ETV Bharat / city

Delegate of UNESCO: কুমোরটুলিতে ইউনেসকোর প্রতিনিধি, কথা বললেল মৃৎ শিল্পীদের সঙ্গে - কলকাতার দুর্গাপুজো

শনিবার দুপুরে কুমোরটুলি যান ইউনেসকোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটির সচিব টিম কার্টিস (UNESCO delegation visits Kumartuli) । দুর্গাপুজোর (Durga Puja) আগে শিল্পীদের শুভেচ্ছা জানান তিনি ৷

durga puja 2022
ETV Bharat
author img

By

Published : Sep 3, 2022, 9:39 PM IST

কলকাতা, 3 সেপ্টেম্বর: বাংলার দুর্গাপুজোকে সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে ইউনেসকো ৷ কিন্তু যে শিল্পীরা তাঁদের শিল্পকলার মাধ্যমে সাজিয়ে তোলেন দেবী প্রতিমাকে সেই শিল্পীদের খোঁজ রাখেন ক'জন ? তাঁদের সঙ্গে দেখা করতেই শনিবার দুপুরে কুমোরটুলি যান ইউনেসকোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটির সচিব টিম কার্টিস (UNESCO delegation visits Kumartuli) ।

দুর্গাপুজোকে নিয়ে বাঙালির আবেগে এবছর অন্যমাত্রা যোগ করেছে ইউনেসকোর স্বীকৃতি (Kolkata Durga Puja) ৷ দুর্গাপুজোকে 'ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’র শিরোপা দিয়েছে ইউনেসকো ৷ ইতিমধ্যেই ইউনেসকোকে ধন্যবাদ জানিয়ে রাজ্য সরকারের উদ্যোগে শোভাযাত্রা হয়েছে কলকাতায় ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই শোভাযাত্রায় অংশ নিয়েছেন ৷

আরও পড়ুন: দুর্গাপুজো ইউনেসকোর স্বীকৃতি পাওয়াতে রাজ্যের ভূমিকা কম নয়, মত গবেষক তপতী গুহ ঠাকুরতার

1 সেপ্টেম্বরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরাও ৷ ছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, গবেষক তপতী গুহ ঠাকুরতা, সাংস্কৃতিক গজতের বিশিষ্টরা ৷ এমনকি মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে বিলেত থেকে এসেছিলেন ইউনেসকোর দুই প্রতিনিধিও । আবেগের শহর কলকাতার ভালোবাসা মন ছুঁয়ে যায় ইউনেসকোর প্রতিনিধি টিম কার্টিস, এরিক ফ্লটদের ।

শনিবার ইউনেসকোর (UNESCO) প্রতিনিধি ঘুরে দেখলেন সেই দুর্গা প্রতিমা তৈরির জায়গা (Durga Puja)। এদিন দুপুরে কুমোরটুলি চত্বর পরিদর্শন করেন ইউনেসকোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটির সচিব । প্রস্তুতি দেখার পাশাপাশি কথা বললেন শিল্পীদের সঙ্গেও । শিল্পীদের সঙ্গে আলাপ করে তাঁদের আগামিদিনের জন্যেও শুভেচ্ছা বার্তা জানালেন টিম কার্টিস ।

কলকাতা, 3 সেপ্টেম্বর: বাংলার দুর্গাপুজোকে সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে ইউনেসকো ৷ কিন্তু যে শিল্পীরা তাঁদের শিল্পকলার মাধ্যমে সাজিয়ে তোলেন দেবী প্রতিমাকে সেই শিল্পীদের খোঁজ রাখেন ক'জন ? তাঁদের সঙ্গে দেখা করতেই শনিবার দুপুরে কুমোরটুলি যান ইউনেসকোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটির সচিব টিম কার্টিস (UNESCO delegation visits Kumartuli) ।

দুর্গাপুজোকে নিয়ে বাঙালির আবেগে এবছর অন্যমাত্রা যোগ করেছে ইউনেসকোর স্বীকৃতি (Kolkata Durga Puja) ৷ দুর্গাপুজোকে 'ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’র শিরোপা দিয়েছে ইউনেসকো ৷ ইতিমধ্যেই ইউনেসকোকে ধন্যবাদ জানিয়ে রাজ্য সরকারের উদ্যোগে শোভাযাত্রা হয়েছে কলকাতায় ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই শোভাযাত্রায় অংশ নিয়েছেন ৷

আরও পড়ুন: দুর্গাপুজো ইউনেসকোর স্বীকৃতি পাওয়াতে রাজ্যের ভূমিকা কম নয়, মত গবেষক তপতী গুহ ঠাকুরতার

1 সেপ্টেম্বরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরাও ৷ ছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, গবেষক তপতী গুহ ঠাকুরতা, সাংস্কৃতিক গজতের বিশিষ্টরা ৷ এমনকি মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে বিলেত থেকে এসেছিলেন ইউনেসকোর দুই প্রতিনিধিও । আবেগের শহর কলকাতার ভালোবাসা মন ছুঁয়ে যায় ইউনেসকোর প্রতিনিধি টিম কার্টিস, এরিক ফ্লটদের ।

শনিবার ইউনেসকোর (UNESCO) প্রতিনিধি ঘুরে দেখলেন সেই দুর্গা প্রতিমা তৈরির জায়গা (Durga Puja)। এদিন দুপুরে কুমোরটুলি চত্বর পরিদর্শন করেন ইউনেসকোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটির সচিব । প্রস্তুতি দেখার পাশাপাশি কথা বললেন শিল্পীদের সঙ্গেও । শিল্পীদের সঙ্গে আলাপ করে তাঁদের আগামিদিনের জন্যেও শুভেচ্ছা বার্তা জানালেন টিম কার্টিস ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.