ETV Bharat / city

দ্রুত উপনির্বাচন করানোর দাবিতে বৃহস্পতিবার কমিশনে যাচ্ছে তৃণমূল

author img

By

Published : Jul 13, 2021, 4:42 PM IST

পশ্চিমবঙ্গে সাতটি বিধানসভা আসনে বিধায়ক নেই ৷ সেই আসনগুলিতে বিধায়ক নির্বাচন প্রয়োজন ৷ তৃণমূল চাইছে, সাত দিন প্রচারের সময় দিয়ে উপনির্বাচন করানো হোক ।

trinamool-congress-delegation-will-meet-election-commission-official-to-discuss-about-byelection-possibilities
দ্রুত উপনির্বাচন করানোর দাবি নিয়ে বৃহস্পতিবার কমিশনে যাচ্ছে তৃণমূল

কলকাতা, 13 জুলাই : দ্রুত উপনির্বাচন করানোর দাবি তুলে এবার কমিশনে যাচ্ছে তৃণমূল । মঙ্গলবার শাসকদলের তরফে এই খবর জানা গিয়েছে । এদিন তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, তারা চাইছে সাত দিন প্রচারের সময় দিয়ে উপনির্বাচন করানো হোক । এই লক্ষ্যে বৃহস্পতিবার মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করছে এক প্রতিনিধি দল ।

আরও পড়ুন : মন্ত্রিসভার পর ক্যাবিনেট কমিটিগুলিতেও বড়সড় রদবদল মোদি সরকারের

উল্লেখ্য, দশদিন আগেই রাজ্য সরকারের তরফে জাতীয় নির্বাচন কমিশনকে জানানো হয়েছিল এই মুহূর্তে রাজ্যে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে । রাজ্য সরকার চাইছে রাজ্যের বিভিন্ন আসনে বাকি থাকা উপনির্বাচন দ্রুত করা হোক । নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্য সরকারের কাছে জানতে চাওয়া হয়েছিল যে রাজ্যে রাজ্যসভার দুই আসনে নির্বাচন করতে সরকার প্রস্তুত কি না । রাজ্য সরকারের তরফ থেকে তখনই উপনির্বাচন দ্রুত করানোর কথা বলা হয় । তবে নির্বাচন কমিশনের উচ্চবাচ্য না করায় এবার পাল্টা চাপ সৃষ্টির পথে হাঁটছে তৃণমূল ।

আরও পড়ুন : Post Poll Violence : নিহত বিজেপি কর্মীর ডিএনএ পরীক্ষার নির্দেশ কলকাতা হাইকোর্টের

এই বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘‘ইতিমধ্যেই রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে । যেহেতু কিছুদিন আগেই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তাই নতুন করে প্রচারে অনেক সময় দেওয়ারও প্রয়োজন নেই । এবং উপনির্বাচনের ক্ষেত্রে যেহেতু বাধ্যবাধকতা রয়েছে ছ’মাসের মধ্যে নির্বাচন করাতে হবে ৷ তাই আমরা বলছি এই পরিস্থিতিতে দ্রুত নির্বাচন করিয়ে নেওয়া হোক । সে বিষয়টা বিস্তারিত কমিশনকে জানাতে আমরা নির্বাচন কমিশনে যাচ্ছি । এখন দেখার নির্বাচন কমিশন এ বিষয়ে কী সিদ্ধান্ত নেয় ।’’

আরও পড়ুন : লক্ষ্য লোকসভা, ফের বিস্তারক নিয়োগের পথে বঙ্গ বিজেপি

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে সাতটি বিধানসভা আসনে বিধায়ক নেই ৷ সেই আসনগুলিতে বিধায়ক নির্বাচন প্রয়োজন ৷ পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার ভোটে জিততে পারেননি ৷ তাই পদে থাকতে গেলে তাঁকে ছ’মাসের মধ্যে ভোটে জিতে আসতে হবে ৷ রাজনীতির কারবারিরা বলছেন, সেই দিকে নজর রেখে রাজ্যে দ্রুত উপনির্বাচন চাইছে তৃণমূল ৷

আরও পড়ুন : নন্দীগ্রাম মামলা বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে, চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা

কলকাতা, 13 জুলাই : দ্রুত উপনির্বাচন করানোর দাবি তুলে এবার কমিশনে যাচ্ছে তৃণমূল । মঙ্গলবার শাসকদলের তরফে এই খবর জানা গিয়েছে । এদিন তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, তারা চাইছে সাত দিন প্রচারের সময় দিয়ে উপনির্বাচন করানো হোক । এই লক্ষ্যে বৃহস্পতিবার মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করছে এক প্রতিনিধি দল ।

আরও পড়ুন : মন্ত্রিসভার পর ক্যাবিনেট কমিটিগুলিতেও বড়সড় রদবদল মোদি সরকারের

উল্লেখ্য, দশদিন আগেই রাজ্য সরকারের তরফে জাতীয় নির্বাচন কমিশনকে জানানো হয়েছিল এই মুহূর্তে রাজ্যে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে । রাজ্য সরকার চাইছে রাজ্যের বিভিন্ন আসনে বাকি থাকা উপনির্বাচন দ্রুত করা হোক । নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্য সরকারের কাছে জানতে চাওয়া হয়েছিল যে রাজ্যে রাজ্যসভার দুই আসনে নির্বাচন করতে সরকার প্রস্তুত কি না । রাজ্য সরকারের তরফ থেকে তখনই উপনির্বাচন দ্রুত করানোর কথা বলা হয় । তবে নির্বাচন কমিশনের উচ্চবাচ্য না করায় এবার পাল্টা চাপ সৃষ্টির পথে হাঁটছে তৃণমূল ।

আরও পড়ুন : Post Poll Violence : নিহত বিজেপি কর্মীর ডিএনএ পরীক্ষার নির্দেশ কলকাতা হাইকোর্টের

এই বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘‘ইতিমধ্যেই রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে । যেহেতু কিছুদিন আগেই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তাই নতুন করে প্রচারে অনেক সময় দেওয়ারও প্রয়োজন নেই । এবং উপনির্বাচনের ক্ষেত্রে যেহেতু বাধ্যবাধকতা রয়েছে ছ’মাসের মধ্যে নির্বাচন করাতে হবে ৷ তাই আমরা বলছি এই পরিস্থিতিতে দ্রুত নির্বাচন করিয়ে নেওয়া হোক । সে বিষয়টা বিস্তারিত কমিশনকে জানাতে আমরা নির্বাচন কমিশনে যাচ্ছি । এখন দেখার নির্বাচন কমিশন এ বিষয়ে কী সিদ্ধান্ত নেয় ।’’

আরও পড়ুন : লক্ষ্য লোকসভা, ফের বিস্তারক নিয়োগের পথে বঙ্গ বিজেপি

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে সাতটি বিধানসভা আসনে বিধায়ক নেই ৷ সেই আসনগুলিতে বিধায়ক নির্বাচন প্রয়োজন ৷ পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার ভোটে জিততে পারেননি ৷ তাই পদে থাকতে গেলে তাঁকে ছ’মাসের মধ্যে ভোটে জিতে আসতে হবে ৷ রাজনীতির কারবারিরা বলছেন, সেই দিকে নজর রেখে রাজ্যে দ্রুত উপনির্বাচন চাইছে তৃণমূল ৷

আরও পড়ুন : নন্দীগ্রাম মামলা বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে, চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.