ETV Bharat / city

দু'বছরে তলব 18 বার, শেষ হল না তদন্ত ! ক্ষোভ ম্যাথুর

দু'বছরেও শেষ হল না নারদ তদন্ত। টানা 18 বার সাংবাদিক ম্যাথু স্যামুয়েলকে CBI-র দপ্তরে ডাকা হলেও  তদন্ত শেষ হয়নি । আজ নিজাম প্যালেসে হাজিরা দিতে এসে ক্ষোভপ্রকাশ করলেন ম্যাথু ।

CBI দপ্তরের সামনে ম্যাথু স্যামুয়েল
author img

By

Published : Jun 24, 2019, 8:22 PM IST

কলকাতা, 24 জুন: দু'বছরেও শেষ হল না নারদ তদন্ত। টানা 18 বার সাংবাদিক ম্যাথু স্যামুয়েলকে CBI-র দপ্তরে ডাকা হলেও তদন্ত শেষ হয়নি । আজ নিজাম প্যালেসে হাজিরা দিতে এসেছিলেন ম্যাথু স্যামুয়েল ।

নিজের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করে CBI-কে চিঠি লিখেছিলেন ম্যাথু । অভিযোগ, তারপরেও তাঁর সুরক্ষার ব্যবস্থা করেনি CBI । আজ নিজাম প্যালেসে CBI-র দপ্তরে হাজিরা দিতে এসে পরোক্ষে CBI-র তদন্তের ধীর গতির দিকে আঙুল তুললেন ম্যাথু ।

CBI সূত্রে খবর, বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপার এস এম এইচ মির্জাকে জেরা করে তাঁর সঙ্গে ম্যাথুর বক্তব্যের কিছু অসঙ্গতি খুঁজে পেয়েছে তদন্তকারীরা । সেই সূত্রেই ফের ম্যাথুকে তলব করে CBI আধিকারিকরা । আজ হাজিরা দিতে এসে ম্যাথু বলেন, " গত দু'বছর ধরে তদন্ত চলছে । CBI ডেকেছে বলেই বারবার আমি আসছি । কিন্তু দু'বছর হয়ে গেলেও তদন্ত সেভাবে কি এগিয়েছে ?"

চলতি মাসের গোড়ার দিকে CBI আধিকারিকরা IPS অফিসার মির্জাকে তলব করেছিল । বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপার নারদ মামলায় অন্যতম অভিযুক্ত । 2014 সালে যেদিন ম্যাথুর কাছ থেকে মির্জা টাকা নিয়েছিলেন, সেদিন আরও দুজন ব্যবসায়ী মির্জাকে টাকা দিয়েছিলেন। সূত্রের খবর, সেই দুই ব্যবসায়ীর কাছ থেকে টাকা লেনদেন সংক্রান্ত নির্দিষ্ট তথ্য পেয়েছে CBI । সেই সূত্রেই আজ ম্যাথুকে ফের জেরা করা হয় । যদিও CBI তাঁকে কোনও কাগজপত্র আনতে বলেনি বলে জানান ম্যাথু।

দিন কয়েক আগেই কলকাতায় আসেন CBI অধিকর্তা নাগেশ্বর রাও । সূত্রের খবর, নারদ মামলায় তদন্তের গতি আনতে বিশেষ নির্দেশ দিয়েছিলেন তিনি । তারপরেই ফের ম্যাথুকে তলব করল CBI ।

কলকাতা, 24 জুন: দু'বছরেও শেষ হল না নারদ তদন্ত। টানা 18 বার সাংবাদিক ম্যাথু স্যামুয়েলকে CBI-র দপ্তরে ডাকা হলেও তদন্ত শেষ হয়নি । আজ নিজাম প্যালেসে হাজিরা দিতে এসেছিলেন ম্যাথু স্যামুয়েল ।

নিজের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করে CBI-কে চিঠি লিখেছিলেন ম্যাথু । অভিযোগ, তারপরেও তাঁর সুরক্ষার ব্যবস্থা করেনি CBI । আজ নিজাম প্যালেসে CBI-র দপ্তরে হাজিরা দিতে এসে পরোক্ষে CBI-র তদন্তের ধীর গতির দিকে আঙুল তুললেন ম্যাথু ।

CBI সূত্রে খবর, বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপার এস এম এইচ মির্জাকে জেরা করে তাঁর সঙ্গে ম্যাথুর বক্তব্যের কিছু অসঙ্গতি খুঁজে পেয়েছে তদন্তকারীরা । সেই সূত্রেই ফের ম্যাথুকে তলব করে CBI আধিকারিকরা । আজ হাজিরা দিতে এসে ম্যাথু বলেন, " গত দু'বছর ধরে তদন্ত চলছে । CBI ডেকেছে বলেই বারবার আমি আসছি । কিন্তু দু'বছর হয়ে গেলেও তদন্ত সেভাবে কি এগিয়েছে ?"

চলতি মাসের গোড়ার দিকে CBI আধিকারিকরা IPS অফিসার মির্জাকে তলব করেছিল । বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপার নারদ মামলায় অন্যতম অভিযুক্ত । 2014 সালে যেদিন ম্যাথুর কাছ থেকে মির্জা টাকা নিয়েছিলেন, সেদিন আরও দুজন ব্যবসায়ী মির্জাকে টাকা দিয়েছিলেন। সূত্রের খবর, সেই দুই ব্যবসায়ীর কাছ থেকে টাকা লেনদেন সংক্রান্ত নির্দিষ্ট তথ্য পেয়েছে CBI । সেই সূত্রেই আজ ম্যাথুকে ফের জেরা করা হয় । যদিও CBI তাঁকে কোনও কাগজপত্র আনতে বলেনি বলে জানান ম্যাথু।

দিন কয়েক আগেই কলকাতায় আসেন CBI অধিকর্তা নাগেশ্বর রাও । সূত্রের খবর, নারদ মামলায় তদন্তের গতি আনতে বিশেষ নির্দেশ দিয়েছিলেন তিনি । তারপরেই ফের ম্যাথুকে তলব করল CBI ।

Intro:কলকাতা, ২৪ জুন: নিজের সুরক্ষা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছিলেন নারদ কর্তা ম্যাথু স্যামুয়েল। চিঠি লিখেছিলেন সিবিআই কর্তাকে। দাবি জানিয়েছিলেন সুরক্ষার বন্দোবস্ত করার। সেই সুরক্ষার ব্যবস্থা হয়নি। তার পরেও আর নিজাম প্যালেসে সি বি আই এর পূর্বাঞ্চলীয় শাখার সদর দপ্তরে এলেন ম্যাথু। বললেন, “ পশ্চিমবঙ্গের রাজনৈতিক বাতাবরণ এই মুহূর্তে ভালো অবস্থায় নেই। হিংসা জারি আছে। এটা আমি বলছি না। সংবাদ মাধ্যমের খবর বলছে। সেই কারণেই আমি ওই চিঠি লিখেছিলাম।" পাশাপাশি তার গলায় শোনা গেল আক্ষেপ। সরাসরি না বললেও ঘুরিয়ে নারদ তদন্তে CBI এর শ্লথ গতির দিকে আঙুল তুললেন তিনি।Body:সূত্র জানাচ্ছে, পুলিশ কর্তা SMH মির্জাকে জেরা করে ম্যাথুর সঙ্গে তার বক্তব্যের বেশ কিছু অসঙ্গতি পেয়েছে তদন্তকারীরা। সেই সূত্রেই ফের নারদ কর্তাকে তলব করা হয় বলে সিবিআই সূত্রে খবর। দিন কয়েক আগে তলব করা হয়েছিল IPS অফিসার মির্জাকে। বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপার মির্জা নারদ মামলায় অন্যতম অভিযুক্ত। সূত্রের খবর, ২০১৪ সালে যেদিন ম্যাথুর কাছ থেকে তিনি টাকা নিয়েছিলেন বলে অভিযোগ, সেদিন আরো দুজন ব্যবসায়ী মির্জাকে টাকা দিয়েছিলেন। সূত্র জানাচ্ছে, সেই দুই ব্যবসায়ী থেকে নির্দিষ্ট তথ্য পেয়েছে সিবিআই। সেই সূত্রেই তাঁকে ফের জেরা করা হয়। যদিও CBI তাকে কোনো কাগজপত্র আনতে বলেনি বলে দাবি করেছেন ম্যাথু স্যামুয়েল।Conclusion:গত লোকসভা নির্বাচনের আগে ফাঁদ পাতেন ম্যাথু স্যামুয়েল। অভিযোগ, সেই ফাঁদে পা দেন মির্জা৷ স্টিং অপারেশনের ফুটেজে দেখা যায় , হাফপ্যান্ট পরে আছেন তিনি। আড্ডার ভঙ্গিতে চলছে কথা। নানা তথ্য দিচ্ছেন তৃণমূল সম্পর্কেও৷ দাবি করছেন, বাংলার শাসক দলের হয়ে টাকা তোলেন তিনি। এমনকি দলের হয়ে কত টাকা তুলেছেন সেটাও উল্লেখ করতে ভোলেননি৷ ফুটেজে দেখা যায়, হাতে টাকাও নিচ্ছেন তিনি৷টাকার বিনিময়ে ব্যবসায়িক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন আইপিএস অফিসার। পরে অবশ্য মির্জা দাবি করেন, তাঁকে ফাঁসানো হয়েছে৷ তিনি টাকা নেননি৷

দিন কয়েক আগে শহরে আসেন সিবিআই অধিকর্তার নাগেশ্বর রাও। সূত্র জানাচ্ছে, নারদ তদন্তের গতি আনতে বিশেষ নির্দেশ দিয়েছিলেন তিনি। তারপরেই শুরু হয়েছে এই মামলার গতি বাড়ানোর কাজ। যদিও আজ নারদ কর্তা বলেন, “ দু'বছর ধরে তদন্ত চলছে। আমি 18 বার এসেছি। কিন্তু দু’বছর হয়ে গেলেও তদন্ত কি সে ভাবে এগিয়েছে?’’






ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.