কলকাতা, 19 অক্টোবর : বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের (Bangladesh Minority Hindu) নিরাপত্তা সুনিশ্চিত করতে সে দেশে প্রতিনিধি দল পাঠাক নরেন্দ্র মোদির সরকার (Narendra Modi Government) ৷ এমনই চায় বিশ্ব হিন্দু পরিষদ (Viswa Hindu Parishad) ৷ মঙ্গলবার তাদের তরফে এই দাবি তোলা হল ৷ এদিন ওই সংগঠনের তরফে কলকাতার রানি রাসমণি রোডে সমাবেশ করা হয় ৷ তার পর কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার (Bangladesh Deputy High Commission) ও পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়কে (West Bengal Governor Jagdeep Dhankhar) স্মারকলিপি দেয় তারা ৷
আরও পড়ুন : Bangladesh Violence : বাংলাদেশের ঘটনা মেনে নেওয়া যায় না, উদ্বেগ প্রকাশ কেন্দ্রীয় মন্ত্রী নিশীথের
বিশ্ব হিন্দু পরিষদের মূল দাবি, অবিলম্বে কেন্দ্রীয় সরকার বাংলাদেশ প্রতিনিধি দল পাঠিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Bangladesh Prime Minister) ও তাঁর সরকারের উপর চাপ সৃষ্টি করুক, যাতে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার ব্যবস্থা করা হয় ৷ ইতিমধ্যেই বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে রাষ্ট্রসংঘকে (United Nations) চিঠি পাঠানো হয়েছে ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন যে দুর্গাপুজোর অষ্টমীর দিন থেকে বাংলাদেশে হিংসা (Bangladesh Violence) ছড়াতে শুরু করে ৷ একাধিক পুজো মণ্ডপে ভাঙচুর চালানো হয় ৷ একাধিক মন্দিরও ভাঙা হয়েছে বলে অভিযোগ ৷ একাধিক জায়গায় বাড়িতে হামলা হয়েছে ৷ নোয়াখালির ইসকন মন্দিরেও ভাঙচুর করা হয়েছে ৷ একাধিক সংখ্যালঘু হিন্দুর প্রাণ গিয়েছে ৷ আহত হয়েছেন অনেকে ৷
আরও পড়ুন : BJP Protest : বাংলাদেশে ইসকনে হামলার প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ বিজেপির
সোমবারই এই নিয়ে রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছিল বিশ্ব হিন্দু পরিষদ । তার পর মঙ্গলবার বিশ্ব হিন্দু পরিষদের তরফে কর্মসূচি নেওয়া হল ৷ সংগঠনের কেন্দ্রীয় সহ-সম্পাদক শচীন্দ্রনাথ সিংহ বলেন, ‘‘বাংলাদেশ অবিলম্বে হিন্দুদের উপর আক্রমণ বন্ধ করতে হবে । ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপের দাবি জানিয়েছি । কেন্দ্রীয় প্রতিনিধি দল বাংলাদেশে গিয়ে সে দেশের সরকারের উপর চাপ সৃষ্টি করুক, এই আবেদনও করেছি ।’’
বিশ্ব হিন্দু পরিষদের মিডিয়া কনভেনার সৌরিশ মুখোপাধ্যায় বলেন, ‘‘বাংলাদেশ হিন্দুদের উপর আক্রমণ অবিলম্বে বন্ধ করতে হবে । তার দাবিতেই আজ আমরা প্রথমে রানি রাসমণি রোডে জমায়েত করলাম । পরে রাজ্যপাল ও বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে স্মারকলিপি প্রদান করেছি । অবিলম্বে বাংলাদেশ হিন্দুদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে ।’’
আরও পড়ুন : BJP Protest : বাংলাদেশে মণ্ডপ-মন্দিরে হামলা, প্রতিবাদে বর্ধমানে বিজেপির বিক্ষোভ