ETV Bharat / city

Saugata Roy: চাকরি উৎসবের থেকে জরুরি নয় ! সৌগতর মন্তব্যে নতুন বিতর্ক - দিলীপ ঘোষ

"চাকরি উৎসবের থেকে জরুরি নয় !" শারদীয়ার রেশ কাটতে না কাটতে এই মন্তব্য করে বসলেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy Lands in New Controversy) ৷ স্বভাবতই শাসক দলের সাংসদ এই মন্তব্য করায় বিতর্ক দানা বেঁধেছে ৷

TMC MP Saugata Roy Comment on Job Sparks New Controversy
Saugata Roy: চাকরি উৎসবের থেকে জরুরি নয় ! সৌগতর মন্তব্যে নতুন বিতর্ক
author img

By

Published : Oct 10, 2022, 1:09 PM IST

কলকাতা, 10 অক্টোবর: "চাকরি উৎসবের থেকে জরুরি নয় !" শারদীয়ার আবহে এই মন্তব্য করেছেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy) ৷ খুব স্বাভাবিকভাবেই এ নিয়ে নতুন করে বিতর্ক (Saugata Roy Lands in New Controversy) শুরু হয়েছে ৷ প্রশ্ন উঠছে পোড় খাওয়া রাজনীতিকের মানবিকতা নিয়েও ৷

চাকরির দাবিতে একদল মানুষ দেড় বছরেরও বেশি সময় ধরে রাস্তায় বসে ধর্না দিয়ে চলেছেন ৷ রোদ, জল মাথায় করে আন্দোলনে (SSC Recruitment Agitation) সামিল হয়েছেন তাঁরা ৷ আন্দোলনকারীদের অভিযোগ, যোগ্যতা থাকা সত্ত্বেও ন্যায্য নিয়োগ থেকে তাঁদের বঞ্চিত করা হয়েছে ৷ বদলে মোটা ঘুষের বিনিময়ে চাকরি পেয়েছেন অযোগ্যরা ৷ এখনও পর্যন্ত আদালতে এই সংক্রান্ত যতগুলি মামলা হয়েছে, তাতেও রাজ্য সরকার তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যাকফুটে রয়েছে ৷ এমন প্রেক্ষাপটে সৌগতর মন্তব্য রাজ্যের শাসক শিবিরের পক্ষে যথেষ্ট অস্বস্তিকর বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন বলেই চাকরিপ্রার্থীদের তুলে দেওয়া হচ্ছে ! মমতাকে 'রুদ্র-বাণ'

ঠিক কী বলেছেন সৌগত ? তাঁর কথায়, "চাকরি উৎসবের চেয়ে জরুরি নয় ! উৎসবের সঙ্গেও লক্ষ লক্ষ মানুষ যুক্ত থাকেন ৷ কয়েকজন লোক রাস্তায় বসে আছেন, আন্দোলন করছেন ৷ সে তাঁদের দাবি আছে, তাঁরা করতেই পারেন ৷ কিন্তু সেটা এত লোকের উৎসবকে 'ডেসট্র্যাক্ট' করবে, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হবে, এটা হতে পারে না ৷"

আর এখানেই সৌগতর মানসিকতা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা ৷ বিজেপি-এর জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) এই প্রসঙ্গে রাজ্য সরকারের সমালোচনা করে বলেন, "এই সরকার খেলা, মেলা, লীলা ছাড়া কিছু করতে পারে না ৷ দুঃখ, কষ্ট ভুলে থাকুন ৷ খান-দান, মৌজ-মস্তি করুন ৷ সরকারি টাকায় উৎসব করে লোককে মাতিয়ে রাখা, এটাই এই সরকারের পলিসি ৷"

প্রসঙ্গত, দুর্গাপুজোর সময়েও ধর্নাস্থল পরিত্যাগ করেননি এসএসসি চাকরিপ্রার্থীরা ৷ কিন্তু, গত শনিবার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল চলাকালীন তাঁদের সেখানে বসতে দেওয়া হয়নি ৷ এমনকী, আন্দোলনস্থলটিও সাদা কাপড়ে আড়াল করে দেওয়া হয় ৷ যদিও এভাবে ন্যায্য দাবিতে চলতে থাকা আন্দোলন দমানো যাবে না বলেই তোপ দেগেছেন বিরোধীরা ৷ কিন্তু, এই প্রেক্ষাপটে সৌগত রায়ের মতো প্রবীণ রাজনীতিক ও জনপ্রতিনিধির মুখে ন্যায্য চাকরির অধিকার নিয়ে এমন মন্তব্য স্বাভাবিকভাবেই বহু মানুষের মধ্যে অসন্তোষ তৈরি করেছে ৷ রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ অন্তত তেমনটাই মনে করছেন ৷

কলকাতা, 10 অক্টোবর: "চাকরি উৎসবের থেকে জরুরি নয় !" শারদীয়ার আবহে এই মন্তব্য করেছেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy) ৷ খুব স্বাভাবিকভাবেই এ নিয়ে নতুন করে বিতর্ক (Saugata Roy Lands in New Controversy) শুরু হয়েছে ৷ প্রশ্ন উঠছে পোড় খাওয়া রাজনীতিকের মানবিকতা নিয়েও ৷

চাকরির দাবিতে একদল মানুষ দেড় বছরেরও বেশি সময় ধরে রাস্তায় বসে ধর্না দিয়ে চলেছেন ৷ রোদ, জল মাথায় করে আন্দোলনে (SSC Recruitment Agitation) সামিল হয়েছেন তাঁরা ৷ আন্দোলনকারীদের অভিযোগ, যোগ্যতা থাকা সত্ত্বেও ন্যায্য নিয়োগ থেকে তাঁদের বঞ্চিত করা হয়েছে ৷ বদলে মোটা ঘুষের বিনিময়ে চাকরি পেয়েছেন অযোগ্যরা ৷ এখনও পর্যন্ত আদালতে এই সংক্রান্ত যতগুলি মামলা হয়েছে, তাতেও রাজ্য সরকার তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যাকফুটে রয়েছে ৷ এমন প্রেক্ষাপটে সৌগতর মন্তব্য রাজ্যের শাসক শিবিরের পক্ষে যথেষ্ট অস্বস্তিকর বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন বলেই চাকরিপ্রার্থীদের তুলে দেওয়া হচ্ছে ! মমতাকে 'রুদ্র-বাণ'

ঠিক কী বলেছেন সৌগত ? তাঁর কথায়, "চাকরি উৎসবের চেয়ে জরুরি নয় ! উৎসবের সঙ্গেও লক্ষ লক্ষ মানুষ যুক্ত থাকেন ৷ কয়েকজন লোক রাস্তায় বসে আছেন, আন্দোলন করছেন ৷ সে তাঁদের দাবি আছে, তাঁরা করতেই পারেন ৷ কিন্তু সেটা এত লোকের উৎসবকে 'ডেসট্র্যাক্ট' করবে, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হবে, এটা হতে পারে না ৷"

আর এখানেই সৌগতর মানসিকতা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা ৷ বিজেপি-এর জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) এই প্রসঙ্গে রাজ্য সরকারের সমালোচনা করে বলেন, "এই সরকার খেলা, মেলা, লীলা ছাড়া কিছু করতে পারে না ৷ দুঃখ, কষ্ট ভুলে থাকুন ৷ খান-দান, মৌজ-মস্তি করুন ৷ সরকারি টাকায় উৎসব করে লোককে মাতিয়ে রাখা, এটাই এই সরকারের পলিসি ৷"

প্রসঙ্গত, দুর্গাপুজোর সময়েও ধর্নাস্থল পরিত্যাগ করেননি এসএসসি চাকরিপ্রার্থীরা ৷ কিন্তু, গত শনিবার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল চলাকালীন তাঁদের সেখানে বসতে দেওয়া হয়নি ৷ এমনকী, আন্দোলনস্থলটিও সাদা কাপড়ে আড়াল করে দেওয়া হয় ৷ যদিও এভাবে ন্যায্য দাবিতে চলতে থাকা আন্দোলন দমানো যাবে না বলেই তোপ দেগেছেন বিরোধীরা ৷ কিন্তু, এই প্রেক্ষাপটে সৌগত রায়ের মতো প্রবীণ রাজনীতিক ও জনপ্রতিনিধির মুখে ন্যায্য চাকরির অধিকার নিয়ে এমন মন্তব্য স্বাভাবিকভাবেই বহু মানুষের মধ্যে অসন্তোষ তৈরি করেছে ৷ রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ অন্তত তেমনটাই মনে করছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.