কলকাতা, 2 সেপ্টেম্বর : অঙ্গনওয়াড়ির কর্মী নিয়োগ নিয়ে সরকারের অস্বস্তি বাড়ালেন তৃণমূল বিধায়ক সোনালি গুহ । আজ বিধানসভায় অভিযোগ করেন, পরীক্ষা হয়ে যাওয়ার পরেও 3 বছর ধরে আটকে রয়েছে নিয়োগ । পরীক্ষার্থীরা তাঁর বাড়িতে এসে ভিড় করছেন । তাঁর অভিযোগের উত্তরে রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজার জবাব, "নিয়োগ প্রক্রিয়া চলছে ।"
দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর 2 এবং বজবজ 2 কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কেন্দ্র নিয়ে আজ বিধানসভায় অভিযোগ করেন সোনালি । এর উত্তরে শশী পাঁজা বলেন, "দু'টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কমিটির চেয়ারম্যান আপনি । নিয়োগ প্রক্রিয়া চলছে । কারও লিখিত পরীক্ষা হয়েছে । কারও মৌখিক পরীক্ষা বাকি । নিয়োগ প্রক্রিয়া থেমে নেই ।"
মালদায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ নিয়ে বে-নিয়মের অভিযোগ তোলেন কংগ্রেস বিধায়ক সাবিনা ইয়াসমিন । তাঁর অভিযোগ, "মালদাজুড়ে একটা সরকারি সিলমোহর দেওয়া চিঠি মারফত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী হিসেবে চাকরি দেওয়ার কথা বলা হচ্ছে । তার বদলে 3 থেকে 4 লাখ টাকা নেওয়া হচ্ছে । কিন্তু সেটা ভুয়ো ৷" উত্তরে শশী পাঁজা বলেন, "এ রকম কোনও দুর্নীতি হয়ে থাকলে সরকার কঠোর ব্যবস্থা নেবে । তবে মালদায় কর্মী নিয়োগ আইনি জটিলতায় আটকে । ফলে এ রকম চিঠি কেউ দিয়ে থাকলে সেটা ভুয়ো ।" বিলি করা চিঠিতে অ্যাসিসটেন্ট সেক্রেটারির যে স্বাক্ষর রয়েছে সেটি ঠিক নয় । কারণ, এরকম কোনও দপ্তর নেই । সাবিনা ইয়াসমিনের থেকে চিঠি পেয়ে দপ্তরের সেক্রেটারিকে মালদার DM-এর সঙ্গে কথা বলে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী ৷