কলকাতা, 17 জুলাই : মাত্র অল্প দিনেই কোরানো মুক্ত হলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রী। এমনকী মন্ত্রী ও তাঁর মেয়ে শ্রেয়া পাণ্ডের রিপোর্টও নেগেটিভ এসেছে বলেই জানা গিয়েছে। ফলে আতঙ্ক কাটল মন্ত্রী পরিবারের।
কয়েকদিন আগেই কোরোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন সাধন পাণ্ডের শ্যালক। এর পরই সামনে আসে সাধন পাণ্ডের স্ত্রী কোরোনা সংক্রমিত। পরীক্ষা হলে সেই রিপোর্ট পজ়িটিভ আসে। চরম আতঙ্কের মধ্যে পড়ে গোটা পাণ্ডে পরিবার। স্ত্রীকে নিয়ে হোম আইসোলেশনে থাকেন মন্ত্রী। গতকাল নিয়মমাফিক ভাবে কলকাতা পৌরসভার স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে স্ত্রী, মেয়ে ও মন্ত্রীর নমুনা পরীক্ষা হয়। সকলেরই নমুনা টেস্টের রিপোর্ট আসে নেগেটিভ।
প্রসঙ্গত, কোনও লক্ষণ না থাকা সত্ত্বেও সতর্কতা নিয়ে হোম কোয়ারানটাইনে ছিলেন সাধন পাণ্ডে ও তাঁর পরিবার। তবে, গতকাল সকলের লালারসের রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্তি ফিরল। জানা গেছে, রিপোর্ট নেগেটিভ আসলেও 14 দিন বাড়িতেই কোয়ারানটাইনে থাকবেন তাঁরা । মেনে চলবেন যাবতীয় কোভিড সতর্কতাও ।