কলকাতা, 8 অগাস্ট : রাজ্য ও জেলা স্তরের পর এবার ব্লক স্তরেও রদবদল ঘটাতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । অর্থাৎ, এবার ব্লক সভাপতি এবং টাউন সভাপতি ঠিক করবেন তিনি। সূত্রের খবর, গোটা অগাস্ট মাস জুড়েই এই রদবদলের কর্মসূচিতে ব্যস্ত থাকবেন দলনেত্রী ।
2021 সালের বিধানসভা ভোটকে সামনে রেখে দলের খোলনলচে পালটে ফেলতে তৎপর তৃণমূল সুপ্রিমো । দলের সর্বস্তরে শুদ্ধিকরণের দাওয়ায় দিচ্ছেন তিনি । কিছুদিন আগেই দলের রাজ্য ও জেলাস্তরে ব্যাপক রদবদল ঘটিয়েছিলেন । এবারে হাত দিচ্ছেন ব্লক স্তরেও । ইতিমধ্যেই তৃণমূল ভবন থেকে জেলাগুলির কাছে নির্দেশ পৌঁছেছে ব্লক স্তরে কমিটি গঠন নিয়ে । শীর্ষ নেতৃত্বের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেক জেলার সভাপতি, চেয়ারম্যান ও কো-অর্ডিনেটর মিলিতভাবে ব্লক সভাপতি ও টাউন সভাপতির নাম ঠিক করবেন । এই নাম 21 জনের রাজ্য সমন্বয় কমিটি এবং দলনেত্রীর কাছে পাঠাবেন তাঁরা । দলনেত্রী এই নামগুলি খতিয়ে দেখে তারপরে সিলমোহর দেবেন । জানা গেছে, যদি ভাবমূর্তি খারাপ থাকে তবে ওই নাম ফেরত পাঠিয়ে পরিবর্তিত নাম চাইবেন তিনি ।
আরও পড়ুন : পাখির চোখ 2021, বড়সড় রদবদল তৃণমূলে
প্রসঙ্গত, দলের অন্দরে একদিকে গোষ্ঠী কোন্দল, অন্যদিকে রেশন দুর্নীতি, আমফানে ত্রাণবিলিতে দুর্নীতির অভিযোগ । এই বিষয়গুলি নিয়ে দলের একশ্রেণির নেতা - কর্মীদের ওপর চরম ক্ষুব্ধ তৃণমূল সুপ্রিমো । 2021 সালের বিধানসভা ভোটের আগে দলের ভাবমূর্তি ফেরাতে নিজেই রাশ ধরলেন তিনি । নিলেন শুদ্ধিকরণের পথ । দলের দুর্নীতিপরায়ণ নেতা-কর্মীদের পদ থেকে সরিয়ে স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন মানুষদের গুরুত্ব বাড়াচ্ছেন তৃণমূল নেত্রী । কিছুদিন আগে রাজ্য ও জেলা স্তরে রদবদলের ক্ষেত্রেও একই পন্থা নিয়েছেন তিনি । এবারে ব্লক স্তরে রদবদলেও স্বচ্ছতা আনতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।