ETV Bharat / city

বিপজ্জনক বাড়ি সংস্কার না করলে হতে পারে জেল

বিপজ্জনক বাড়ি সংস্কার কিংবা ভেঙে ফেলতে হবে ৷ না ফেললে ওই বাড়ি ভেঙে দুর্ঘটনা হলে 50 হাজার থেকে 1 লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হবে । কিংবা পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে ।

বিপজ্জনক বাড়ি
author img

By

Published : Oct 26, 2019, 7:56 AM IST

কলকাতা, 26 অক্টোবর : ফেলে রাখা যাবে না বিপজ্জনক বাড়ি । শহরের বিপজ্জনক বাড়িগুলিকে সংস্কার করতে হবে । নাহলে ভেঙে ফেলতে হবে । গতকাল কলকাতা পৌরনিগমের অধিবেশনে এই প্রস্তাব পাশ হয় । এবার তা সরকারকে পাঠানো হবে কলকাতার পৌরনিগমের পক্ষ থেকে । বিধানসভায় এই বিল পাশ হলে আগামী দিনে তা চালু করা হবে ।

এ বিষয়ে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, বিপজ্জনক বাড়ি নিয়ে আগে কোনও কড়া আইন ছিল না । অধিবেশনে প্রস্তাব দেওয়া হয়, বিপজ্জনক বাড়ি সংস্কার কিংবা ভেঙে ফেলতে হবে ৷ না ফেললে ওই বাড়ি ভেঙে দুর্ঘটনা হলে 50 হাজার থেকে 1 লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হবে । কিংবা পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে ।

মেয়র বলেন, কলকাতা শহরে প্রায় বিপজ্জনক বাড়ি ভেঙে পড়ে মানুষের প্রাণহানি হচ্ছে । সেক্ষেত্রে পৌরনিগম আগেই বিপজ্জনক বাড়ি প্রসঙ্গে আইন এনেছে ৷ আইনে পরিষ্কার বলা আছে, মালিক অথবা মধ্যস্থতাকারী প্রোমোটার যদি বাড়ি না ভাঙে, বা সংস্কার না করে , কলকাতা পৌরনিগম সেই বাড়ির দখল নেবে । বাসিন্দাদের পুনর্বাসন দেবে কলকাতা পৌরনিগম । আগামী দিনে বিপজ্জনক বাড়িতে কোনও প্রাণহানির ঘটনা ঘটলে কলকাতা পৌরনিগয় হাত গুটিয়ে বসে থাকবে না বলে পরিষ্কার জানিয়েছেন মেয়র । এবং সেক্ষেত্রে বাড়ির মালিককে 50 হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে ৷ হতে পারে জেল ।

dangerous house
বিপজ্জনক বাড়ি

গতকাল NRC নিয়ে উত্তাল হয় অধিবেশন কক্ষ । BJPকাউন্সিলর বিজয় ওঝা অধিবেশন কক্ষে NRC-র সমর্থনে বক্তব্য রাখতে গেলে কংগ্রেস ও তৃণমূল কাউন্সিলররা যৌথ ভাবে এর বিরোধিতা করেন । মেয়র ফিরহাদ হাকিম বলেন, NRC প্রসঙ্গে কলকাতা পৌরনিগমের অধিবেশনে আলোচনা হবে না । অধিবেশনের শেষে মেয়র বলেন, BJP-র সর্বভারতীয় সভাপতি মানুষকে সান্ত্বনা দিয়ে রোজ রোজ NRC নিয়ে হুমকি দিচ্ছেন । NRC নিয়ে তিনি বলেন, বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তাই হবে । বাংলায় কোনওমতেই NRC হতে দেবেন না মুখ্যমন্ত্রী ।

কলকাতা, 26 অক্টোবর : ফেলে রাখা যাবে না বিপজ্জনক বাড়ি । শহরের বিপজ্জনক বাড়িগুলিকে সংস্কার করতে হবে । নাহলে ভেঙে ফেলতে হবে । গতকাল কলকাতা পৌরনিগমের অধিবেশনে এই প্রস্তাব পাশ হয় । এবার তা সরকারকে পাঠানো হবে কলকাতার পৌরনিগমের পক্ষ থেকে । বিধানসভায় এই বিল পাশ হলে আগামী দিনে তা চালু করা হবে ।

এ বিষয়ে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, বিপজ্জনক বাড়ি নিয়ে আগে কোনও কড়া আইন ছিল না । অধিবেশনে প্রস্তাব দেওয়া হয়, বিপজ্জনক বাড়ি সংস্কার কিংবা ভেঙে ফেলতে হবে ৷ না ফেললে ওই বাড়ি ভেঙে দুর্ঘটনা হলে 50 হাজার থেকে 1 লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হবে । কিংবা পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে ।

মেয়র বলেন, কলকাতা শহরে প্রায় বিপজ্জনক বাড়ি ভেঙে পড়ে মানুষের প্রাণহানি হচ্ছে । সেক্ষেত্রে পৌরনিগম আগেই বিপজ্জনক বাড়ি প্রসঙ্গে আইন এনেছে ৷ আইনে পরিষ্কার বলা আছে, মালিক অথবা মধ্যস্থতাকারী প্রোমোটার যদি বাড়ি না ভাঙে, বা সংস্কার না করে , কলকাতা পৌরনিগম সেই বাড়ির দখল নেবে । বাসিন্দাদের পুনর্বাসন দেবে কলকাতা পৌরনিগম । আগামী দিনে বিপজ্জনক বাড়িতে কোনও প্রাণহানির ঘটনা ঘটলে কলকাতা পৌরনিগয় হাত গুটিয়ে বসে থাকবে না বলে পরিষ্কার জানিয়েছেন মেয়র । এবং সেক্ষেত্রে বাড়ির মালিককে 50 হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে ৷ হতে পারে জেল ।

dangerous house
বিপজ্জনক বাড়ি

গতকাল NRC নিয়ে উত্তাল হয় অধিবেশন কক্ষ । BJPকাউন্সিলর বিজয় ওঝা অধিবেশন কক্ষে NRC-র সমর্থনে বক্তব্য রাখতে গেলে কংগ্রেস ও তৃণমূল কাউন্সিলররা যৌথ ভাবে এর বিরোধিতা করেন । মেয়র ফিরহাদ হাকিম বলেন, NRC প্রসঙ্গে কলকাতা পৌরনিগমের অধিবেশনে আলোচনা হবে না । অধিবেশনের শেষে মেয়র বলেন, BJP-র সর্বভারতীয় সভাপতি মানুষকে সান্ত্বনা দিয়ে রোজ রোজ NRC নিয়ে হুমকি দিচ্ছেন । NRC নিয়ে তিনি বলেন, বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তাই হবে । বাংলায় কোনওমতেই NRC হতে দেবেন না মুখ্যমন্ত্রী ।

Intro:রাখা যাবেনা শহরে বিপদজনক বাড়ি। আজ পুর অধিবেশনে এই প্রস্তাব রাখলেন মেয়র ফিরহাদ হাকিম। শহরের বিপদজনক বাড়ি গুলিকে সংস্কার করতে হবে। নাহলে বিপদজনক বাড়িগুলোকে ভেঙে ফেলতে হবে। আজ পুর অধিবেশনে এমনই প্রস্তাব পাস করা হয়। এই প্রস্তাব সরকারকে পাঠানো হবে কলকাতার পুরনিগমের পক্ষ থেকে। বিধানসভায় এই বিল পাস হলে আগামী দিনে তা চালু করা হবে। মেয়র এ বিষয়ে মেয়র জানিয়েছেন বিপদজনক বাড়ি নিয়ে আগে কোন কড়া আইন ছিল না। পুরো অধিবেশনে প্রস্তাব করেন বিপদজনক বাড়ি সংস্কার ভেঙে না ফেললে 50 হাজার থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। অনাদায়ী ক্ষেত্রে পাঁচ বছরের পর্যন্ত করা হবে।


Body:মেয়র জানিয়েছেন কলকাতা শহরে প্রায় বিপদজনক বাড়ি ভেঙে পড়ে মানুষের প্রাণহানি হচ্ছে। সেক্ষেত্রে পুরনিগম আগেই বিপদজনক বাড়ি প্রসঙ্গে আইন এনেছে আইনে পরিষ্কার বলা আছে 142 বাড়ির মালিক অথবা মধ্যস্থতাকারী প্রোমোটার যদি ভেঙে না দেয় বা বাড়ি সংস্কার না করে ততদিন পর্যন্ত কলকাতা পুরনিগম সেই বাড়ির দখল নেবে। বাসিন্দাদের পুনর্বাসন দেবের কলকাতা পুরনিগম। এ ক্ষেত্রে কড়া পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পুরনিগমের শুক্রবার মাসিক অধিবেশনে এ বিষয়ে বিল পাস হয়েছে ।আগামী দিনে বিপদজনক বাড়িতে কোন প্রাণহানীর ঘটনা ঘটলেও কলকাতা পুরনিগয় হাত গুটিয়ে বসে থাকবে না পরিষ্কার জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। এবং সেক্ষেত্রে বাড়ির মালিককে আহতদের জন্য 50 হাজার টাকা এবং প্রাণহানীর ঘটনা ঘটলেও এক লক্ষ টাকা জরিমানা করা হতে পারে হতে পারে জেল।


Conclusion:আজ পুর অধিবেশনে এনআরসি নিয়ে উত্তাল হয় অধিবেশন কক্ষ। বিজেপি কাউন্সিলর বিজয় ওঝা অধিবেশন কক্ষে এ নার্সিং সমর্থনে বক্তব্য রাখতে গেলে কংগ্রেস ও তৃণমূল কাউন্সিলর যৌথ ভাবে এর বিরোধিতা করেন। মেয়র ফিরহাদ হাকিম বলেন এনআরসি প্রসঙ্গে কলকাতা পৌরনিগমের অধিবেশনে আলোচনা হবে না। অধিবেশনের শেষে ফিরাদ হাকিম বলেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক মানুষকে সান্ত্বনা দিয়ে রোজ রোজ এনআরসি নিয়ে হুমকি দিচ্ছেন। এনআরসি নিয়ে তিনি বলেন বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তাই হবে। বাংলায় কোনমতেই এনআরসি হতে দেবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.