ETV Bharat / city

লকডাউনের মধ্যেও চলবে টিকাকরণ, টিকাকেন্দ্রে পৌঁছানোর দায়িত্ব প্রাপকের

শনিবার দুপুর 12টায় সাংবাদিক সম্মেলন করে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, করোনা সংক্রমণ আটকাতে নতুন বিধিনিষেধ ঘোষণা করছে রাজ্য সরকার ।

author img

By

Published : May 15, 2021, 6:14 PM IST

Vaccination will continue even during the lockdown it is the responsibility of the recipient to reach the vaccination center
লকডাউনের মধ্যেও চলবে টিকাকরণ, টিকাকেন্দ্রে পৌঁছানোর দায়িত্ব প্রাপকের

কলকাতা, 15 মে : লকডাউনের মধ্যেও টিকাকরণ প্রক্রিয়া চালু থাকবে । নবান্নের তরফে একথা স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হল । তবে সাধারণ মানুষ টিকাকেন্দ্রে কীভাবে পৌঁছবে তার দায়িত্ব নিজেদের নিতে হবে । উল্লেখ্য, করোনা সংক্রমণে লাগাম টানতে রবিবার থেকে 15 দিনের জন্য প্রায় লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার ।

এ দিন অর্থাৎ, শনিবার দুপুর 12টায় সাংবাদিক সম্মেলন করে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, করোনা সংক্রমণ আটকাতে নতুন বিধিনিষেধ ঘোষণা করছে রাজ্য সরকার । রবিবার থেকে আগামী 15 দিন রেলের পাশাপাশি সমস্ত গণপরিবহণ ব্যবস্থা যেমন, বাস, ট্যাক্সি, অটো এমনকি ফেরি সার্ভিস চলাচলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । মুখ্যসচিবের এই ঘোষণার পর সাধারণ মানুষের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে । তাহলে কিভাবে টিকাকরণ কর্মসূচি চলবে । সাধারণ মানুষ কীভাবে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত পৌঁছাবে?

আরও পড়ুন: জুনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা স্থগিত

এই প্রশ্নের উত্তর অবশ্য দিয়েছে নবান্ন । রাজ্যের শীর্ষ প্রশাসনিক দফতর থেকে জানিয়ে দেওয়া হয়েছে, লকডাউনের মধ্যেও টিকাকরণ কর্মসূচি চলবে । এ ক্ষেত্রে সাধারণ মানুষকে গাড়ি ভাড়া করে টিকাকরণ কেন্দ্রগুলিতে পৌঁছতে হবে । অন্যদিকে, স্বাস্থ্যকর্মীদের যাতায়াতের জন্য অফিস বা হাসপাতালগুলি নিজস্ব গাড়ির ব্যবস্থা করবে ৷ তাতেই যাতায়াত করবেন স্বাস্থ্যকর্মীরা । কারণ মানুষ চাইলে হেঁটে কিংবা সাইকেল ও বাইকে টিকাদান কেন্দ্রে যেতে পারেন । তাতে কোনও বিধি-নিষেধ করা হবে না ৷

কলকাতা, 15 মে : লকডাউনের মধ্যেও টিকাকরণ প্রক্রিয়া চালু থাকবে । নবান্নের তরফে একথা স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হল । তবে সাধারণ মানুষ টিকাকেন্দ্রে কীভাবে পৌঁছবে তার দায়িত্ব নিজেদের নিতে হবে । উল্লেখ্য, করোনা সংক্রমণে লাগাম টানতে রবিবার থেকে 15 দিনের জন্য প্রায় লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার ।

এ দিন অর্থাৎ, শনিবার দুপুর 12টায় সাংবাদিক সম্মেলন করে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, করোনা সংক্রমণ আটকাতে নতুন বিধিনিষেধ ঘোষণা করছে রাজ্য সরকার । রবিবার থেকে আগামী 15 দিন রেলের পাশাপাশি সমস্ত গণপরিবহণ ব্যবস্থা যেমন, বাস, ট্যাক্সি, অটো এমনকি ফেরি সার্ভিস চলাচলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । মুখ্যসচিবের এই ঘোষণার পর সাধারণ মানুষের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে । তাহলে কিভাবে টিকাকরণ কর্মসূচি চলবে । সাধারণ মানুষ কীভাবে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত পৌঁছাবে?

আরও পড়ুন: জুনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা স্থগিত

এই প্রশ্নের উত্তর অবশ্য দিয়েছে নবান্ন । রাজ্যের শীর্ষ প্রশাসনিক দফতর থেকে জানিয়ে দেওয়া হয়েছে, লকডাউনের মধ্যেও টিকাকরণ কর্মসূচি চলবে । এ ক্ষেত্রে সাধারণ মানুষকে গাড়ি ভাড়া করে টিকাকরণ কেন্দ্রগুলিতে পৌঁছতে হবে । অন্যদিকে, স্বাস্থ্যকর্মীদের যাতায়াতের জন্য অফিস বা হাসপাতালগুলি নিজস্ব গাড়ির ব্যবস্থা করবে ৷ তাতেই যাতায়াত করবেন স্বাস্থ্যকর্মীরা । কারণ মানুষ চাইলে হেঁটে কিংবা সাইকেল ও বাইকে টিকাদান কেন্দ্রে যেতে পারেন । তাতে কোনও বিধি-নিষেধ করা হবে না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.