ETV Bharat / city

TMC Guideline: পুজোয় নিবিড় জনসংযোগে জোর শাসকদলের, উৎসব মিটলেই শুরু রাজ্য নেতাদের জেলা সফর - Panchayat Elections

দুর্গা পুজোয় (Durga Puja 2022) দলীয় কর্মীদের নিবিড় জনসংযোগ (Public Relations) রক্ষার নির্দেশ দিল শাসকদল (TMC Guideline)৷ উৎসব মিটলেই জেলা সফরে যাওয়া শুরু করবেন রাজ্য স্তরের নেতারা ৷

TMC emphasises on public relations in Durga puja followed by State leaders' visit to districts
পুজোয় নিবিড় জনসংযোগে জোর শাসকদলের, উৎসব মিটলেই শুরু রাজ্য নেতাদের জেলা সফর
author img

By

Published : Sep 18, 2022, 5:45 PM IST

কলকাতা, 18 সেপ্টেম্বর: পুজোর (Durga Puja 2022) দিনগুলোতে জনসংযোগে (Public Relations) শান তৃণমূল কংগ্রেসের । দলীয় নেতাদের মানুষের কাছাকাছি থাকতে নির্দেশ দেওয়া হল । সাম্প্রতিক অতীতে পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায় জড়িয়ে যাওয়ার পর থেকেই শাসকদলের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে । এর উপর যুক্ত হয়েছে কেষ্টর গরু কেলেঙ্কারিতে গ্রেফতার হওয়া । তাই এ বার বাঙালির সবচেয়ে বড় উৎসবের আগে সামান্য হলেও ব্যাকফুটে রাজ্যের শাসক দল । আর এই অবস্থায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন দলের কর্মী ও নেতারা মানুষের কাছাকাছি থাকুন ।

সামনের সপ্তাহ থেকে কমবেশি উৎসব শুরু হয়ে যাবে বাংলায় (TMC Guideline)৷ এই অবস্থায় দলের তরফ থেকে প্রত্যেক জেলার সাংসদ, মন্ত্রী, বিধায়কদের নির্দেশ দেওয়া হয়েছে উৎসবের দিনগুলোতে পুজো মণ্ডপে মানুষের সমাগমের মধ্যেই থাকতে । দেখে নেওয়া যাক কী কী নির্দেশ দিল তৃণমূল । শাসকদলের তরফ থেকে প্রত্যেক জেলায় বিধায়ক, মন্ত্রী ও সাংসদদের নির্দেশ দেওয়া হয়েছে পুজোর দিনগুলিতে নিজের নির্বাচনী ক্ষেত্রে থাকুন । যাতে অন্য রাজনৈতিক দল উৎসবের দিনগুলিতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সেদিকে নজর রাখুন । প্রয়োজনে পুজো মণ্ডপের কাছে সরকারের বিভিন্ন কর্মসূচি এবং উন্নয়নের ফিরিস্তি নিয়ে প্রচার করুন । যতটা সময় পাবেন জনপ্রতিনিধিরা যেন মানুষের সঙ্গে কথা বলেন, তাঁদের সঙ্গে মতবিনিময় করেন, প্রয়োজনে পুজোর প্যান্ডেলে গিয়ে বসতে পর্যন্ত বলা হয়েছে তৃণমূলের নেতা ও মন্ত্রীদের । মোটের উপর পুজোর দিনগুলোতে মানুষের মেজাজ বুঝতে তাঁদের সঙ্গে নিবিড় জনসংযোগের নির্দেশ দেওয়া হয়েছে ।

আরও পড়ুন: মদন মিত্র মাতাল ! শুভেন্দু সংক্রান্ত মন্তব্যের জেরে তোপ বিজেপি নেতার

এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের এক শীর্ষ নেতৃত্ব জানিয়েছেন, "এমনিতে আমরা 12 মাস মানুষের পাশে থাকি । সুখে দুঃখে তাঁদের ইস্যু নিয়ে সরব হই । তাই এই জনসংযোগের নির্দেশ নতুন কিছু নয় ৷ প্রত্যেক বছরের মতো করেই এ বছরও সেই নির্দেশ দেওয়া হয়েছে । অনেকেই আবার বলছেন, পঞ্চায়েতের প্রস্তুতি হিসাবে নাকি এই জনসংযোগ । তবে শাসক দলের প্রতিনিধি হিসেবে এটুকু বলতে পারি, শেষ মুহূর্তে পঞ্চায়েতের প্রস্তুতি নেওয়ার মতো দল তৃণমূল কংগ্রেস নয় । সারা বছর ধরে যে কাজ হয়েছে তার উপর ভিত্তি করেই নির্বাচনে যাব আমরা । এই ভোটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে গত বিধানসভা নির্বাচনের পরের দিন থেকেই ।"

এ দিকে দলীয় সূত্রে খবর, দুর্গাপুজোর পর থেকেই নিয়ম মেনে ভোট যুদ্ধে (Panchayat Elections) অবতীর্ণ হবে রাজ্যের শাসক দল । এ বার কিন্তু এই পঞ্চায়েতের লড়াইকে 24-এর সেমিফাইনাল হিসেবে দেখছে ঘাসফুল শিবির । আর তাই অক্টোবরের শেষ থেকেই জেলা ধরে ধরে সফর করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই । একা অভিষেক বন্দ্যোপাধ্যায় নন, অন্য ছোট, বড়, মেজো নেতারাও যাবেন সফরে ৷ ইতিমধ্যেই তার রোস্টার তৈরি করে ফেলেছে তৃণমূল ভবন । মোটের উপর পুজোয় রাজনৈতিক কর্মসূচি না থাকলেও জনসংযোগ চালিয়ে যেতে বলা হয়েছে ৷ আর পুজোর পরেই পূর্ণশক্তি নিয়ে ভোট যুদ্ধের জন্য ঝাঁপাবে রাজ্যের শাসক দল ।

কলকাতা, 18 সেপ্টেম্বর: পুজোর (Durga Puja 2022) দিনগুলোতে জনসংযোগে (Public Relations) শান তৃণমূল কংগ্রেসের । দলীয় নেতাদের মানুষের কাছাকাছি থাকতে নির্দেশ দেওয়া হল । সাম্প্রতিক অতীতে পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায় জড়িয়ে যাওয়ার পর থেকেই শাসকদলের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে । এর উপর যুক্ত হয়েছে কেষ্টর গরু কেলেঙ্কারিতে গ্রেফতার হওয়া । তাই এ বার বাঙালির সবচেয়ে বড় উৎসবের আগে সামান্য হলেও ব্যাকফুটে রাজ্যের শাসক দল । আর এই অবস্থায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন দলের কর্মী ও নেতারা মানুষের কাছাকাছি থাকুন ।

সামনের সপ্তাহ থেকে কমবেশি উৎসব শুরু হয়ে যাবে বাংলায় (TMC Guideline)৷ এই অবস্থায় দলের তরফ থেকে প্রত্যেক জেলার সাংসদ, মন্ত্রী, বিধায়কদের নির্দেশ দেওয়া হয়েছে উৎসবের দিনগুলোতে পুজো মণ্ডপে মানুষের সমাগমের মধ্যেই থাকতে । দেখে নেওয়া যাক কী কী নির্দেশ দিল তৃণমূল । শাসকদলের তরফ থেকে প্রত্যেক জেলায় বিধায়ক, মন্ত্রী ও সাংসদদের নির্দেশ দেওয়া হয়েছে পুজোর দিনগুলিতে নিজের নির্বাচনী ক্ষেত্রে থাকুন । যাতে অন্য রাজনৈতিক দল উৎসবের দিনগুলিতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সেদিকে নজর রাখুন । প্রয়োজনে পুজো মণ্ডপের কাছে সরকারের বিভিন্ন কর্মসূচি এবং উন্নয়নের ফিরিস্তি নিয়ে প্রচার করুন । যতটা সময় পাবেন জনপ্রতিনিধিরা যেন মানুষের সঙ্গে কথা বলেন, তাঁদের সঙ্গে মতবিনিময় করেন, প্রয়োজনে পুজোর প্যান্ডেলে গিয়ে বসতে পর্যন্ত বলা হয়েছে তৃণমূলের নেতা ও মন্ত্রীদের । মোটের উপর পুজোর দিনগুলোতে মানুষের মেজাজ বুঝতে তাঁদের সঙ্গে নিবিড় জনসংযোগের নির্দেশ দেওয়া হয়েছে ।

আরও পড়ুন: মদন মিত্র মাতাল ! শুভেন্দু সংক্রান্ত মন্তব্যের জেরে তোপ বিজেপি নেতার

এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের এক শীর্ষ নেতৃত্ব জানিয়েছেন, "এমনিতে আমরা 12 মাস মানুষের পাশে থাকি । সুখে দুঃখে তাঁদের ইস্যু নিয়ে সরব হই । তাই এই জনসংযোগের নির্দেশ নতুন কিছু নয় ৷ প্রত্যেক বছরের মতো করেই এ বছরও সেই নির্দেশ দেওয়া হয়েছে । অনেকেই আবার বলছেন, পঞ্চায়েতের প্রস্তুতি হিসাবে নাকি এই জনসংযোগ । তবে শাসক দলের প্রতিনিধি হিসেবে এটুকু বলতে পারি, শেষ মুহূর্তে পঞ্চায়েতের প্রস্তুতি নেওয়ার মতো দল তৃণমূল কংগ্রেস নয় । সারা বছর ধরে যে কাজ হয়েছে তার উপর ভিত্তি করেই নির্বাচনে যাব আমরা । এই ভোটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে গত বিধানসভা নির্বাচনের পরের দিন থেকেই ।"

এ দিকে দলীয় সূত্রে খবর, দুর্গাপুজোর পর থেকেই নিয়ম মেনে ভোট যুদ্ধে (Panchayat Elections) অবতীর্ণ হবে রাজ্যের শাসক দল । এ বার কিন্তু এই পঞ্চায়েতের লড়াইকে 24-এর সেমিফাইনাল হিসেবে দেখছে ঘাসফুল শিবির । আর তাই অক্টোবরের শেষ থেকেই জেলা ধরে ধরে সফর করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই । একা অভিষেক বন্দ্যোপাধ্যায় নন, অন্য ছোট, বড়, মেজো নেতারাও যাবেন সফরে ৷ ইতিমধ্যেই তার রোস্টার তৈরি করে ফেলেছে তৃণমূল ভবন । মোটের উপর পুজোয় রাজনৈতিক কর্মসূচি না থাকলেও জনসংযোগ চালিয়ে যেতে বলা হয়েছে ৷ আর পুজোর পরেই পূর্ণশক্তি নিয়ে ভোট যুদ্ধের জন্য ঝাঁপাবে রাজ্যের শাসক দল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.