ETV Bharat / city

বিধানসভায় বিল পাশের প্রক্রিয়া নিয়ে হুঁশিয়ারি রাজ্যপালের

ভবিষ্যতে দায়সারা ভাবে বিল আইনে পরিণত করতে গেলে সমস্যায় পড়তে হবে বিধানসভাকে। বৃহস্পতিবার এমনই ভাষায় বিধানসভাকে ফ্যাক্সবার্তা মারফত জানিয়ে দিল রাজভবন ৷

govornor on assembly
রাজ্যপাল জগদীপ ধনকড়
author img

By

Published : Dec 27, 2019, 9:10 AM IST

কলকাতা, 27 ডিসেম্বের : দ্য টেকনিশিয়ান স্টুডিয়ো প্রাইভেট লিমিটেড অ্যামেন্ডমেন্ট বিল ২০১৯ বিধানসভায় পাশ হয়েছে চলতি বছরের ৯জুলাই। গতকাল ওই বিলে অনুমোদন দেন রাজ্যপাল। অনুমোদন দেওয়ার পরে রাজ্যপাল কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভাকে। ভবিষ্যতে কোনও নতুন বিল বিধানসভায় পাশ করার আগে আইনানুগ হওয়া প্রয়োজন। রাজ্যপালের কাছে পাঠানোর আগে নিয়ম রীতিনীতি মেনে পাঠাতে হবে। না হলে রাজ্যপাল যথোপযুক্ত ব্যবস্থা নেবেন বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।


অতীতে যে বিলগুলি পাশ হয়েছে বিধানসভায় তা যথাযথ নিয়ম মেনে হয়নি বলে বার্তা দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যের বিরোধী পক্ষের কথা সংযুক্ত থাকে না বিলগুলিতে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে দিয়ে বিল স্ক্রুটিনি করানো হয়। বিরোধীদলের কোনওরকম সংশোধনী বিলটিতে গৃহীত না হওয়ায় শঙ্কিত রাজ্যপাল। অতীতের বেশ কয়েকটি বিলের উদাহরণ দিয়ে তিনি জানান, বিল প্রণয়নের ক্ষেত্রে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি। রাজ্যের মানুষের জন্য বিল আইনে প্রণয়ন করেন সরকার। অথচ রাজ্যের সব মানুষের কথা মনে না রেখেই বিল আইনে পরিণত করছে বর্তমান শাসকদল। ভবিষ্যতে এমন ধরনের বিল রাজ্যপালের অনুমোদনের জন্যে পাঠালে সেখানে রাজ্যপাল স্বাক্ষর করবেন না বলে বার্তা দিয়েছেন। সেই সঙ্গে ভবিষ্যতে বিল প্রণয়নের ক্ষেত্রে বিধানসভাকে আরও বেশি সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

দ্য টেকনিশিয়ান স্টুডিও প্রাইভেট লিমিটেড আমেন্ডমেন্ট বিল ২০১৯-কে শিল্পীদের স্বার্থে রাজ্যপাল অনুমোদন দিয়েছেন। কিন্তু ভবিষ্যতে এমন দায়সারা বিল আইনে পরিণত করতে গেলে সমস্যায় পড়তে হবে বিধানসভাকে। বৃহস্পতিবার এমনই ভাষায় বিধানসভাকে ফ্যাক্সবার্তা মারফত জানিয়ে দিল রাজভবন ৷ ভবিষ্যতে কোনও বিল প্রণয়ন করার সময় বিধানসভাকে আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দেন রাজ্যপাল।

ভারতের সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলি মেনে এবং কোনওরকম গাফিলতি ছাড়াই সম্পূর্ণ আইনানুগ একটি বিল বিধানসভা প্রণয়ন করবে। এমনটাই প্রত্যাশা রাজ্যপালের। ত্রুটিপূর্ণ বিল রাজ্যপালের কাছে অনুমোদনের জন্য এলে রাজ্যপাল তাতে সম্মতি দেবেন না বলে জানিয়ে দেওয়া হয়েছে। এবারের মতো বিলে সই করে দিয়েছেন রাজ্যপাল। কিন্তু সতর্ক করে দেওয়া হয়েছে, ভবিষ্যতে বিধানসভার নিয়ম মেনে রাজ্যপালের কাছে অনুমোদনের জন্য পাঠাতে হবে যে কোনও বিল।

কলকাতা, 27 ডিসেম্বের : দ্য টেকনিশিয়ান স্টুডিয়ো প্রাইভেট লিমিটেড অ্যামেন্ডমেন্ট বিল ২০১৯ বিধানসভায় পাশ হয়েছে চলতি বছরের ৯জুলাই। গতকাল ওই বিলে অনুমোদন দেন রাজ্যপাল। অনুমোদন দেওয়ার পরে রাজ্যপাল কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভাকে। ভবিষ্যতে কোনও নতুন বিল বিধানসভায় পাশ করার আগে আইনানুগ হওয়া প্রয়োজন। রাজ্যপালের কাছে পাঠানোর আগে নিয়ম রীতিনীতি মেনে পাঠাতে হবে। না হলে রাজ্যপাল যথোপযুক্ত ব্যবস্থা নেবেন বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।


অতীতে যে বিলগুলি পাশ হয়েছে বিধানসভায় তা যথাযথ নিয়ম মেনে হয়নি বলে বার্তা দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যের বিরোধী পক্ষের কথা সংযুক্ত থাকে না বিলগুলিতে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে দিয়ে বিল স্ক্রুটিনি করানো হয়। বিরোধীদলের কোনওরকম সংশোধনী বিলটিতে গৃহীত না হওয়ায় শঙ্কিত রাজ্যপাল। অতীতের বেশ কয়েকটি বিলের উদাহরণ দিয়ে তিনি জানান, বিল প্রণয়নের ক্ষেত্রে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি। রাজ্যের মানুষের জন্য বিল আইনে প্রণয়ন করেন সরকার। অথচ রাজ্যের সব মানুষের কথা মনে না রেখেই বিল আইনে পরিণত করছে বর্তমান শাসকদল। ভবিষ্যতে এমন ধরনের বিল রাজ্যপালের অনুমোদনের জন্যে পাঠালে সেখানে রাজ্যপাল স্বাক্ষর করবেন না বলে বার্তা দিয়েছেন। সেই সঙ্গে ভবিষ্যতে বিল প্রণয়নের ক্ষেত্রে বিধানসভাকে আরও বেশি সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

দ্য টেকনিশিয়ান স্টুডিও প্রাইভেট লিমিটেড আমেন্ডমেন্ট বিল ২০১৯-কে শিল্পীদের স্বার্থে রাজ্যপাল অনুমোদন দিয়েছেন। কিন্তু ভবিষ্যতে এমন দায়সারা বিল আইনে পরিণত করতে গেলে সমস্যায় পড়তে হবে বিধানসভাকে। বৃহস্পতিবার এমনই ভাষায় বিধানসভাকে ফ্যাক্সবার্তা মারফত জানিয়ে দিল রাজভবন ৷ ভবিষ্যতে কোনও বিল প্রণয়ন করার সময় বিধানসভাকে আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দেন রাজ্যপাল।

ভারতের সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলি মেনে এবং কোনওরকম গাফিলতি ছাড়াই সম্পূর্ণ আইনানুগ একটি বিল বিধানসভা প্রণয়ন করবে। এমনটাই প্রত্যাশা রাজ্যপালের। ত্রুটিপূর্ণ বিল রাজ্যপালের কাছে অনুমোদনের জন্য এলে রাজ্যপাল তাতে সম্মতি দেবেন না বলে জানিয়ে দেওয়া হয়েছে। এবারের মতো বিলে সই করে দিয়েছেন রাজ্যপাল। কিন্তু সতর্ক করে দেওয়া হয়েছে, ভবিষ্যতে বিধানসভার নিয়ম মেনে রাজ্যপালের কাছে অনুমোদনের জন্য পাঠাতে হবে যে কোনও বিল।

Intro:দা টেকনিশিয়ান স্টুডিও প্রাইভেট লিমিটেড আমেন্ডমেন্ট বিল ২০১৯ বিধানসভায় পাস হয়েছে চলতি বছরের ৯জুলাই। আজ সেটি রাজ্যপালের অনুমোদন পেয়েছে। অনুমোদন দেওয়ার পরে রাজ্যপাল কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভাকে। ভবিষ্যতে কোন নতুন বিল বিধানসভায় পাস করার আগে আইনানুগ হওয়া প্রয়োজন। রাজ্যপালের কাছে পাঠানোর আগে নিয়ম রীতিনীতি মেনে পাঠাতে হবে। না হলে রাজ্যপাল যথোপযুক্ত ব্যবস্থা নেবেন বলে হুশিয়ারি দেওয়া হয়েছে।


Body:দ্য টেকনিশিয়ান স্টুডিও প্রাইভেট লিমিটেড সংশোধনী বিল ২০১৯ শিল্পীদের স্বার্থে রাজ্যপাল অনুমোদন দিয়েছেন। কিন্তু ভবিষ্যতে এমন দায়সারা বিল আইনে পরিণত করতে গেলে সমস্যায় পড়তে হবে বিধানসভাকে। আজ এমনই ভাষায় বিধানসভাকে ফ্যাক্সবার্তা মারফত জানিয়ে দিল রাজভবন।
ভবিষ্যতে কোন বিল প্রণয়ন করার সময় বিধানসভাকে আরো বেশি সতর্ক থাকার পরামর্শ দিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। ভারতের সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলি মেনে এবং কোন রকম গাফিলতি ছাড়াই সম্পূর্ণ আইনানুগ একটি বিল বিধানসভা প্রণয়ন করবে। এমনটাই প্রত্যাশা রাজ্যপালের। ত্রুটিপূর্ণ বিল রাজ্যপালের কাছে অনুমোদনের জন্য এলে রাজ্যপাল তাতে সম্মতি দেবেন না বলে জানিয়ে দেওয়া হয়েছে। এবারের মতো বিলে সই করে দিয়েছেন রাজ্যপাল। কিন্তু সতর্ক করে দিয়েছে ভবিষ্যতে বিধানসভার নিয়ম বিধি মেনে রাজ্যপালের কাছে অনুমোদনের জন্য পাঠাতে হবে যে কোনো বিল। না হলে সমূহ সমস্যায় পড়বে রাজ্য বিধানসভা। রাজ্যপালের ইঙ্গিতবাহী বার্তায় অনেক কিছুই স্পষ্ট হল বিধানসভায়।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.