ETV Bharat / city

সম্পূর্ণ অরাজকতা, পুলিশ-প্রশাসন নীরব; মমতাকে বিস্ফোরক টুইট রাজ্যপালের

রাজ্যে সম্পূর্ণ অরাজকতা চলছে ৷ পুলিশ ও প্রশাসন নীরব ৷ পরিস্থিতি সামাল দিতে অবিলম্বে ব্যবস্থা নিন ৷ বিস্ফোরক টুইট রাজ্যপাল জগদীপ ধনখড়ের ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উদ্দেশে এ কথা লেখেন তিনি ৷

total-lawlessness-and-anarchy-governor-jagdeep-dhankhar-over-situation-tensed-after-ministers-arrest-in-narada-case
সম্পূর্ণ অরাজকতা, পুলিশ-প্রশাসন নীরব; মমতাকে বিস্ফোরক টুইট রাজ্যপালের
author img

By

Published : May 17, 2021, 1:56 PM IST

Updated : May 17, 2021, 2:38 PM IST

কলকাতা, 17 মে: রাজ্যে সম্পূর্ণ অনাচার ও অরাজকতা চলছে ৷ পুলিশ ও প্রশাসন নীরব দর্শক ৷ বিস্ফোরক পরিস্থিতি সামাল দিতে অবিলম্বে ব্যবস্থা নিন ৷ টুইটে তোপ রাজ্যপাল জগদীপ ধনখড়ের ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উদ্দেশে এ কথা লিখেছেন তিনি ৷ বর্তমান পরিস্থিতিতে তিনি যথেষ্ট উদ্বিগ্ন বলে জানিয়েছেন রাজ্যপাল ৷

নারদ কাণ্ডে চার নেতা-মন্ত্রী গ্রেফতার হওয়ার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যের পরিস্থিতি ৷ তারই প্রেক্ষিতে পরপর টুইট করেন রাজ্যপাল ৷ তিনি লেখেন, "উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে চিন্তিত ৷ সাংবিধানিক নিয়ম ও আইনশৃঙ্খলা মেনে চলার জন্য মমতা বন্দ্যোপাধ্য়ায়কে ফোনে বলেছি ৷ আইনশৃঙ্খলা রক্ষায় যাবতীয় পদক্ষেপ করা উচিত পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ ও স্বরাষ্ট্রমন্ত্রকের ৷ " কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা না নেওয়ায় দুঃখজনক পরিস্থিতি তৈরি হয়েছে বলে তোপ দেগেছেন ধনকড় ৷

তিনি রাজ্য সরকারকে একপ্রকার তুলোধোনা করে টুইটে আরও লিখেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায়কে মেসেজ করে জানিয়েছি, সম্পূর্ণ অনাচার ও আরাজকতা চলছে ৷ পুলিশ ও প্রশাসন নীরব হয়ে রয়েছে ৷ এ ধরনের আইনশৃঙ্খলার অবনতি ও সাংবিধানিক প্রক্রিয়ায় ব্যর্থতার কী ফল হতে পারে তা আশা করি বুঝতে পারছেন ৷ মিনিটে মিনিটে খারাপ হওয়া বিস্ফোরক পরিস্থিতি যাতে আরও খারাপ না-হয় তার ব্যবস্থা করার সময় এসেছে ৷" রাজ্যপালের এই মন্তব্যে ফের উসকে উঠেছে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির বিতর্ক ৷

আরও পড়ুন: বৈশাখী হাওয়ায় মন ভাসিয়েই কি বেকায়দায় শোভন ?

সিবিআই অফিসের সামনে বিক্ষোভ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দৃষ্টি আকর্ষণ করে টুইটে রাজ্যপাল লিখেছেন, "চ্যানেলগুলিতে দেখা যাচ্ছে, সিবিআই অফিসে পাথর ছোড়া হচ্ছে ৷ কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশ শুধু দাঁড়িয়ে দেখছে, এটা আরও দুঃখজনক ৷ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আপনার কাছে আবেদন জানাচ্ছি ৷"

  • Message @MamataOfficial “Total lawlessness & anarchy. Police and administration in silence mode. Hope you realize repercussions of such lawlessness and failure of constitutional mechanism.
    Time to reflect and contain this explosive situation that is worsening minute by minute.”

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজ্যে লকডাউনের দ্বিতীয় দিনেই উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি ৷ নারদকাণ্ডে রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায় এবং রাজ্যে নবনির্বাচিত বিধায়ক মদন মিত্র ও প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে সিবিআই গ্রেফতার করার পর থেকেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নিজাম প্যালেসে গিয়ে বসে রয়েছেন ৷ প্রয়োজনে তাঁকে গ্রেফতার করতে হবে বলে তোপ দেগেছেন তিনি ৷ নিজাম প্যালেসের সামনে তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা ৷

কলকাতা, 17 মে: রাজ্যে সম্পূর্ণ অনাচার ও অরাজকতা চলছে ৷ পুলিশ ও প্রশাসন নীরব দর্শক ৷ বিস্ফোরক পরিস্থিতি সামাল দিতে অবিলম্বে ব্যবস্থা নিন ৷ টুইটে তোপ রাজ্যপাল জগদীপ ধনখড়ের ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উদ্দেশে এ কথা লিখেছেন তিনি ৷ বর্তমান পরিস্থিতিতে তিনি যথেষ্ট উদ্বিগ্ন বলে জানিয়েছেন রাজ্যপাল ৷

নারদ কাণ্ডে চার নেতা-মন্ত্রী গ্রেফতার হওয়ার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যের পরিস্থিতি ৷ তারই প্রেক্ষিতে পরপর টুইট করেন রাজ্যপাল ৷ তিনি লেখেন, "উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে চিন্তিত ৷ সাংবিধানিক নিয়ম ও আইনশৃঙ্খলা মেনে চলার জন্য মমতা বন্দ্যোপাধ্য়ায়কে ফোনে বলেছি ৷ আইনশৃঙ্খলা রক্ষায় যাবতীয় পদক্ষেপ করা উচিত পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ ও স্বরাষ্ট্রমন্ত্রকের ৷ " কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা না নেওয়ায় দুঃখজনক পরিস্থিতি তৈরি হয়েছে বলে তোপ দেগেছেন ধনকড় ৷

তিনি রাজ্য সরকারকে একপ্রকার তুলোধোনা করে টুইটে আরও লিখেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায়কে মেসেজ করে জানিয়েছি, সম্পূর্ণ অনাচার ও আরাজকতা চলছে ৷ পুলিশ ও প্রশাসন নীরব হয়ে রয়েছে ৷ এ ধরনের আইনশৃঙ্খলার অবনতি ও সাংবিধানিক প্রক্রিয়ায় ব্যর্থতার কী ফল হতে পারে তা আশা করি বুঝতে পারছেন ৷ মিনিটে মিনিটে খারাপ হওয়া বিস্ফোরক পরিস্থিতি যাতে আরও খারাপ না-হয় তার ব্যবস্থা করার সময় এসেছে ৷" রাজ্যপালের এই মন্তব্যে ফের উসকে উঠেছে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির বিতর্ক ৷

আরও পড়ুন: বৈশাখী হাওয়ায় মন ভাসিয়েই কি বেকায়দায় শোভন ?

সিবিআই অফিসের সামনে বিক্ষোভ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দৃষ্টি আকর্ষণ করে টুইটে রাজ্যপাল লিখেছেন, "চ্যানেলগুলিতে দেখা যাচ্ছে, সিবিআই অফিসে পাথর ছোড়া হচ্ছে ৷ কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশ শুধু দাঁড়িয়ে দেখছে, এটা আরও দুঃখজনক ৷ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আপনার কাছে আবেদন জানাচ্ছি ৷"

  • Message @MamataOfficial “Total lawlessness & anarchy. Police and administration in silence mode. Hope you realize repercussions of such lawlessness and failure of constitutional mechanism.
    Time to reflect and contain this explosive situation that is worsening minute by minute.”

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজ্যে লকডাউনের দ্বিতীয় দিনেই উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি ৷ নারদকাণ্ডে রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায় এবং রাজ্যে নবনির্বাচিত বিধায়ক মদন মিত্র ও প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে সিবিআই গ্রেফতার করার পর থেকেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নিজাম প্যালেসে গিয়ে বসে রয়েছেন ৷ প্রয়োজনে তাঁকে গ্রেফতার করতে হবে বলে তোপ দেগেছেন তিনি ৷ নিজাম প্যালেসের সামনে তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা ৷

Last Updated : May 17, 2021, 2:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.