ETV Bharat / city

আটকে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ, বিধানসভায় সরকারকে অস্বস্তিতে ফেললেন সোনালি

অঙ্গনওয়াড়ির কর্মী নিয়োগ নিয়ে সরকারের অস্বস্তি বাড়ালেন তৃণমূল বিধায়ক সোনালি গুহ । অভিযোগ করেন, পরীক্ষা হয়ে যাওয়ার পরেও 3 বছর ধরে আটকে রয়েছে নিয়োগ ।

সোনালি গুহ
author img

By

Published : Sep 2, 2019, 10:50 PM IST

কলকাতা, 2 সেপ্টেম্বর : অঙ্গনওয়াড়ির কর্মী নিয়োগ নিয়ে সরকারের অস্বস্তি বাড়ালেন তৃণমূল বিধায়ক সোনালি গুহ । আজ বিধানসভায় অভিযোগ করেন, পরীক্ষা হয়ে যাওয়ার পরেও 3 বছর ধরে আটকে রয়েছে নিয়োগ । পরীক্ষার্থীরা তাঁর বাড়িতে এসে ভিড় করছেন ।‌ তাঁর অভিযোগের উত্তরে রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজার জবাব, "নিয়োগ প্রক্রিয়া চলছে ।"

দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর 2 এবং বজবজ 2 কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কেন্দ্র নিয়ে আজ বিধানসভায় অভিযোগ করেন সোনালি । এর উত্তরে শশী পাঁজা বলেন, "দু'টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কমিটির চেয়ারম্যান আপনি । নিয়োগ প্রক্রিয়া চলছে । কারও লিখিত পরীক্ষা হয়েছে । কারও মৌখিক পরীক্ষা বাকি । নিয়োগ প্রক্রিয়া থেমে নেই ।"

মালদায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ নিয়ে বে-নিয়মের অভিযোগ তোলেন কংগ্রেস বিধায়ক সাবিনা ইয়াসমিন । তাঁর অভিযোগ, "মালদাজুড়ে একটা সরকারি সিলমোহর দেওয়া চিঠি মারফত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী হিসেবে চাকরি দেওয়ার কথা বলা হচ্ছে ‌। তার বদলে 3 থেকে 4 লাখ টাকা নেওয়া হচ্ছে । কিন্তু সেটা ভুয়ো ৷" উত্তরে শশী পাঁজা বলেন, "এ রকম কোনও দুর্নীতি হয়ে থাকলে সরকার কঠোর ব্যবস্থা নেবে । তবে মালদায় কর্মী নিয়োগ আইনি জটিলতায় আটকে । ফলে এ রকম চিঠি কেউ দিয়ে থাকলে সেটা ভুয়ো ।" বিলি করা চিঠিতে অ্যাসিসটেন্ট সেক্রেটারির যে স্বাক্ষর রয়েছে সেটি ঠিক নয় । কারণ, এরকম কোনও দপ্তর নেই । সাবিনা ইয়াসমিনের থেকে চিঠি পেয়ে দপ্তরের সেক্রেটারিকে মালদার DM-এর সঙ্গে কথা বলে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী ৷

কলকাতা, 2 সেপ্টেম্বর : অঙ্গনওয়াড়ির কর্মী নিয়োগ নিয়ে সরকারের অস্বস্তি বাড়ালেন তৃণমূল বিধায়ক সোনালি গুহ । আজ বিধানসভায় অভিযোগ করেন, পরীক্ষা হয়ে যাওয়ার পরেও 3 বছর ধরে আটকে রয়েছে নিয়োগ । পরীক্ষার্থীরা তাঁর বাড়িতে এসে ভিড় করছেন ।‌ তাঁর অভিযোগের উত্তরে রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজার জবাব, "নিয়োগ প্রক্রিয়া চলছে ।"

দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর 2 এবং বজবজ 2 কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কেন্দ্র নিয়ে আজ বিধানসভায় অভিযোগ করেন সোনালি । এর উত্তরে শশী পাঁজা বলেন, "দু'টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কমিটির চেয়ারম্যান আপনি । নিয়োগ প্রক্রিয়া চলছে । কারও লিখিত পরীক্ষা হয়েছে । কারও মৌখিক পরীক্ষা বাকি । নিয়োগ প্রক্রিয়া থেমে নেই ।"

মালদায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ নিয়ে বে-নিয়মের অভিযোগ তোলেন কংগ্রেস বিধায়ক সাবিনা ইয়াসমিন । তাঁর অভিযোগ, "মালদাজুড়ে একটা সরকারি সিলমোহর দেওয়া চিঠি মারফত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী হিসেবে চাকরি দেওয়ার কথা বলা হচ্ছে ‌। তার বদলে 3 থেকে 4 লাখ টাকা নেওয়া হচ্ছে । কিন্তু সেটা ভুয়ো ৷" উত্তরে শশী পাঁজা বলেন, "এ রকম কোনও দুর্নীতি হয়ে থাকলে সরকার কঠোর ব্যবস্থা নেবে । তবে মালদায় কর্মী নিয়োগ আইনি জটিলতায় আটকে । ফলে এ রকম চিঠি কেউ দিয়ে থাকলে সেটা ভুয়ো ।" বিলি করা চিঠিতে অ্যাসিসটেন্ট সেক্রেটারির যে স্বাক্ষর রয়েছে সেটি ঠিক নয় । কারণ, এরকম কোনও দপ্তর নেই । সাবিনা ইয়াসমিনের থেকে চিঠি পেয়ে দপ্তরের সেক্রেটারিকে মালদার DM-এর সঙ্গে কথা বলে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী ৷

Intro:
'আটকে রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ'

বিধানসভায় রাজ্য সরকারের অস্বস্তি বাড়ালেন তৃণমূল বিধায়ক


কলকাতা, ২ সেপ্টেম্বর: অঙ্গনওয়াড়ির কর্মী নিয়োগ নিয়ে সরকারের অস্বস্তি বাড়ালেন তৃণমূল বিধায়ক সোনালী গুহ । আজ বিধানসভায় তিনি অভিযোগ করেন, পরীক্ষা হয়ে যাওয়ার পরেও ৩ বছর যাবত আটকে রয়েছে কর্মী নিয়োগ। নড়ছে না ফাইল । পরীক্ষার্থীরা আমার বাড়িতে এসে ভিড় করছে ।‌ সোনালী গুহর অভিযোগের উত্তরে রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা জবাব দেন, নিয়োগ প্রক্রিয়া চলছে। Body:

দক্ষিণ ২৪ পরগনা জেলার বিষ্ণুপুর ২ এবং বজবজ ২ কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কেন্দ্র নিয়ে আজ বিধানসভায় অভিযোগ তোলেন বিধায়ক সোনালী গুহ। এর উত্তরে রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা বলেন , 'ওই দুই কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কমিটির চেয়ারম্যান আপনি। নিয়োগ প্রক্রিয়া চলছে। কারও লিখিত পরীক্ষা হয়েছে। কারও মৌখিক পরীক্ষা বাকি রয়েছে। নিয়োগ প্রক্রিয়া থেমে নেই।' মালদায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ নিয়ে বেনিয়মের অভিযোগ তোলেন কংগ্রেস বিধায়ক সাবিনা ইয়াসমিন। তার অভিযোগ, 'মালদা জুড়ে একটা সরকারি সিলমোহর দেওয়া চিঠি মারফত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী হিসেবে চাকরি দেওয়ার কথা বলা হচ্ছে ‌। তার বদলে ৩ থেকে ৪ লক্ষ টাকা নেওয়া হচ্ছে। কিন্তু সেটা ভুঁয়ো।'
এর উত্তরে শশী পাঁজা বলেন, 'এরকম কোনও দুর্নীতি হয়ে থাকলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। মালদার অঙ্গনওয়াড়িতে কর্মী নিয়োগ আইনি জটিলতায় আটকে। ফলে, এরকম চিঠি কেউ দিয়ে থাকলে সেটা ভুয়ো।' বিলি করা চিঠিতে এসিস্ট্যান্ট সেক্রেটারির যে সাক্ষর রয়েছে তা সঠিক নয়। কারণ এরকম কোনও দপ্তর নেই। সাবিনা ইয়াসমিনের থেকে চিঠি পেয়ে দপ্তরের সেক্রেটারিকে মালদার ডিএম'এর সঙ্গে কথা বলে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন শশী পাঁজা। Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.