ETV Bharat / city

আপার প্রাইমারির তৃতীয় ফেজ়ের ভেরিফিকেশন শুরু হতে পারে 2 মে

নির্বাচনের জন্য পিছোচ্ছে আপার প্রাইমারির তৃতীয় ফেজ়ের ভেরিফিকেশন । সূত্রের খবর, ভেরিফিকেশন হতে পারে 2 মে ।

ফাইল ফোটো
author img

By

Published : Apr 21, 2019, 11:31 PM IST

কলকাতা, 21 এপ্রিল : কয়েকদিন আগেই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার জানিয়েছিলেন, আপার প্রাইমারির তৃতীয় ফেজ়ের ভেরিফিকেশন হবে । এপ্রিলের শেষ সপ্তাহেই তা শুরু হতে পারে বলে জানা গেছিল SSC সূত্রে । তবে, লোকসভা নির্বাচনের কারণে এই ভেরিফিকেশন পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানাচ্ছেন স্কুল সার্ভিস কমিশনের এক আধিকারিক । তাঁর কথায়, 2 মে এই ভেরিফিকেশন শুরু হতে পারে ।

আপার প্রাইমারির প্রথম ও দ্বিতীয় ফেজ়ের ভেরিফিকেশনের ডাক পেয়েছিলেন প্রায় 23 হাজার প্রার্থী । মোট 13 হাজার 80 টি শূন্যপদের জন্য গেজেট মেনে 1:1:4 রেশিয়ো অনুযায়ী ওয়েটিং প্রার্থীদের জন্য তৃতীয় ফেজ়ের ভেরিফিকেশন করার সিদ্ধান্ত নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন । এবিষয়ে সৌমিত্র সরকার বলেছিলেন, "আপার প্রাইমারি খুব শিগগিরই করছি । এই 23 হাজার ভেরিফিকেশন হল । আবার ভেরিফিকেশন শুরু করতে হবে । আমার তো 1:1:4 রেশিয়োতে আনতে হবে । এই মাসেই তৃতীয় ফেজ়ের ভেরিফিকেশন করার ইচ্ছা আছে ।" কমিশন সূত্রে জানা গেছিল, সম্ভবত 24 এপ্রিল থেকেই শুরু হতে পারে এই ভেরিফিকেশন প্রক্রিয়া । কিন্তু, 23 এপ্রিল লোকসভা নির্বাচনের তৃতীয় দফা । তাই এই ভেরিফিকেশনের দিন পিছিয়ে দিয়েছে কমিশন বলে জানা গেছে ।

এবিষয়ে স্কুল সার্ভিস কমিশনের এক আধিকারিক বলেন, "ভোটের দিনের জন্য পিছিয়ে গেছে । 23 তারিখে ভোট আছে, 24 তারিখে কী করে হবে । এই জন্য দিন পরিবর্তন করা হয়েছে ।" আপার প্রাইমারি তৃতীয় ফেজ় ভেরিফিকেশন তাহলে কবে থেকে শুরু হচ্ছে? ওই আধিকারিক বলেন, "2 মে থেকে শুরু হবে । ভোটের দিনের আগে পিছনে দু'দিন করে বাদ থাকবে । এভাবে মোট 6 দিন ঠিক করা হয়েছে।" আপারের তৃতীয় ফেজ়ের ভেরিফিকেশনে প্রায় 10 হাজার প্রার্থীকে ডাকা হবে।"

কলকাতা, 21 এপ্রিল : কয়েকদিন আগেই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার জানিয়েছিলেন, আপার প্রাইমারির তৃতীয় ফেজ়ের ভেরিফিকেশন হবে । এপ্রিলের শেষ সপ্তাহেই তা শুরু হতে পারে বলে জানা গেছিল SSC সূত্রে । তবে, লোকসভা নির্বাচনের কারণে এই ভেরিফিকেশন পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানাচ্ছেন স্কুল সার্ভিস কমিশনের এক আধিকারিক । তাঁর কথায়, 2 মে এই ভেরিফিকেশন শুরু হতে পারে ।

আপার প্রাইমারির প্রথম ও দ্বিতীয় ফেজ়ের ভেরিফিকেশনের ডাক পেয়েছিলেন প্রায় 23 হাজার প্রার্থী । মোট 13 হাজার 80 টি শূন্যপদের জন্য গেজেট মেনে 1:1:4 রেশিয়ো অনুযায়ী ওয়েটিং প্রার্থীদের জন্য তৃতীয় ফেজ়ের ভেরিফিকেশন করার সিদ্ধান্ত নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন । এবিষয়ে সৌমিত্র সরকার বলেছিলেন, "আপার প্রাইমারি খুব শিগগিরই করছি । এই 23 হাজার ভেরিফিকেশন হল । আবার ভেরিফিকেশন শুরু করতে হবে । আমার তো 1:1:4 রেশিয়োতে আনতে হবে । এই মাসেই তৃতীয় ফেজ়ের ভেরিফিকেশন করার ইচ্ছা আছে ।" কমিশন সূত্রে জানা গেছিল, সম্ভবত 24 এপ্রিল থেকেই শুরু হতে পারে এই ভেরিফিকেশন প্রক্রিয়া । কিন্তু, 23 এপ্রিল লোকসভা নির্বাচনের তৃতীয় দফা । তাই এই ভেরিফিকেশনের দিন পিছিয়ে দিয়েছে কমিশন বলে জানা গেছে ।

এবিষয়ে স্কুল সার্ভিস কমিশনের এক আধিকারিক বলেন, "ভোটের দিনের জন্য পিছিয়ে গেছে । 23 তারিখে ভোট আছে, 24 তারিখে কী করে হবে । এই জন্য দিন পরিবর্তন করা হয়েছে ।" আপার প্রাইমারি তৃতীয় ফেজ় ভেরিফিকেশন তাহলে কবে থেকে শুরু হচ্ছে? ওই আধিকারিক বলেন, "2 মে থেকে শুরু হবে । ভোটের দিনের আগে পিছনে দু'দিন করে বাদ থাকবে । এভাবে মোট 6 দিন ঠিক করা হয়েছে।" আপারের তৃতীয় ফেজ়ের ভেরিফিকেশনে প্রায় 10 হাজার প্রার্থীকে ডাকা হবে।"

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.