ETV Bharat / city

Covid Vaccine : 12 বছর পর্যন্ত শিশুদের মায়েরা আগে টিকা পাবেন, ঘোষণা মমতার - Covid Vaccination

বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে করোনার তৃতীয় ঢেউয়ের প্রভাব শিশুদের উপর বেশি পড়তে পারে ৷ সেই কথা মাথায় রেখে শিশুদের সুরক্ষার জন্য আগাম কিছু ব্যবস্থা নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার ৷

up-to-12-year-child-mother-will-get-early-covid-vaccine-in-west-bengal
Covid Vaccine : 12 বছর পর্যন্ত শিশুদের মায়েদের টিকাকরণে অগ্রাধিকার, ঘোষণা মমতার
author img

By

Published : Jun 23, 2021, 10:02 PM IST

কলকাতা, 23 জুন : করোনার তৃতীয় ঢেউ (Covid Third Wave) খুব শিগগিরই আসতে চলেছে ৷ এমনটাই পূর্বাভাস দিয়েছেন বিশেষজ্ঞরা ৷ আর সেই পূর্বাভাস মেনে আগে থেকেই প্রস্তুত থাকতে চাইছে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Govenment) ৷ বিশেষ করে শিশুদের সুরক্ষার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে ৷

বুধবার নবান্নে রাজ্যের করোনা পরিস্থিতি ও এই নিয়ে রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপ সংক্রান্ত বিষয়ে একটি সাংবাদিক বৈঠক হয় ৷ সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) জানান, বিশেষজ্ঞরা যেহেতু জানাচ্ছেন যে করোনার তৃতীয় ওয়েভের প্রভাব শিশুদের উপর বেশি পড়তে পারে ৷ তাই শিশুদের সুরক্ষার জন্য আগাম কিছু ব্যবস্থা নিচ্ছে সরকার ৷

আরও পড়ুন : বাড়ল দৈনিক সংক্রমণ, 82 দিনে সর্বনিম্ন সক্রিয় আক্রান্তের সংখ্যা

তিনি জানান, রাজ্যের 12 বছর পর্যন্ত বয়সী শিশুদের মায়েদের করোনার ভ্যাকসিন (Covid Vaccine) দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে ৷ কারণ, শিশুরা বেশিক্ষণ মায়ের সঙ্গেই সময় কাটায় ৷

এছাড়া এদিনের সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীও রাজ্য সরকারের একাধিক পদক্ষেপের বিষয়ে জানান ৷ তিনি জানান, করোনার তৃতীয় ঢেউয়ে শিশুদের চিকিৎসার জন্য আগাম পদক্ষেপ করা হচ্ছে ৷ সরকারি হাসপাতালগুলিতে শিশুদের চিকিৎসার ব্যবস্থা আরও ভালো করার কাজ শুরু হবে ৷ সরকারি হাসপাতালগুলিতে এনএসসিইউ-এর (SNCU) সংখ্যা বাড়বে ৷ 1300 পেডিয়াট্রিক আইসিইউ তৈরি করা হবে ৷ এছাড়া শিশু ও মহিলাদের জন্য জেনারেল বেডের সংখ্যা 10 হাজার বৃদ্ধি করা হবে ৷

আরও পড়ুন : ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টের তিনটি চরিত্রের সন্ধান ভারতে, দুশ্চিন্তা প্রকাশ কেন্দ্রের

এছাড়া এদিন ভ্যাকসিন নিয়ে কেন্দ্রের নীতির বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর অভিযোগ, কেন্দ্রের নীতি বদলের কারণেই করোনার টিকাকরণে রাজ্যে সমস্যা হচ্ছে ৷ ভ্যাকসিন পেতেও সমস্যা তৈরি হচ্ছে বলে তাঁর অভিযোগ ৷

তবে তিনি জানান, ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে দু’কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়ার কাজ শেষ হয়ে গিয়েছে ৷ জুলাই মাসে আরও 77 লক্ষ মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে ৷ ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে বাংলার পারফরম্যান্স ভালো বলে তিনি জানান ৷

আরও পড়ুন : Mamata Banerjee : বঙ্গে দ্রুত উপ-নির্বাচনের দাবিতে সরব মুখ্যমন্ত্রী

কলকাতা, 23 জুন : করোনার তৃতীয় ঢেউ (Covid Third Wave) খুব শিগগিরই আসতে চলেছে ৷ এমনটাই পূর্বাভাস দিয়েছেন বিশেষজ্ঞরা ৷ আর সেই পূর্বাভাস মেনে আগে থেকেই প্রস্তুত থাকতে চাইছে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Govenment) ৷ বিশেষ করে শিশুদের সুরক্ষার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে ৷

বুধবার নবান্নে রাজ্যের করোনা পরিস্থিতি ও এই নিয়ে রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপ সংক্রান্ত বিষয়ে একটি সাংবাদিক বৈঠক হয় ৷ সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) জানান, বিশেষজ্ঞরা যেহেতু জানাচ্ছেন যে করোনার তৃতীয় ওয়েভের প্রভাব শিশুদের উপর বেশি পড়তে পারে ৷ তাই শিশুদের সুরক্ষার জন্য আগাম কিছু ব্যবস্থা নিচ্ছে সরকার ৷

আরও পড়ুন : বাড়ল দৈনিক সংক্রমণ, 82 দিনে সর্বনিম্ন সক্রিয় আক্রান্তের সংখ্যা

তিনি জানান, রাজ্যের 12 বছর পর্যন্ত বয়সী শিশুদের মায়েদের করোনার ভ্যাকসিন (Covid Vaccine) দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে ৷ কারণ, শিশুরা বেশিক্ষণ মায়ের সঙ্গেই সময় কাটায় ৷

এছাড়া এদিনের সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীও রাজ্য সরকারের একাধিক পদক্ষেপের বিষয়ে জানান ৷ তিনি জানান, করোনার তৃতীয় ঢেউয়ে শিশুদের চিকিৎসার জন্য আগাম পদক্ষেপ করা হচ্ছে ৷ সরকারি হাসপাতালগুলিতে শিশুদের চিকিৎসার ব্যবস্থা আরও ভালো করার কাজ শুরু হবে ৷ সরকারি হাসপাতালগুলিতে এনএসসিইউ-এর (SNCU) সংখ্যা বাড়বে ৷ 1300 পেডিয়াট্রিক আইসিইউ তৈরি করা হবে ৷ এছাড়া শিশু ও মহিলাদের জন্য জেনারেল বেডের সংখ্যা 10 হাজার বৃদ্ধি করা হবে ৷

আরও পড়ুন : ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টের তিনটি চরিত্রের সন্ধান ভারতে, দুশ্চিন্তা প্রকাশ কেন্দ্রের

এছাড়া এদিন ভ্যাকসিন নিয়ে কেন্দ্রের নীতির বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর অভিযোগ, কেন্দ্রের নীতি বদলের কারণেই করোনার টিকাকরণে রাজ্যে সমস্যা হচ্ছে ৷ ভ্যাকসিন পেতেও সমস্যা তৈরি হচ্ছে বলে তাঁর অভিযোগ ৷

তবে তিনি জানান, ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে দু’কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়ার কাজ শেষ হয়ে গিয়েছে ৷ জুলাই মাসে আরও 77 লক্ষ মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে ৷ ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে বাংলার পারফরম্যান্স ভালো বলে তিনি জানান ৷

আরও পড়ুন : Mamata Banerjee : বঙ্গে দ্রুত উপ-নির্বাচনের দাবিতে সরব মুখ্যমন্ত্রী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.