কলকাতা, 5 অক্টোবর : আগামিকাল মহালয়া ৷ তার পর মাঝে 4 টে দিন ৷ সোমবার থেকে শুরু দুর্গাপুজো ৷ তার আগে আজ শহরের বেশ কয়েকটি পুজো মণ্ডপ পরিদর্শন করলেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র ৷ তাঁর সঙ্গে ছিলেন, ডিভিশনাল ডিসিরা ৷ পুজো মণ্ডপের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখেন তিনি ৷ সেই সঙ্গে করোনা সংক্রান্ত যে যে সুরক্ষাবিধির নির্দেশিকা জারি করা হয়েছে, সেগুলি ঠিকঠাক মতো মেনে চলা হচ্ছে কি না, সেই দিকগুলিও যাচাই করেন কলকাতার পুলিশ কমিশনার ৷
আজ প্রথমে একডালিয়া এভারগ্রিনের পুজো মণ্ডপ পরিদর্শনে যান কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র ৷ পুজো উদ্যোক্তাদের সঙ্গে তিনি কথা বলেন ৷ সেখান থেকে চেতলা অগ্রণীর পুজো মণ্ডপ এবং সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপে যান তিনি ৷ কলকাতা হাইকোর্টের তরফে করোনা সংক্রান্ত একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে ৷ পুজো কমিটিগুলি সেই নির্দেশিকা পালন করছে কি না, তা খতিয়ে দেখতেই আজ মণ্ডপগুলিতে যান তিনি ৷
আরও পড়ুন : Calcutta High Court : রাজ্য স্বাস্থ্য কমিশনারের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে
কলকাতার পুলিশ কমিশনার জানিয়েছেন, কলকাতা হাইকোর্ট থেকে যে সব নিয়মাবলী দেওয়া হয়েছে, তাই খতিয়ে দেখা হচ্ছে ৷ প্রয়োজনে পুজো কমিটিগুলির সদস্যদের সঙ্গে কথা বলা হচ্ছে বলে জানিয়েছেন সৌমেন মিত্র ৷ পাশাপাশি দমকল এবং সিইএসসির আধিকারিকরা তাদের দিকগুলিও খতিয়ে দেখছে ৷ হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক পুজো মণ্ডপে রাখতে হবে ৷ সেই বিষয়টিও খতিয়ে দেখছেন পুলিশ কমিশনার ৷ পাশাপাশি অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকঠাক রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন নগরপাল ৷
আরও পড়ুন : Kolkata Fire : কলুটোলায় আগুন নিয়ন্ত্রণে এলেও পকেট ফায়ারে চিন্তিত দমকল