ETV Bharat / city

TMC Guideline: পুজোয় নিবিড় জনসংযোগে জোর শাসকদলের, উৎসব মিটলেই শুরু রাজ্য নেতাদের জেলা সফর

author img

By

Published : Sep 18, 2022, 5:45 PM IST

দুর্গা পুজোয় (Durga Puja 2022) দলীয় কর্মীদের নিবিড় জনসংযোগ (Public Relations) রক্ষার নির্দেশ দিল শাসকদল (TMC Guideline)৷ উৎসব মিটলেই জেলা সফরে যাওয়া শুরু করবেন রাজ্য স্তরের নেতারা ৷

TMC emphasises on public relations in Durga puja followed by State leaders' visit to districts
পুজোয় নিবিড় জনসংযোগে জোর শাসকদলের, উৎসব মিটলেই শুরু রাজ্য নেতাদের জেলা সফর

কলকাতা, 18 সেপ্টেম্বর: পুজোর (Durga Puja 2022) দিনগুলোতে জনসংযোগে (Public Relations) শান তৃণমূল কংগ্রেসের । দলীয় নেতাদের মানুষের কাছাকাছি থাকতে নির্দেশ দেওয়া হল । সাম্প্রতিক অতীতে পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায় জড়িয়ে যাওয়ার পর থেকেই শাসকদলের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে । এর উপর যুক্ত হয়েছে কেষ্টর গরু কেলেঙ্কারিতে গ্রেফতার হওয়া । তাই এ বার বাঙালির সবচেয়ে বড় উৎসবের আগে সামান্য হলেও ব্যাকফুটে রাজ্যের শাসক দল । আর এই অবস্থায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন দলের কর্মী ও নেতারা মানুষের কাছাকাছি থাকুন ।

সামনের সপ্তাহ থেকে কমবেশি উৎসব শুরু হয়ে যাবে বাংলায় (TMC Guideline)৷ এই অবস্থায় দলের তরফ থেকে প্রত্যেক জেলার সাংসদ, মন্ত্রী, বিধায়কদের নির্দেশ দেওয়া হয়েছে উৎসবের দিনগুলোতে পুজো মণ্ডপে মানুষের সমাগমের মধ্যেই থাকতে । দেখে নেওয়া যাক কী কী নির্দেশ দিল তৃণমূল । শাসকদলের তরফ থেকে প্রত্যেক জেলায় বিধায়ক, মন্ত্রী ও সাংসদদের নির্দেশ দেওয়া হয়েছে পুজোর দিনগুলিতে নিজের নির্বাচনী ক্ষেত্রে থাকুন । যাতে অন্য রাজনৈতিক দল উৎসবের দিনগুলিতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সেদিকে নজর রাখুন । প্রয়োজনে পুজো মণ্ডপের কাছে সরকারের বিভিন্ন কর্মসূচি এবং উন্নয়নের ফিরিস্তি নিয়ে প্রচার করুন । যতটা সময় পাবেন জনপ্রতিনিধিরা যেন মানুষের সঙ্গে কথা বলেন, তাঁদের সঙ্গে মতবিনিময় করেন, প্রয়োজনে পুজোর প্যান্ডেলে গিয়ে বসতে পর্যন্ত বলা হয়েছে তৃণমূলের নেতা ও মন্ত্রীদের । মোটের উপর পুজোর দিনগুলোতে মানুষের মেজাজ বুঝতে তাঁদের সঙ্গে নিবিড় জনসংযোগের নির্দেশ দেওয়া হয়েছে ।

আরও পড়ুন: মদন মিত্র মাতাল ! শুভেন্দু সংক্রান্ত মন্তব্যের জেরে তোপ বিজেপি নেতার

এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের এক শীর্ষ নেতৃত্ব জানিয়েছেন, "এমনিতে আমরা 12 মাস মানুষের পাশে থাকি । সুখে দুঃখে তাঁদের ইস্যু নিয়ে সরব হই । তাই এই জনসংযোগের নির্দেশ নতুন কিছু নয় ৷ প্রত্যেক বছরের মতো করেই এ বছরও সেই নির্দেশ দেওয়া হয়েছে । অনেকেই আবার বলছেন, পঞ্চায়েতের প্রস্তুতি হিসাবে নাকি এই জনসংযোগ । তবে শাসক দলের প্রতিনিধি হিসেবে এটুকু বলতে পারি, শেষ মুহূর্তে পঞ্চায়েতের প্রস্তুতি নেওয়ার মতো দল তৃণমূল কংগ্রেস নয় । সারা বছর ধরে যে কাজ হয়েছে তার উপর ভিত্তি করেই নির্বাচনে যাব আমরা । এই ভোটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে গত বিধানসভা নির্বাচনের পরের দিন থেকেই ।"

এ দিকে দলীয় সূত্রে খবর, দুর্গাপুজোর পর থেকেই নিয়ম মেনে ভোট যুদ্ধে (Panchayat Elections) অবতীর্ণ হবে রাজ্যের শাসক দল । এ বার কিন্তু এই পঞ্চায়েতের লড়াইকে 24-এর সেমিফাইনাল হিসেবে দেখছে ঘাসফুল শিবির । আর তাই অক্টোবরের শেষ থেকেই জেলা ধরে ধরে সফর করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই । একা অভিষেক বন্দ্যোপাধ্যায় নন, অন্য ছোট, বড়, মেজো নেতারাও যাবেন সফরে ৷ ইতিমধ্যেই তার রোস্টার তৈরি করে ফেলেছে তৃণমূল ভবন । মোটের উপর পুজোয় রাজনৈতিক কর্মসূচি না থাকলেও জনসংযোগ চালিয়ে যেতে বলা হয়েছে ৷ আর পুজোর পরেই পূর্ণশক্তি নিয়ে ভোট যুদ্ধের জন্য ঝাঁপাবে রাজ্যের শাসক দল ।

কলকাতা, 18 সেপ্টেম্বর: পুজোর (Durga Puja 2022) দিনগুলোতে জনসংযোগে (Public Relations) শান তৃণমূল কংগ্রেসের । দলীয় নেতাদের মানুষের কাছাকাছি থাকতে নির্দেশ দেওয়া হল । সাম্প্রতিক অতীতে পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায় জড়িয়ে যাওয়ার পর থেকেই শাসকদলের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে । এর উপর যুক্ত হয়েছে কেষ্টর গরু কেলেঙ্কারিতে গ্রেফতার হওয়া । তাই এ বার বাঙালির সবচেয়ে বড় উৎসবের আগে সামান্য হলেও ব্যাকফুটে রাজ্যের শাসক দল । আর এই অবস্থায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন দলের কর্মী ও নেতারা মানুষের কাছাকাছি থাকুন ।

সামনের সপ্তাহ থেকে কমবেশি উৎসব শুরু হয়ে যাবে বাংলায় (TMC Guideline)৷ এই অবস্থায় দলের তরফ থেকে প্রত্যেক জেলার সাংসদ, মন্ত্রী, বিধায়কদের নির্দেশ দেওয়া হয়েছে উৎসবের দিনগুলোতে পুজো মণ্ডপে মানুষের সমাগমের মধ্যেই থাকতে । দেখে নেওয়া যাক কী কী নির্দেশ দিল তৃণমূল । শাসকদলের তরফ থেকে প্রত্যেক জেলায় বিধায়ক, মন্ত্রী ও সাংসদদের নির্দেশ দেওয়া হয়েছে পুজোর দিনগুলিতে নিজের নির্বাচনী ক্ষেত্রে থাকুন । যাতে অন্য রাজনৈতিক দল উৎসবের দিনগুলিতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সেদিকে নজর রাখুন । প্রয়োজনে পুজো মণ্ডপের কাছে সরকারের বিভিন্ন কর্মসূচি এবং উন্নয়নের ফিরিস্তি নিয়ে প্রচার করুন । যতটা সময় পাবেন জনপ্রতিনিধিরা যেন মানুষের সঙ্গে কথা বলেন, তাঁদের সঙ্গে মতবিনিময় করেন, প্রয়োজনে পুজোর প্যান্ডেলে গিয়ে বসতে পর্যন্ত বলা হয়েছে তৃণমূলের নেতা ও মন্ত্রীদের । মোটের উপর পুজোর দিনগুলোতে মানুষের মেজাজ বুঝতে তাঁদের সঙ্গে নিবিড় জনসংযোগের নির্দেশ দেওয়া হয়েছে ।

আরও পড়ুন: মদন মিত্র মাতাল ! শুভেন্দু সংক্রান্ত মন্তব্যের জেরে তোপ বিজেপি নেতার

এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের এক শীর্ষ নেতৃত্ব জানিয়েছেন, "এমনিতে আমরা 12 মাস মানুষের পাশে থাকি । সুখে দুঃখে তাঁদের ইস্যু নিয়ে সরব হই । তাই এই জনসংযোগের নির্দেশ নতুন কিছু নয় ৷ প্রত্যেক বছরের মতো করেই এ বছরও সেই নির্দেশ দেওয়া হয়েছে । অনেকেই আবার বলছেন, পঞ্চায়েতের প্রস্তুতি হিসাবে নাকি এই জনসংযোগ । তবে শাসক দলের প্রতিনিধি হিসেবে এটুকু বলতে পারি, শেষ মুহূর্তে পঞ্চায়েতের প্রস্তুতি নেওয়ার মতো দল তৃণমূল কংগ্রেস নয় । সারা বছর ধরে যে কাজ হয়েছে তার উপর ভিত্তি করেই নির্বাচনে যাব আমরা । এই ভোটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে গত বিধানসভা নির্বাচনের পরের দিন থেকেই ।"

এ দিকে দলীয় সূত্রে খবর, দুর্গাপুজোর পর থেকেই নিয়ম মেনে ভোট যুদ্ধে (Panchayat Elections) অবতীর্ণ হবে রাজ্যের শাসক দল । এ বার কিন্তু এই পঞ্চায়েতের লড়াইকে 24-এর সেমিফাইনাল হিসেবে দেখছে ঘাসফুল শিবির । আর তাই অক্টোবরের শেষ থেকেই জেলা ধরে ধরে সফর করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই । একা অভিষেক বন্দ্যোপাধ্যায় নন, অন্য ছোট, বড়, মেজো নেতারাও যাবেন সফরে ৷ ইতিমধ্যেই তার রোস্টার তৈরি করে ফেলেছে তৃণমূল ভবন । মোটের উপর পুজোয় রাজনৈতিক কর্মসূচি না থাকলেও জনসংযোগ চালিয়ে যেতে বলা হয়েছে ৷ আর পুজোর পরেই পূর্ণশক্তি নিয়ে ভোট যুদ্ধের জন্য ঝাঁপাবে রাজ্যের শাসক দল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.