কলকাতা, 17 মে: রাজ্যে সম্পূর্ণ অনাচার ও অরাজকতা চলছে ৷ পুলিশ ও প্রশাসন নীরব দর্শক ৷ বিস্ফোরক পরিস্থিতি সামাল দিতে অবিলম্বে ব্যবস্থা নিন ৷ টুইটে তোপ রাজ্যপাল জগদীপ ধনখড়ের ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উদ্দেশে এ কথা লিখেছেন তিনি ৷ বর্তমান পরিস্থিতিতে তিনি যথেষ্ট উদ্বিগ্ন বলে জানিয়েছেন রাজ্যপাল ৷
নারদ কাণ্ডে চার নেতা-মন্ত্রী গ্রেফতার হওয়ার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যের পরিস্থিতি ৷ তারই প্রেক্ষিতে পরপর টুইট করেন রাজ্যপাল ৷ তিনি লেখেন, "উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে চিন্তিত ৷ সাংবিধানিক নিয়ম ও আইনশৃঙ্খলা মেনে চলার জন্য মমতা বন্দ্যোপাধ্য়ায়কে ফোনে বলেছি ৷ আইনশৃঙ্খলা রক্ষায় যাবতীয় পদক্ষেপ করা উচিত পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ ও স্বরাষ্ট্রমন্ত্রকের ৷ " কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা না নেওয়ায় দুঃখজনক পরিস্থিতি তৈরি হয়েছে বলে তোপ দেগেছেন ধনকড় ৷
তিনি রাজ্য সরকারকে একপ্রকার তুলোধোনা করে টুইটে আরও লিখেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায়কে মেসেজ করে জানিয়েছি, সম্পূর্ণ অনাচার ও আরাজকতা চলছে ৷ পুলিশ ও প্রশাসন নীরব হয়ে রয়েছে ৷ এ ধরনের আইনশৃঙ্খলার অবনতি ও সাংবিধানিক প্রক্রিয়ায় ব্যর্থতার কী ফল হতে পারে তা আশা করি বুঝতে পারছেন ৷ মিনিটে মিনিটে খারাপ হওয়া বিস্ফোরক পরিস্থিতি যাতে আরও খারাপ না-হয় তার ব্যবস্থা করার সময় এসেছে ৷" রাজ্যপালের এই মন্তব্যে ফের উসকে উঠেছে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির বিতর্ক ৷
আরও পড়ুন: বৈশাখী হাওয়ায় মন ভাসিয়েই কি বেকায়দায় শোভন ?
সিবিআই অফিসের সামনে বিক্ষোভ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দৃষ্টি আকর্ষণ করে টুইটে রাজ্যপাল লিখেছেন, "চ্যানেলগুলিতে দেখা যাচ্ছে, সিবিআই অফিসে পাথর ছোড়া হচ্ছে ৷ কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশ শুধু দাঁড়িয়ে দেখছে, এটা আরও দুঃখজনক ৷ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আপনার কাছে আবেদন জানাচ্ছি ৷"
-
Message @MamataOfficial “Total lawlessness & anarchy. Police and administration in silence mode. Hope you realize repercussions of such lawlessness and failure of constitutional mechanism.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Time to reflect and contain this explosive situation that is worsening minute by minute.”
">Message @MamataOfficial “Total lawlessness & anarchy. Police and administration in silence mode. Hope you realize repercussions of such lawlessness and failure of constitutional mechanism.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 17, 2021
Time to reflect and contain this explosive situation that is worsening minute by minute.”Message @MamataOfficial “Total lawlessness & anarchy. Police and administration in silence mode. Hope you realize repercussions of such lawlessness and failure of constitutional mechanism.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 17, 2021
Time to reflect and contain this explosive situation that is worsening minute by minute.”
রাজ্যে লকডাউনের দ্বিতীয় দিনেই উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি ৷ নারদকাণ্ডে রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায় এবং রাজ্যে নবনির্বাচিত বিধায়ক মদন মিত্র ও প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে সিবিআই গ্রেফতার করার পর থেকেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নিজাম প্যালেসে গিয়ে বসে রয়েছেন ৷ প্রয়োজনে তাঁকে গ্রেফতার করতে হবে বলে তোপ দেগেছেন তিনি ৷ নিজাম প্যালেসের সামনে তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা ৷