ETV Bharat / city

টপ নিউজ় @ সকাল 11 টা - খবর

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news
টপ নিউজ় @ সকাল 11 টা
author img

By

Published : Jun 16, 2021, 11:40 AM IST

1)মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্ররোচনা দিচ্ছেন প্রধান উপদেষ্টা ! পিকে-র বিরুদ্ধে 'ক্ষোভ'...

তিনি নাকি প্রশান্ত কিশোর ৷ পঞ্জাবের মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা ৷ কিন্তু তিনিই পঞ্জাবের বিভিন্ন নেতাকে ফোন করে অমরিন্দর সিংয়ের বিরোধিতা করতে উৎসাহ দিচ্ছেন ৷ এমনিতেই পঞ্জাবের রাজনীতির হাওয়া গরম ৷ তার মধ্য়ে প্রশান্ত কিশোরের নামে এমন ভুয়ো ফোনে পঞ্জাবের তাপমাত্রার পারদ চড়ছে বইকি ৷

2) Corona Update India : সামান্য বাড়ল সংক্রমণ, কমেছে মৃত্যুর সংখ্যা

স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 62 হাজার 224 জন ৷ সুস্থ হয়েছেন 1 লাখ 7 হাজার 628 জন এবং মৃত্যু হয়েছে 2 হাজার 542 জনের ৷

3) মহানগরে রাতভর বৃষ্টি, রাজ্যে সক্রিয় বর্ষা

কলকাতা ও তার আশেপাশের এলাকায় চলল রাতভর বৃষ্টি ৷ সকালে বৃষ্টি থামলেও কলকাতার আকাশ আপাতত মেঘলা ৷ সপ্তাহজুড়ে উত্তর ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল জানিয়েছে আবহাওয়া দফতর ৷

4)Ancient Idol : কুশমণ্ডিতে পুকুর কাটতে গিয়ে উদ্ধার প্রাচীন মূর্তি

দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডিতে পুকুর খুঁড়তে গিয়ে বেরিয়ে এল চারটি পাথরের প্রাচীন মূর্তি ৷ গ্রামবাসীরা মূর্তিগুলির পূজার্চনা শুরু করে দেয় ৷

5)WTC Final : ডিউক বলে কী করণীয়, রোহিতকে বোঝালেন সচিন

প্রায় এক দেড় বছর টেস্টে ওপেনিং করছেন রোহিত শর্মা ৷ তবে ইংল্যান্ডের মাটিতে কখনও টেস্ট খেলেননি রোহিত ৷ তাই ডিউক বলের বিরুদ্ধে রোহিতের কোনও অভিজ্ঞতা নেই ৷ সচিন মানেন ইংল্যান্ডের মাটিতে ওপেনিং করা সব সময় কঠিন ৷ তবে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে রোহিতের আক্রমণাত্মক মানসিকতা কাজে দেবে বলে মত তাঁর ৷

6)Covid Vaccine : 18 হলেই এবার কো-উইনে রেজিস্ট্রেশন ছাড়াই টিকা

18 বছর বয়স হলেই এবার থেকে আর কো-উইনে রেজিস্ট্রশেন (CoWIN) করতে লাগবে না ৷ সরাসরি টিকাকরণ কেন্দ্রে গেলই পাওয়া যাবে করোনার ভ্যাকসিন (Covid Vaccine) ৷

7)Sovan-Baishakhi : সোশ্যাল মিডিয়াতেও তাঁরা আর একা নন, বৈশাখীর সঙ্গে জুড়ল শোভনের নাম

মঙ্গলবার মধ্যরাত থেকে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের (Baishakhi Banerjee) ফেসবুক অ্যাকাউন্টে (Facebook) জুড়ে গেল শোভন চট্টোপাধ্যায়ের (Sovan Chatterjee) নাম ৷ নতুন নাম হল বৈশাখী শোভন বন্দ্যোপাধ্যায় (Baisakhi Sovan Banerjee) ৷ বৈশাখী জানান, শোভন চট্টোপাধ্যায়ের কোনও ফেসবুক অ্যাকাউন্ট নেই ৷ তাই সোশ্যাল মিডিয়ায় শোভন আপাতত তাঁর অ্যাকাউন্টের মাধ্যমেই উপস্থিত হবেন ৷

8)Euro 2020: দেঁশর দুরন্ত ট্যাকটিকে জার্মানিকে হারিয়ে ইউরো অভিযান শুরু ফ্রান্সের

জার্মানির বিরুদ্ধে দেশঁ প্রথম থেকেই ছিলেন আক্রমণাত্মক ৷ দলও সাজিয়েছিলেন 4-3-3 ছকে ৷ অর্থাৎ সামনে তিন স্ট্রাইকার, এমবাপে, গ্রিজম্যান ও বেঞ্জিমা ৷ কিন্তু ম্যাচে ছক বদলে ডায়মন্ড সিস্টেমে গিয়ে হারমোনিয়ামের সুরের মতো ছন্দে প্রতিপক্ষকে বিব্রত করলেন ৷

9)অভিযোগ হতাশাজনক, অসত্য; রাজ্যপালকে টুইটে জবাব স্বরাষ্ট্র দফতরের

মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়ার জন্য অসন্তোষ প্রকাশ করা হয় রাজ্যের স্বরাষ্ট্র দফতরের তরফ থেকে ৷ একাধিক টুইটে রাজ্যপালের দেওয়া চিঠির সমালোচনা করা হয় ৷ রাজ্য জানায়, রাজ্য হতাশ এই বিষয়টি দেখে যে, এই চিঠির সঙ্গে সত্যের কোনও সম্পর্ক নেই ৷

10)ভ্যাকসিন নেওয়ার কারণে দেশে প্রথম মৃত্যুর খবর প্রকাশ কেন্দ্রের

জানুয়ারিতে ভারতে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু হয় ৷ ভ্য়াকসিন নেওয়ার পর অনেকের মধ্য়েই নানা রকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গিয়েছিল, এমনকি ভ্যাকসিনেশনের ফলেই মারাও গিয়েছেন, এমন দাবিও উঠেছিল ৷ এবার মোদি সরকার একটি রিপোর্টে জানাল যে, ভ্যাকসিন নেওয়ার ফলেই মৃত্যু হয়েছে একজনের ৷

1)মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্ররোচনা দিচ্ছেন প্রধান উপদেষ্টা ! পিকে-র বিরুদ্ধে 'ক্ষোভ'...

তিনি নাকি প্রশান্ত কিশোর ৷ পঞ্জাবের মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা ৷ কিন্তু তিনিই পঞ্জাবের বিভিন্ন নেতাকে ফোন করে অমরিন্দর সিংয়ের বিরোধিতা করতে উৎসাহ দিচ্ছেন ৷ এমনিতেই পঞ্জাবের রাজনীতির হাওয়া গরম ৷ তার মধ্য়ে প্রশান্ত কিশোরের নামে এমন ভুয়ো ফোনে পঞ্জাবের তাপমাত্রার পারদ চড়ছে বইকি ৷

2) Corona Update India : সামান্য বাড়ল সংক্রমণ, কমেছে মৃত্যুর সংখ্যা

স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 62 হাজার 224 জন ৷ সুস্থ হয়েছেন 1 লাখ 7 হাজার 628 জন এবং মৃত্যু হয়েছে 2 হাজার 542 জনের ৷

3) মহানগরে রাতভর বৃষ্টি, রাজ্যে সক্রিয় বর্ষা

কলকাতা ও তার আশেপাশের এলাকায় চলল রাতভর বৃষ্টি ৷ সকালে বৃষ্টি থামলেও কলকাতার আকাশ আপাতত মেঘলা ৷ সপ্তাহজুড়ে উত্তর ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল জানিয়েছে আবহাওয়া দফতর ৷

4)Ancient Idol : কুশমণ্ডিতে পুকুর কাটতে গিয়ে উদ্ধার প্রাচীন মূর্তি

দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডিতে পুকুর খুঁড়তে গিয়ে বেরিয়ে এল চারটি পাথরের প্রাচীন মূর্তি ৷ গ্রামবাসীরা মূর্তিগুলির পূজার্চনা শুরু করে দেয় ৷

5)WTC Final : ডিউক বলে কী করণীয়, রোহিতকে বোঝালেন সচিন

প্রায় এক দেড় বছর টেস্টে ওপেনিং করছেন রোহিত শর্মা ৷ তবে ইংল্যান্ডের মাটিতে কখনও টেস্ট খেলেননি রোহিত ৷ তাই ডিউক বলের বিরুদ্ধে রোহিতের কোনও অভিজ্ঞতা নেই ৷ সচিন মানেন ইংল্যান্ডের মাটিতে ওপেনিং করা সব সময় কঠিন ৷ তবে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে রোহিতের আক্রমণাত্মক মানসিকতা কাজে দেবে বলে মত তাঁর ৷

6)Covid Vaccine : 18 হলেই এবার কো-উইনে রেজিস্ট্রেশন ছাড়াই টিকা

18 বছর বয়স হলেই এবার থেকে আর কো-উইনে রেজিস্ট্রশেন (CoWIN) করতে লাগবে না ৷ সরাসরি টিকাকরণ কেন্দ্রে গেলই পাওয়া যাবে করোনার ভ্যাকসিন (Covid Vaccine) ৷

7)Sovan-Baishakhi : সোশ্যাল মিডিয়াতেও তাঁরা আর একা নন, বৈশাখীর সঙ্গে জুড়ল শোভনের নাম

মঙ্গলবার মধ্যরাত থেকে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের (Baishakhi Banerjee) ফেসবুক অ্যাকাউন্টে (Facebook) জুড়ে গেল শোভন চট্টোপাধ্যায়ের (Sovan Chatterjee) নাম ৷ নতুন নাম হল বৈশাখী শোভন বন্দ্যোপাধ্যায় (Baisakhi Sovan Banerjee) ৷ বৈশাখী জানান, শোভন চট্টোপাধ্যায়ের কোনও ফেসবুক অ্যাকাউন্ট নেই ৷ তাই সোশ্যাল মিডিয়ায় শোভন আপাতত তাঁর অ্যাকাউন্টের মাধ্যমেই উপস্থিত হবেন ৷

8)Euro 2020: দেঁশর দুরন্ত ট্যাকটিকে জার্মানিকে হারিয়ে ইউরো অভিযান শুরু ফ্রান্সের

জার্মানির বিরুদ্ধে দেশঁ প্রথম থেকেই ছিলেন আক্রমণাত্মক ৷ দলও সাজিয়েছিলেন 4-3-3 ছকে ৷ অর্থাৎ সামনে তিন স্ট্রাইকার, এমবাপে, গ্রিজম্যান ও বেঞ্জিমা ৷ কিন্তু ম্যাচে ছক বদলে ডায়মন্ড সিস্টেমে গিয়ে হারমোনিয়ামের সুরের মতো ছন্দে প্রতিপক্ষকে বিব্রত করলেন ৷

9)অভিযোগ হতাশাজনক, অসত্য; রাজ্যপালকে টুইটে জবাব স্বরাষ্ট্র দফতরের

মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়ার জন্য অসন্তোষ প্রকাশ করা হয় রাজ্যের স্বরাষ্ট্র দফতরের তরফ থেকে ৷ একাধিক টুইটে রাজ্যপালের দেওয়া চিঠির সমালোচনা করা হয় ৷ রাজ্য জানায়, রাজ্য হতাশ এই বিষয়টি দেখে যে, এই চিঠির সঙ্গে সত্যের কোনও সম্পর্ক নেই ৷

10)ভ্যাকসিন নেওয়ার কারণে দেশে প্রথম মৃত্যুর খবর প্রকাশ কেন্দ্রের

জানুয়ারিতে ভারতে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু হয় ৷ ভ্য়াকসিন নেওয়ার পর অনেকের মধ্য়েই নানা রকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গিয়েছিল, এমনকি ভ্যাকসিনেশনের ফলেই মারাও গিয়েছেন, এমন দাবিও উঠেছিল ৷ এবার মোদি সরকার একটি রিপোর্টে জানাল যে, ভ্যাকসিন নেওয়ার ফলেই মৃত্যু হয়েছে একজনের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.