কলকাতা, 5 জুলাই: মা কালীকে নিয়ে দলীয় সাংসদ মহুয়া মৈত্রের বক্তব্যের সঙ্গে একমত নয় তৃণমূল কংগ্রেস । মঙ্গলবার এক বিবৃতি জারি করে একথা স্পষ্টভাবে জানিয়ে দিল রাজ্যের শাসক দল । বিবৃতিতে বলা হয়েছে, "এক্ষেত্রে তৃণমূল সংসদ যা বলেছেন, তা তাঁর ব্যক্তিগত মত । তৃণমূল কংগ্রেস এই ধরণের বক্তব্যকে সমর্থন করে না । যে কোনও ধর্ম সম্পর্কে এমন কোনও বক্তব্য যা ধর্মীয় ভাবাবেগে আঘাত করে তা তৃণমূল সমর্থন করে না । বরং তৃণমূল কংগ্রেস সব ধর্মকে সমানভাবে সম্মান দেওয়ার পক্ষে । এই ধরনের যেকোনও বক্তব্যের কড়া নিন্দা করছে তৃণমূল ।"
উল্লেখ্য, সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের এক অনুষ্ঠানে সম্প্রতি যোগ দিয়েছিলেন মহুয়া মৈত্র । সেখানেই তাঁকে 'কালী' তথ্যচিত্রর পোস্টার নিয়ে শুরু হওয়া বিতর্কে মন্তব্য করতে বলা হয় (comments of TMC MP Mahua Moitra on goddess Kali) । জবাবে মহুয়া বলেন, "আমার কাছে মা কালী এমন একজন দেবী যিনি মাংস ও মদ খান । আপনার স্বাধীনতা রয়েছে নিজের মতো করে আপনার ঈশ্বরকে কল্পনা করার । কয়েকটি স্থানে তো দেবতাদের উদ্দেশে হুইস্কি উত্সর্গ করা হয় ।"
-
The comments made by @MahuaMoitra at the #IndiaTodayConclaveEast2022 and her views expressed on Goddess Kali have been made in her personal capacity and are NOT ENDORSED BY THE PARTY in ANY MANNER OR FORM.
— All India Trinamool Congress (@AITCofficial) July 5, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
All India Trinamool Congress strongly condemns such comments.
">The comments made by @MahuaMoitra at the #IndiaTodayConclaveEast2022 and her views expressed on Goddess Kali have been made in her personal capacity and are NOT ENDORSED BY THE PARTY in ANY MANNER OR FORM.
— All India Trinamool Congress (@AITCofficial) July 5, 2022
All India Trinamool Congress strongly condemns such comments.The comments made by @MahuaMoitra at the #IndiaTodayConclaveEast2022 and her views expressed on Goddess Kali have been made in her personal capacity and are NOT ENDORSED BY THE PARTY in ANY MANNER OR FORM.
— All India Trinamool Congress (@AITCofficial) July 5, 2022
All India Trinamool Congress strongly condemns such comments.
তৃণমূল সংসদের এই বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই এই নিয়ে শুরু হয় বিতর্ক । রাজ্যের শাসকদল অবশ্যই এই নিয়ে প্রতিক্রিয়া জানাতে দেরি করেনি । প্রসঙ্গত দু'দিন আগেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তিনি সব ধর্মকে নিয়ে চলার পক্ষে । তাঁর কাছে সব ধর্মই সমান । তিনি এও বলেন, আগুন নিয়ে যাঁরা খেলছেন কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না । দলনেত্রীর এই বক্তব্যে সমর্থন জানিয়ে এদিন সাংবাদিক সম্মেলন করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এবং মন্ত্রী শশী পাঁজা ।
-
To all you sanghis- lying will NOT make you better hindus.
— Mahua Moitra (@MahuaMoitra) July 5, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
I NEVER backed any film or poster or mentioned the word smoking.
Suggest you visit my Maa Kali in Tarapith to see what food & drink is offered as bhog.
Joy Ma Tara
">To all you sanghis- lying will NOT make you better hindus.
— Mahua Moitra (@MahuaMoitra) July 5, 2022
I NEVER backed any film or poster or mentioned the word smoking.
Suggest you visit my Maa Kali in Tarapith to see what food & drink is offered as bhog.
Joy Ma TaraTo all you sanghis- lying will NOT make you better hindus.
— Mahua Moitra (@MahuaMoitra) July 5, 2022
I NEVER backed any film or poster or mentioned the word smoking.
Suggest you visit my Maa Kali in Tarapith to see what food & drink is offered as bhog.
Joy Ma Tara
আরও পড়ুন : উদয়পুর ও জম্মুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি তৃণমূলের
তবে মহুয়ার এই মন্তব্যকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করার সুযোগ ছাড়েনি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন এক সাংবাদিক বৈঠক করে বলেন, "দেবী কালী নিয়ে এমন মন্তব্যের পর রাজ্য তথা দেশের নানা প্রান্তে এফআইআর হচ্ছে বলে শুনেছি । নূপুর শর্মাকে গ্রেফতার করার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে । আমরা দেখতে চাই, তাঁর দলের সাংসদের নিন্দনীয় মন্তব্যের পর তিনি কী ব্যবস্থা নেন ।"
যদিও এই বিতর্কের প্রেক্ষিতে মঙ্গলবার নিজের অবস্থান স্পষ্ট করেছেন মহুয়া ৷ তিনি জানিয়েছেন, মিথ্যা কথা বলা হচ্ছে ৷ তিনি এই ধরনের কোনও ছবি বা পোস্টারকে সমর্থন করেননি ৷ সমালোচকদের তিনি তারাপীঠে যাওয়ার পরামর্শ দিয়েছেন ভোগে মা কালীকে কী নিবেদন করা হয় তা দেখার জন্য ৷"