কলকাতা, 28 জুন : 8 জুলাই বিধানসভায় পেশ হতে চলেছে বিধান পরিষদ বিল (Legislative Council Bill) । সর্বদলীয় বৈঠক শেষে জানালেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । 7 জুলাই বাজেট পেশের পরের দিন এই বিল পেশ করা হবে । আগামী 2 জুলাই থেকে শুরু হতে চলেছে সপ্তদশ বিধানসভার প্রথম অধিবেশন । অধিবেশনের আগে সোমবার ছিল সর্বদলীয় বৈঠক ।
পরিষদীয় মন্ত্রী জানিয়েছেন, রাজ্যে বিধান পরিষদ গঠনে অ্যাড হক কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা করতে চাইছে সরকার । তিনি বলেন, ''2011 সালের 23 অগস্ট বিধানসভায় বিধান পরিষদ গঠনের প্রস্তাব পাশ হয়েছিল । এর পর অ্যাড হক কমিটিও তৈরি হয়েছিল । সেই কমিটি একটি রিপোর্ট দিয়েছিল । সেই রিপোর্টের ভিত্তিতে 8 জুলাই অধিবেশনের দ্বিতীয়ার্ধে আলোচনা হবে । আলোচনার জন্য কমিটির রিপোর্ট পরিষদীয় দল মারফত বিধায়কদের পাঠিয়ে দেওয়া হবে ।''
এর পাশাপাশি এদিন পার্থ চট্টোপাধ্যায় আরও জানান, রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে আগামী 2 জুলাই । ওইদিন রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হবে অধিবেশন । পরের দু দিন অর্থাৎ 3 এবং 4 জুলাই ছুটি । 5 ও 6 তারিখ রাজ্যপালের ভাষণের উপর বিতর্ক হবে । এর পর 7 জুলাই দুপুর দুটোয় বাজেট পেশ । 8 জুলাই বিধান পরিষদ গঠনের প্রস্তাবে গুরুত্বপূর্ণ বিল পেশ করা হবে । উল্লেখ্য, ভারতীয় সংবিধানের 171 নম্বর ধারায় বলা আছে, বিধান পরিষদের সদস্য সংখ্যা রাজ্য বিধানসভার সদস্য সংখ্যার এক তৃতীয়াংশের বেশি হবে না । অর্থাৎ পশ্চিমবঙ্গ বিধান পরিষদে সর্বোচ্চ 99 জন এবং সর্বনিম্ন 40 সদস্য হতে পারে ।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে একসময় বিধান পরিষদের অস্তিত্ব ছিল । কিন্তু সংসদীয় গণতন্ত্রে রাজ্য আইনসভার এই কক্ষ প্রায় 'গুরুত্বহীন' হয়ে পড়ে । এর ফলে পশ্চিমবঙ্গ সহ বহু রাজ্যে এই কক্ষ বিলুপ্ত করা হয় । 1969 সালের 21 মার্চ পশ্চিমবঙ্গে বিধান পরিষদ অবলুপ্তির প্রস্তাব পাশ হয় । এরপর ভারতীয় সংসদে পশ্চিমবঙ্গ বিধান পরিষদ (অবলুপ্তি) আইন, 1969 পাশ হয় । 1969 সালের 1 অগস্ট বিধান পরিষদ অবলুপ্ত হয় । 2011 সালে প্রথম তৃণমূল কংগ্রেস সরকার পুনরায় এই পরিষদ গঠনের ইঙ্গিত দিয়েছিল ।
কোন কোন রাজ্যে আছে বিধান পরিষদ?
বর্তমানে ভারতের মোট 6টি অঙ্গরাজ্যে দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার অস্তিত্ব আছে । সেগুলি হল, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্নাটক, বিহার, অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গানা । 2007 সালের এপ্রিল মাসে অন্ধ্রপ্রদেশে বিধান পরিষদ ফিরিয়ে আনা হয় । যদিও রাজ্যের প্রধান বিরোধী দল তেলুগু দেশম পার্টি জানিয়েছে, ক্ষমতায় এলে তারা আবার বিধান পরিষদ অবলুপ্ত করবে । পঞ্জাবের পূর্ববর্তী অকালি দল-বিজেপি জোট সরকারের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল বিধান পরিষদ পুনরায় গঠন করার ইচ্ছা প্রকাশ করেছিলেন । এখন প্রশ্ন হল রাজ্য বিধানসভায় এই বিল পাশ হলে লোকসভা ও রাজ্যসভায় শেষ পর্যন্ত এই বিলে অনুমোদন দেবে তো ?
আরও পড়ুন : বিধান পরিষদের প্রস্তাব যেন ঝোলানো গাজর