ETV Bharat / city

ভারতী ঘোষের প্রার্থীপদ বাতিলের দাবি নিয়ে কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল

আজ কেশপুরে দলীয় কর্মীদের সাথে বৈঠকে গিয়ে তৃণমূল কর্মীদের কুৎসিত ভাষায় হুমকি দিয়েছেন ভারতী ঘোষ । এই অভিযোগে নির্বাচন কমিশনে যেতে চলেছে তৃণমূল ।

author img

By

Published : May 4, 2019, 10:22 PM IST

Updated : May 4, 2019, 11:19 PM IST

ফাইল ফোটো

কলকাতা, 4 মে : ভারতী ঘোষের প্রার্থীপদ বাতিলের দাবি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল । তৃণমূল কর্মীদের কুৎসিত ভাষায় হুমকি দিয়েছেন ভারতী ঘোষ । এই অভিযোগে তৃণমূল কমিশনে যেতে চলেছে । ভারতীর এই মন্তব্য ইশুতে ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলা প্রসাশনের কাছ থেকে রিপোর্ট তলব করেছে কমিশন ।

আজ কেশপুরে দলীয় কর্মীদের সাথে বৈঠকে গিয়ে দুই তৃণমূল নেতাকে বাড়ি থেকে বের করে "কুকুরের মতো" মারার হুঁশিয়ারি দেন ঘাটাল লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী ভারতী ঘোষ । তার আগে দলের কর্মীরা তাঁর কাছে অভিযোগ জানান, এলাকায় পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই । তা শুনে ভারতী বলেন , "নিজেরা করে খাচ্ছে । ভোট করতে দেবে না ! ভয় দেখাচ্ছে ।" তারপর হুঁশিয়ারি দিয়ে বলেন , "ভয় দেখাক না ! বাড়ি থেকে টেনে টেনে বের করে কুকুরের মতো মারব । বলছি তো ।" এই ইশুতেই তাঁর প্রার্থীপদ বাতিলের দাবি নিয়ে কমিশনে যেতে চলেছে তৃণমূল ।

অন্যদিকে, ভারতীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আপনি প্রার্থী হয়েছেন ঠিকা আছে কিন্তু এমন কিছু কথা বলবেন না যে সীমা লঙ্ঘন করে।"

কলকাতা, 4 মে : ভারতী ঘোষের প্রার্থীপদ বাতিলের দাবি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল । তৃণমূল কর্মীদের কুৎসিত ভাষায় হুমকি দিয়েছেন ভারতী ঘোষ । এই অভিযোগে তৃণমূল কমিশনে যেতে চলেছে । ভারতীর এই মন্তব্য ইশুতে ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলা প্রসাশনের কাছ থেকে রিপোর্ট তলব করেছে কমিশন ।

আজ কেশপুরে দলীয় কর্মীদের সাথে বৈঠকে গিয়ে দুই তৃণমূল নেতাকে বাড়ি থেকে বের করে "কুকুরের মতো" মারার হুঁশিয়ারি দেন ঘাটাল লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী ভারতী ঘোষ । তার আগে দলের কর্মীরা তাঁর কাছে অভিযোগ জানান, এলাকায় পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই । তা শুনে ভারতী বলেন , "নিজেরা করে খাচ্ছে । ভোট করতে দেবে না ! ভয় দেখাচ্ছে ।" তারপর হুঁশিয়ারি দিয়ে বলেন , "ভয় দেখাক না ! বাড়ি থেকে টেনে টেনে বের করে কুকুরের মতো মারব । বলছি তো ।" এই ইশুতেই তাঁর প্রার্থীপদ বাতিলের দাবি নিয়ে কমিশনে যেতে চলেছে তৃণমূল ।

অন্যদিকে, ভারতীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আপনি প্রার্থী হয়েছেন ঠিকা আছে কিন্তু এমন কিছু কথা বলবেন না যে সীমা লঙ্ঘন করে।"

Intro:কলকাতা, ৪ মে : ভারতী ঘোষের প্রার্থী পদ বাতিলের দাবি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে তৃণমূল। কেশপুরে তৃণমূল কর্মীদের কুৎসিত ভাষায় হুমকি দিয়েছেন বলে ভারতী ঘোষের বিরুদ্ধে অভিযোগ। ভারতীর হুমকির যাবতীয় তথ্য নিয়েই নির্বাচন কমিশনে যাবে তৃণমূল।Body:বিজেপি প্রার্থী ভারতী ঘোষের হুমকি দেওয়া নিয়ে বেজায় চটেছে তৃণমূল। রাজ্যের শাসক দলের কর্মীদের উদ্দেশ্যে ভারতী হুমকির সুরে বলেন, 'করে খাচ্ছে আর ভয় দেখাচ্ছে, ভোট দিতে দেবে না ! ঘর থেকে টেনে বের করে কুকুরের মতো মারবো। কেউ কিছু করতে পারবে না। উত্তর প্রদেশ থেকে হাজার লোক ঢোকাব।' ভারতীর হুমকি দেওয়া নিয়ে নির্বাচনী সভা থেকেই কড়া প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল কংগ্রেস তো করিব মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ভারতীর উদ্দেশ্যে বলেন, 'আপনি প্রার্থী হয়েছেন ঠিক আছে কিন্তু এমন কিছু কথা বলবেন না যে সীমা লংঘন করে।' তবে ভারতীকে ছেড়ে কথা বলতে নারাজ তৃণমূল। ভারতীর হুমকির যাবতীয় তথ্য নিয়ে নির্বাচন কমিশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। তাঁর প্রার্থীপদ বাতিলের দাবি জানাবে তৃণমূল নেতৃত্ব। অন্যদিকে জানা গেছে, ভারতীর হুমকির বিষয়ে নজর রয়েছে নির্বাচন কমিশনের। গোটা বিষয়টি নিয়ে তথ্য সংগ্রহ করতে পারে কমিশন।Conclusion:
Last Updated : May 4, 2019, 11:19 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.