোমিয়োপেথি মেডিকেল কলেজ ও হাসপাতালের অফিসে রিপোর্ট করতে হবে৷ ইন্টারভিউয়ের সময় আবেদনকারীদের CV, শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সমস্ত নথি সঙ্গে রাখতে হবে৷ বিস্তারিত তথ্যের জন্য ওয়েস্ট বেঙ্গল হেল্থ অ্যান্ড ফেমিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ওয়েবসাইট (www.wbhealth.gov.in)-এ চোখ রাখুন৷

গুরুত্বপূর্ণ বিষয়:

ইন্টারভিউয়ের তারিখ : 03.08.2020

ইন্টারভিউ শুরু হবে : বেলা 12টা

ইন্টারভিউয়ের স্থান : মহেশ ভট্টাচার্য হোমিয়োপেথি মেডিকেল কলেজ ও হাসপাতাল

চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, বিস্তারিত তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.