ETV Bharat / city

Amit Shah's Bengal Visit : কলকাতায় নেমেই বাংলায় শাহী-টুইট, দু'দিনের বঙ্গ সফরে ঠাসা কর্মসূচি - Amit Shah tweet in Bengali

দু'দিনের বঙ্গ সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক-সহ শীর্ষ নেতৃত্বরা (Union Home Minister Amit Shah arrives at Kolkata Airport in 2 day WB Visit) ৷ আর কলকাতায় নেমেই বাংলায় টুইট করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah tweet in Bengali) ৷ রাজ্যে পা রেখেই প্রথমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গেলেন সুন্দরবনের হিঙ্গলগঞ্জে (Union Home Minister Amit Shah in Bengal for 2 days Visit) ।

Union Home Minister Amit Shah in Bengal for 2 days Visit
Amit Shah's Bengal Visit
author img

By

Published : May 5, 2022, 2:11 PM IST

Updated : May 5, 2022, 3:45 PM IST

কলকাতা, 5 মে : আজ সকালে দু'দিনের বঙ্গ সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে আগে থেকে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক-সহ শীর্ষ নেতৃত্বরা (Union Home Minister Amit Shah arrives at Kolkata Airport in 2 day WB Visit) ৷

কলকাতায় নেমেই বাংলায় টুইট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah tweet in Bengali)৷ টুইটারে অমিত শাহ লেখেন, "দুই দিনের পশ্চিমবঙ্গ সফরে কলকাতায় পৌঁছলাম । বিভিন্ন অনুষ্ঠানে যোগদান এবং আমাদের বাংলার বোন ও ভাইদের সাথে আলাপচারিতার জন্য উন্মুখ হয়ে আছি ।" এ বারের শাহী সফরে রয়েছে ঠাসা কর্মসূচি । রাজ্যে পা রেখেই প্রথমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যান সুন্দরবনের হিঙ্গলগঞ্জে ।

Union Home Minister Amit Shah in Bengal for 2 days Visit
কলকাতায় নেমেই বাংলায় শাহী-টুইট, দু'দিনের বঙ্গ সফরে ঠাসা কর্মসূচি

এই সফরে অমিত শাহের বুধবার আসার কথা থাকলেও শেষ মুহূর্তে সফরসূচিতে পরিবর্তন হয় তাঁর । বিধানসভা নির্বাচনের পর এই প্রথম রাজ্যে এলেন অমিত শাহ । রাজ্যে বিজেপির শীর্ষ নেতৃত্বকে নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে পুরনো দলীয় কর্মী সমর্থকদের । বারাসত-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় পুরনো বিজেপি কর্মী আর নতুন দায়িত্ব পাওয়া নেতৃত্বের মধ্যে চাপানউতর চলছে, এমনকী অনেককে দল ছাড়ার সিদ্ধান্ত নিতেও দেখা গিয়েছে ৷ এই দুদিনের সফরে রাজ্যের বিজেপি সংগঠনের হাল ধরতে অমিত শাহ কর্মীদের নানা পরামর্শ দেবেন বলে মনে করা হচ্ছে (Union Home Minister Amit Shah in Bengal for 2 days Visit) ।

আরও পড়ুন : Amit Shah's Bengal visit: সরকারের বর্ষপূর্তির দিনেই বঙ্গে শাহ, শাসক-বিরোধী কর্মসূচিতে সরগরম রাজনীতি

এ দিন সকালে বিশেষ বিমানে দমদম বিমানবন্দরে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । তারপর সেখান থেকে হেলিকপ্টারে পৌঁছন সুন্দরবনের হিঙ্গলগঞ্জে । জলপথে চোরা চালান বন্ধ করতে হিঙ্গলগঞ্জে ইছামতী নদীর ওপর 6টি ভাসমান সীমান্ত চৌকি বানিয়েছে বিএসএফ । সেই ভাসমান চৌকির উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । এই অনুষ্ঠানে শাহের সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার ও নিশীথ প্রামাণিক ।

সফরসূচি অনুসারে এরপর হেলিকপ্টারে বনগাঁর হরিদাসপুরে পৌঁছন অমিত শাহ । দুপুরে বনগাঁর হরিদাসপুরে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সঙ্গে মধ্যাহ্নভোজন সেরে বনগাঁ পেট্রাপোল সীমান্তে হরিদাসপুর, কালিয়ানী যাওয়ার কথা তাঁর ৷ সেখানকার বিভিন্ন এলাকা পরিদর্শনের পাশাপাশি স্থানীয় সাংসদ শান্তনু ঠাকুর ও বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর । এরপর তিনি যাবেন শিলিগুড়িতে । বিকেলে শিলিগুড়িতে একটি রোড শো ও জনসভা করবেন তিনি । শিলিগুড়িতেই রাত্রিবাস করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Union Home Minister Amit Shah in Bengal for 2 days Visit
কলকাতা বিমানবন্দরে অমিত শাহকে স্বাগত জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

শুক্রবার সকালে কোচবিহারের তিনবিঘার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর । সেখানে বিএসএফের অনুষ্ঠানে থাকতে পারেন তিনি । সেই অনুষ্ঠান শেষে ফের কলকাতার রাজারহাটের একটি হোটেলে ফেরার কথা তাঁর । হোটেলেই দু’টি সাংগঠনিক বৈঠক করার কথা ৷ দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তিনি বৈঠক করবেন বলে জানা গিয়েছে । পাশাপাশি শুক্রবার দুপুর 2টো নাগাদ রাজ্যের সাংসদ ও বিধায়কদের সঙ্গেও বৈঠক করবেন তিনি ।

  • দুই দিনের পশ্চিমবঙ্গ সফরে কলকাতায় পৌঁছালাম। বিভিন্ন অনুষ্ঠানে যোগদান এবং আমাদের বাংলার বোন ও ভাইদের সাথে আলাপচারিতার জন্য উন্মুখ হয়ে আছি। pic.twitter.com/kI3c3oXOFu

    — Amit Shah (@AmitShah) May 5, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, গত 16 এপ্রিল রাজ্য সফরে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের । সেই সফর অনিবার্য কারণে বাতিল করা হয় । এরপর 4 মে রাজ্যে আসার কথা ছিল অমিত শাহের । কিন্তু সেই সূচিও বদলে বৃহস্পতিবার দুদিনের সফরে রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ।

আরও পড়ুন : Amit Shah in West Bengal : কলকাতা বিমানবন্দরে অমিত শাহের পা ছুঁয়ে প্রণাম শুভেন্দুর

কলকাতা, 5 মে : আজ সকালে দু'দিনের বঙ্গ সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে আগে থেকে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক-সহ শীর্ষ নেতৃত্বরা (Union Home Minister Amit Shah arrives at Kolkata Airport in 2 day WB Visit) ৷

কলকাতায় নেমেই বাংলায় টুইট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah tweet in Bengali)৷ টুইটারে অমিত শাহ লেখেন, "দুই দিনের পশ্চিমবঙ্গ সফরে কলকাতায় পৌঁছলাম । বিভিন্ন অনুষ্ঠানে যোগদান এবং আমাদের বাংলার বোন ও ভাইদের সাথে আলাপচারিতার জন্য উন্মুখ হয়ে আছি ।" এ বারের শাহী সফরে রয়েছে ঠাসা কর্মসূচি । রাজ্যে পা রেখেই প্রথমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যান সুন্দরবনের হিঙ্গলগঞ্জে ।

Union Home Minister Amit Shah in Bengal for 2 days Visit
কলকাতায় নেমেই বাংলায় শাহী-টুইট, দু'দিনের বঙ্গ সফরে ঠাসা কর্মসূচি

এই সফরে অমিত শাহের বুধবার আসার কথা থাকলেও শেষ মুহূর্তে সফরসূচিতে পরিবর্তন হয় তাঁর । বিধানসভা নির্বাচনের পর এই প্রথম রাজ্যে এলেন অমিত শাহ । রাজ্যে বিজেপির শীর্ষ নেতৃত্বকে নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে পুরনো দলীয় কর্মী সমর্থকদের । বারাসত-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় পুরনো বিজেপি কর্মী আর নতুন দায়িত্ব পাওয়া নেতৃত্বের মধ্যে চাপানউতর চলছে, এমনকী অনেককে দল ছাড়ার সিদ্ধান্ত নিতেও দেখা গিয়েছে ৷ এই দুদিনের সফরে রাজ্যের বিজেপি সংগঠনের হাল ধরতে অমিত শাহ কর্মীদের নানা পরামর্শ দেবেন বলে মনে করা হচ্ছে (Union Home Minister Amit Shah in Bengal for 2 days Visit) ।

আরও পড়ুন : Amit Shah's Bengal visit: সরকারের বর্ষপূর্তির দিনেই বঙ্গে শাহ, শাসক-বিরোধী কর্মসূচিতে সরগরম রাজনীতি

এ দিন সকালে বিশেষ বিমানে দমদম বিমানবন্দরে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । তারপর সেখান থেকে হেলিকপ্টারে পৌঁছন সুন্দরবনের হিঙ্গলগঞ্জে । জলপথে চোরা চালান বন্ধ করতে হিঙ্গলগঞ্জে ইছামতী নদীর ওপর 6টি ভাসমান সীমান্ত চৌকি বানিয়েছে বিএসএফ । সেই ভাসমান চৌকির উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । এই অনুষ্ঠানে শাহের সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার ও নিশীথ প্রামাণিক ।

সফরসূচি অনুসারে এরপর হেলিকপ্টারে বনগাঁর হরিদাসপুরে পৌঁছন অমিত শাহ । দুপুরে বনগাঁর হরিদাসপুরে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সঙ্গে মধ্যাহ্নভোজন সেরে বনগাঁ পেট্রাপোল সীমান্তে হরিদাসপুর, কালিয়ানী যাওয়ার কথা তাঁর ৷ সেখানকার বিভিন্ন এলাকা পরিদর্শনের পাশাপাশি স্থানীয় সাংসদ শান্তনু ঠাকুর ও বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর । এরপর তিনি যাবেন শিলিগুড়িতে । বিকেলে শিলিগুড়িতে একটি রোড শো ও জনসভা করবেন তিনি । শিলিগুড়িতেই রাত্রিবাস করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Union Home Minister Amit Shah in Bengal for 2 days Visit
কলকাতা বিমানবন্দরে অমিত শাহকে স্বাগত জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

শুক্রবার সকালে কোচবিহারের তিনবিঘার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর । সেখানে বিএসএফের অনুষ্ঠানে থাকতে পারেন তিনি । সেই অনুষ্ঠান শেষে ফের কলকাতার রাজারহাটের একটি হোটেলে ফেরার কথা তাঁর । হোটেলেই দু’টি সাংগঠনিক বৈঠক করার কথা ৷ দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তিনি বৈঠক করবেন বলে জানা গিয়েছে । পাশাপাশি শুক্রবার দুপুর 2টো নাগাদ রাজ্যের সাংসদ ও বিধায়কদের সঙ্গেও বৈঠক করবেন তিনি ।

  • দুই দিনের পশ্চিমবঙ্গ সফরে কলকাতায় পৌঁছালাম। বিভিন্ন অনুষ্ঠানে যোগদান এবং আমাদের বাংলার বোন ও ভাইদের সাথে আলাপচারিতার জন্য উন্মুখ হয়ে আছি। pic.twitter.com/kI3c3oXOFu

    — Amit Shah (@AmitShah) May 5, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, গত 16 এপ্রিল রাজ্য সফরে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের । সেই সফর অনিবার্য কারণে বাতিল করা হয় । এরপর 4 মে রাজ্যে আসার কথা ছিল অমিত শাহের । কিন্তু সেই সূচিও বদলে বৃহস্পতিবার দুদিনের সফরে রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ।

আরও পড়ুন : Amit Shah in West Bengal : কলকাতা বিমানবন্দরে অমিত শাহের পা ছুঁয়ে প্রণাম শুভেন্দুর

Last Updated : May 5, 2022, 3:45 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.