কলকাতা, ৪ জানুয়ারি : বিসিসিআই-এর প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরবর্তী চিকিৎসার বিষয়ে আজ, সোমবার সকালে সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড । শেষ পাওয়া খবর অনুযায়ী , আগের তুলনায় এখন অনেকটাই ভালো আছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন এই অধিনায়ক। এদিকে, আগামীকাল সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখতে কলকাতায় আসবেন বিশিষ্ট চিকিৎসক দেবী শেটি।
গতকাল হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসকরা মতামত দিয়েছেন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরবর্তী চিকিৎসা হিসাবে বাইপাস সার্জারির প্রয়োজন নেই। তাঁর ব্লক হয়ে থাকা বাকি দুটি আর্টারিতে অ্যাঞ্জিওপ্লাস্টি করে স্টেন্ট বসানো হবে। কবে এই অ্যাঞ্জিওপ্লাস্টি করা হবে, সেই বিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। হাসপাতাল সূত্রে খবর, আজ সকালে বৈঠকে বসবেন চিকিৎসকদের ৯ সদস্যের একটি মেডিকেল বোর্ড। এই বৈঠকে স্বাভাবিকভাবেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থার বিষয়টি পর্যালোচনা করা হবে। তবে, তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি কবে হবে, সেই বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে এই বৈঠকে। এই বৈঠকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবারের সদস্যরাও উপস্থিত থাকবেন।
আরও পড়ুন:সৌরভকে ফোন প্রধানমন্ত্রীর, প্রয়োজনে দিল্লিতে চিকিৎসার প্রস্তাব
আগামীকাল সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখতে কলকাতা আসবেন বিশিষ্ট চিকিৎসক দেবী শেটি । হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের শরীরের বিভিন্ন প্যারামিটার নিয়ন্ত্রণে রয়েছে । গতকাল রাতে তিনি ভাত, ডাল, পোস্ত, সবজি খেয়েছেন।
শনিবার দুপুর থেকে দক্ষিণ কলকাতার আলিপুরে অবস্থিত বেসরকারি এই হাসপাতালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসা চলছে। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন এই অধিনায়কের হার্টের তিনটি আর্টারিতে ব্লক ধরা পড়েছে। শনিবার বিকালেই তাঁর একটি আর্টারিতে অ্যাঞ্জিওপ্লাস্টি করে স্টেন্ট বসানো হয়েছে।