কলকাতা, 24 জুন: দু'বছরেও শেষ হল না নারদ তদন্ত। টানা 18 বার সাংবাদিক ম্যাথু স্যামুয়েলকে CBI-র দপ্তরে ডাকা হলেও তদন্ত শেষ হয়নি । আজ নিজাম প্যালেসে হাজিরা দিতে এসেছিলেন ম্যাথু স্যামুয়েল ।
নিজের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করে CBI-কে চিঠি লিখেছিলেন ম্যাথু । অভিযোগ, তারপরেও তাঁর সুরক্ষার ব্যবস্থা করেনি CBI । আজ নিজাম প্যালেসে CBI-র দপ্তরে হাজিরা দিতে এসে পরোক্ষে CBI-র তদন্তের ধীর গতির দিকে আঙুল তুললেন ম্যাথু ।
CBI সূত্রে খবর, বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপার এস এম এইচ মির্জাকে জেরা করে তাঁর সঙ্গে ম্যাথুর বক্তব্যের কিছু অসঙ্গতি খুঁজে পেয়েছে তদন্তকারীরা । সেই সূত্রেই ফের ম্যাথুকে তলব করে CBI আধিকারিকরা । আজ হাজিরা দিতে এসে ম্যাথু বলেন, " গত দু'বছর ধরে তদন্ত চলছে । CBI ডেকেছে বলেই বারবার আমি আসছি । কিন্তু দু'বছর হয়ে গেলেও তদন্ত সেভাবে কি এগিয়েছে ?"
চলতি মাসের গোড়ার দিকে CBI আধিকারিকরা IPS অফিসার মির্জাকে তলব করেছিল । বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপার নারদ মামলায় অন্যতম অভিযুক্ত । 2014 সালে যেদিন ম্যাথুর কাছ থেকে মির্জা টাকা নিয়েছিলেন, সেদিন আরও দুজন ব্যবসায়ী মির্জাকে টাকা দিয়েছিলেন। সূত্রের খবর, সেই দুই ব্যবসায়ীর কাছ থেকে টাকা লেনদেন সংক্রান্ত নির্দিষ্ট তথ্য পেয়েছে CBI । সেই সূত্রেই আজ ম্যাথুকে ফের জেরা করা হয় । যদিও CBI তাঁকে কোনও কাগজপত্র আনতে বলেনি বলে জানান ম্যাথু।
দিন কয়েক আগেই কলকাতায় আসেন CBI অধিকর্তা নাগেশ্বর রাও । সূত্রের খবর, নারদ মামলায় তদন্তের গতি আনতে বিশেষ নির্দেশ দিয়েছিলেন তিনি । তারপরেই ফের ম্যাথুকে তলব করল CBI ।