কলকাতা, 26 অক্টোবর : ফেলে রাখা যাবে না বিপজ্জনক বাড়ি । শহরের বিপজ্জনক বাড়িগুলিকে সংস্কার করতে হবে । নাহলে ভেঙে ফেলতে হবে । গতকাল কলকাতা পৌরনিগমের অধিবেশনে এই প্রস্তাব পাশ হয় । এবার তা সরকারকে পাঠানো হবে কলকাতার পৌরনিগমের পক্ষ থেকে । বিধানসভায় এই বিল পাশ হলে আগামী দিনে তা চালু করা হবে ।
এ বিষয়ে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, বিপজ্জনক বাড়ি নিয়ে আগে কোনও কড়া আইন ছিল না । অধিবেশনে প্রস্তাব দেওয়া হয়, বিপজ্জনক বাড়ি সংস্কার কিংবা ভেঙে ফেলতে হবে ৷ না ফেললে ওই বাড়ি ভেঙে দুর্ঘটনা হলে 50 হাজার থেকে 1 লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হবে । কিংবা পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে ।
মেয়র বলেন, কলকাতা শহরে প্রায় বিপজ্জনক বাড়ি ভেঙে পড়ে মানুষের প্রাণহানি হচ্ছে । সেক্ষেত্রে পৌরনিগম আগেই বিপজ্জনক বাড়ি প্রসঙ্গে আইন এনেছে ৷ আইনে পরিষ্কার বলা আছে, মালিক অথবা মধ্যস্থতাকারী প্রোমোটার যদি বাড়ি না ভাঙে, বা সংস্কার না করে , কলকাতা পৌরনিগম সেই বাড়ির দখল নেবে । বাসিন্দাদের পুনর্বাসন দেবে কলকাতা পৌরনিগম । আগামী দিনে বিপজ্জনক বাড়িতে কোনও প্রাণহানির ঘটনা ঘটলে কলকাতা পৌরনিগয় হাত গুটিয়ে বসে থাকবে না বলে পরিষ্কার জানিয়েছেন মেয়র । এবং সেক্ষেত্রে বাড়ির মালিককে 50 হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে ৷ হতে পারে জেল ।
গতকাল NRC নিয়ে উত্তাল হয় অধিবেশন কক্ষ । BJPকাউন্সিলর বিজয় ওঝা অধিবেশন কক্ষে NRC-র সমর্থনে বক্তব্য রাখতে গেলে কংগ্রেস ও তৃণমূল কাউন্সিলররা যৌথ ভাবে এর বিরোধিতা করেন । মেয়র ফিরহাদ হাকিম বলেন, NRC প্রসঙ্গে কলকাতা পৌরনিগমের অধিবেশনে আলোচনা হবে না । অধিবেশনের শেষে মেয়র বলেন, BJP-র সর্বভারতীয় সভাপতি মানুষকে সান্ত্বনা দিয়ে রোজ রোজ NRC নিয়ে হুমকি দিচ্ছেন । NRC নিয়ে তিনি বলেন, বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তাই হবে । বাংলায় কোনওমতেই NRC হতে দেবেন না মুখ্যমন্ত্রী ।