ETV Bharat / city

Kunal Slams Dhankhar : রাজ্যপাল বিজেপির এজেন্ট, আক্রমণ কুণালের

বৃহস্পতিবার সকালে বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Bengal Governor Jagdeep Dhankhar) ৷ তারপর তৃণমূলের কুণাল ঘোষ পালটা রাজ্যপালকে বিজেপির এজেন্ট বলে কটাক্ষ করলেন (TMC Leader Kunal Ghosh calls Dhankhar as BJP Agent) ৷

tmc-leader-kunal-ghosh-calls-dhankhar-as-bjp-agent
Kunal Slams Dhankhar : রাজ্যপাল বিজেপির এজেন্ট, আক্রমণ কুণালের
author img

By

Published : Apr 14, 2022, 8:37 PM IST

কলকাতা, 14 এপ্রিল : ফের তৃণমূল কংগ্রেসের নিশানায় পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় (Bengal Governor Jagdeep Dhankhar) ৷ এবার তাঁকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ৷ বৃহস্পতিবার তিনি অভিযোগ করেন যে রাজ্যপাল বিজেপির এজেন্ট (TMC Leader Kunal Ghosh calls Dhankhar as BJP Agent) ৷

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালেই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) সরকারকে একহাত নিয়েছিলেন রাজ্যপাল ধনকড় ৷ বাবাসাহেব আম্বেদকরের জন্মজয়ন্তীর অনুষ্ঠানের পর বিধানসভা চত্বরে দাঁড়িয়েই প্রশ্ন তুলেছিলেন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ৷

রাজ্যপালের সেই সমালোচনারই জবাব দিলেন কুণাল ঘোষ৷ বললেন, ‘‘তিনি বিজেপির এজেন্ট হয়ে গিয়েছেন ৷ বিজেপির লোকের মতো তিনিও বাংলার উন্নয়ন দেখতে পান না ৷ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তিনি বাংলাকে কালিমালিপ্ত করছেন ৷‘‘

নিজের বক্তব্যের স্বপক্ষে যুক্তি দিতে গিয়ে কুণাল ঘোষ বাংলার সম্পর্কে একাধিক ইতিবাচক উদাহরণ তুলে ধরেন ৷ বাংলার সরকার অতীতে কী কী পুরস্কার জিতেছে, সেটাও জানান তিনি ৷

আরও পড়ুন : Dhankhar Slams Mamata Govt : গণতন্ত্রের গ্যাস চেম্বারে পরিণত হয়েছে রাজ্য, বিমানকে পাশে নিয়ে মন্তব্য ধনকড়ের

কলকাতা, 14 এপ্রিল : ফের তৃণমূল কংগ্রেসের নিশানায় পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় (Bengal Governor Jagdeep Dhankhar) ৷ এবার তাঁকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ৷ বৃহস্পতিবার তিনি অভিযোগ করেন যে রাজ্যপাল বিজেপির এজেন্ট (TMC Leader Kunal Ghosh calls Dhankhar as BJP Agent) ৷

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালেই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) সরকারকে একহাত নিয়েছিলেন রাজ্যপাল ধনকড় ৷ বাবাসাহেব আম্বেদকরের জন্মজয়ন্তীর অনুষ্ঠানের পর বিধানসভা চত্বরে দাঁড়িয়েই প্রশ্ন তুলেছিলেন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ৷

রাজ্যপালের সেই সমালোচনারই জবাব দিলেন কুণাল ঘোষ৷ বললেন, ‘‘তিনি বিজেপির এজেন্ট হয়ে গিয়েছেন ৷ বিজেপির লোকের মতো তিনিও বাংলার উন্নয়ন দেখতে পান না ৷ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তিনি বাংলাকে কালিমালিপ্ত করছেন ৷‘‘

নিজের বক্তব্যের স্বপক্ষে যুক্তি দিতে গিয়ে কুণাল ঘোষ বাংলার সম্পর্কে একাধিক ইতিবাচক উদাহরণ তুলে ধরেন ৷ বাংলার সরকার অতীতে কী কী পুরস্কার জিতেছে, সেটাও জানান তিনি ৷

আরও পড়ুন : Dhankhar Slams Mamata Govt : গণতন্ত্রের গ্যাস চেম্বারে পরিণত হয়েছে রাজ্য, বিমানকে পাশে নিয়ে মন্তব্য ধনকড়ের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.