ETV Bharat / city

"সাহস থাকলে সঙ্গে থাকুন, না হলে লুটেরাদের কাছে যান"

"সাহস থাকলে আমার কাছে থাকুন। না হলে লুটেরাদের কাছে চলে যান।" আজ দল বিরোধীদের এই কড়া বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এছাড়া আগামী 6 ডিসেম্বর থেকে রাজ্যজুড়ে বঙ্গধ্বনি পদযাত্রা করার নির্দেশ দেন তিনি ৷ মোট 15 দিনে 294 টি বিধানসভা কেন্দ্রে এই পদযাত্রা হবে ৷ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে 8 , 9 ও 10 ডিসেম্বর কলকাতার গান্ধিমূর্তির পাদদেশে অবস্থান করার কথাও বলেন তিনি ৷

mamata bandyopadhyay
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Dec 4, 2020, 8:54 PM IST

কলকাতা, ৪ ডিসেম্বর : নাম না করে শুভেন্দু অধিকারীকে কি হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ? আজ কালীঘাটের বাড়ি থেকে ভার্চুয়াল বৈঠকে নেত্রীর স্পষ্ট বার্তা , "সাহস থাকলে আমার কাছে থাকুন। না হলে লুটেরাদের কাছে চলে যান।" এমনকী কাঁথি, রামনগর সহ আশপাশের এলাকায় দলে থেকে যাঁরা দলের বিরোধিতা করেছেন তাঁদের সরিয়ে দেওয়ার নির্দেশ দেন। শুভেন্দু অধিকারীর বাবা তথা পূর্ব মেদিনীপুর জেলার সভাপতি শিশির অধিকারীকে এই নির্দেশ দেন তিনি।

বঙ্গধ্বনি ব্যানারকে সামনে রেখে রবিবার থেকে পথে নামছে তৃণমূল কংগ্রেস। 15 দিনে 294টি বিধানসভা কেন্দ্রে বঙ্গধ্বনি পদযাত্রা হবে। দলীয় বিধায়ক ও নেতারা সামিল হবেন বঙ্গধ্বনি পদযাত্রায়। আজ দলীয় নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে নির্দেশ দিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । দলের বেসুরো গাওয়া নেতাদের প্রতি কিছুটা নরম মনোভাব নিয়ে চলছিলেন তিনি । তাঁদের মান ভাঙাতে উদ্যোগী হয়েছিল দল। কিন্তু শুভেন্দু অধ্যায় ক্লোজ়ড হতেই বাকি নেতা কর্মীদের প্রতি এবারে রাফ এন্ড টাফ মনোভাব নিলেন তৃণমূল নেত্রী। আজ কালীঘাটের বাড়ি থেকে ভার্চুয়াল বৈঠক করে সকলকে সমঝে দিলেন। কার্যত দল বিরোধীদের চরম বার্তা দিলেন মমতা । দলীয় বৈঠক থেকে নাম না করে শুভেন্দু অধিকারীর অনুগামী সহ দল বিরোধীদের উদ্দেশে তিনি সাফ জানিয়ে দিলেন, "যাঁদের সাহস আছে আমাদের সঙ্গে থাকুন। না হলে লুটেরাদের কাছে চলে দেন। দল থেকে অন্য দলের সঙ্গে যাঁরা যোগাযোগ রাখছেন সব খবর থাকে আমার কাছে। এজেন্সি দিয়ে ভয় দেখানো হচ্ছে। যাঁরা ভয় পাবেন তাঁদের দলে থাকার প্রয়োজন নেই। "

আরও পড়ুন :সিঙ্গুর আন্দোলনের স্মৃতি উসকে কৃষকদের পাশে থাকার বার্তা মমতার

কাঁথি, রামনগর সহ আশপাশের এলাকায় দলে থেকে যাঁরা বিরোধিতা করেছেন তাঁদের সরিয়ে দেওয়ার নির্দেশ দেন। শুভেন্দু অধিকারীর বাবা তথা পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল সভাপতি শিশির অধিকারীকে নির্দেশ দেন তিনি। শুভেন্দু অধিকারীর নাম না করে তিনি বার্তা দেন, "আমার একজন চলে যাবে, এক লাখ সম্পাদ থাকবে। নেতা কর্মী বানিয়ে নেব।" অন্যদিকে, 21- এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য জুড়ে জনসংযোগ কর্মসূচি নেওয়ার নির্দেশ দেন দলনেত্রী। নয়া বঙ্গধ্বনি ব্যানারে এই কর্মসূচি করার কথা বলেন। রবিবার থেকে দলের নেতা কর্মীদের তিনি এজন্য ঝাঁপিয়ে পড়তে পরামর্শ দেন। আগামী 6 ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে বঙ্গধ্বনি পদযাত্রা করার নির্দেশ দেন মমতা। 8 , 9 ও 10 ডিসেম্বর কলকাতার গান্ধিমূর্তির পাদদেশে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অবস্থান করার কথাও বলেন তিনি ।

কলকাতা, ৪ ডিসেম্বর : নাম না করে শুভেন্দু অধিকারীকে কি হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ? আজ কালীঘাটের বাড়ি থেকে ভার্চুয়াল বৈঠকে নেত্রীর স্পষ্ট বার্তা , "সাহস থাকলে আমার কাছে থাকুন। না হলে লুটেরাদের কাছে চলে যান।" এমনকী কাঁথি, রামনগর সহ আশপাশের এলাকায় দলে থেকে যাঁরা দলের বিরোধিতা করেছেন তাঁদের সরিয়ে দেওয়ার নির্দেশ দেন। শুভেন্দু অধিকারীর বাবা তথা পূর্ব মেদিনীপুর জেলার সভাপতি শিশির অধিকারীকে এই নির্দেশ দেন তিনি।

বঙ্গধ্বনি ব্যানারকে সামনে রেখে রবিবার থেকে পথে নামছে তৃণমূল কংগ্রেস। 15 দিনে 294টি বিধানসভা কেন্দ্রে বঙ্গধ্বনি পদযাত্রা হবে। দলীয় বিধায়ক ও নেতারা সামিল হবেন বঙ্গধ্বনি পদযাত্রায়। আজ দলীয় নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে নির্দেশ দিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । দলের বেসুরো গাওয়া নেতাদের প্রতি কিছুটা নরম মনোভাব নিয়ে চলছিলেন তিনি । তাঁদের মান ভাঙাতে উদ্যোগী হয়েছিল দল। কিন্তু শুভেন্দু অধ্যায় ক্লোজ়ড হতেই বাকি নেতা কর্মীদের প্রতি এবারে রাফ এন্ড টাফ মনোভাব নিলেন তৃণমূল নেত্রী। আজ কালীঘাটের বাড়ি থেকে ভার্চুয়াল বৈঠক করে সকলকে সমঝে দিলেন। কার্যত দল বিরোধীদের চরম বার্তা দিলেন মমতা । দলীয় বৈঠক থেকে নাম না করে শুভেন্দু অধিকারীর অনুগামী সহ দল বিরোধীদের উদ্দেশে তিনি সাফ জানিয়ে দিলেন, "যাঁদের সাহস আছে আমাদের সঙ্গে থাকুন। না হলে লুটেরাদের কাছে চলে দেন। দল থেকে অন্য দলের সঙ্গে যাঁরা যোগাযোগ রাখছেন সব খবর থাকে আমার কাছে। এজেন্সি দিয়ে ভয় দেখানো হচ্ছে। যাঁরা ভয় পাবেন তাঁদের দলে থাকার প্রয়োজন নেই। "

আরও পড়ুন :সিঙ্গুর আন্দোলনের স্মৃতি উসকে কৃষকদের পাশে থাকার বার্তা মমতার

কাঁথি, রামনগর সহ আশপাশের এলাকায় দলে থেকে যাঁরা বিরোধিতা করেছেন তাঁদের সরিয়ে দেওয়ার নির্দেশ দেন। শুভেন্দু অধিকারীর বাবা তথা পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল সভাপতি শিশির অধিকারীকে নির্দেশ দেন তিনি। শুভেন্দু অধিকারীর নাম না করে তিনি বার্তা দেন, "আমার একজন চলে যাবে, এক লাখ সম্পাদ থাকবে। নেতা কর্মী বানিয়ে নেব।" অন্যদিকে, 21- এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য জুড়ে জনসংযোগ কর্মসূচি নেওয়ার নির্দেশ দেন দলনেত্রী। নয়া বঙ্গধ্বনি ব্যানারে এই কর্মসূচি করার কথা বলেন। রবিবার থেকে দলের নেতা কর্মীদের তিনি এজন্য ঝাঁপিয়ে পড়তে পরামর্শ দেন। আগামী 6 ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে বঙ্গধ্বনি পদযাত্রা করার নির্দেশ দেন মমতা। 8 , 9 ও 10 ডিসেম্বর কলকাতার গান্ধিমূর্তির পাদদেশে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অবস্থান করার কথাও বলেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.