কলকাতা, 10 অক্টোবর: দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়াল খাস কলকাতায় (Tension in Mominpur)। ছোড়া হল বোমা, ইট, কাঁচের বোতল ৷ বোমার আঘাতে আহত হয়েছেন পুলিশের দুজন আধিকারিক ৷
আজ সকালে এই ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে মোমিনপুর এলাকা ৷ ঘটনাস্থলে পুলিশ গেলে তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয় । পুলিশি নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে এই ঘটনা ঘটল, সেই প্রশ্ন তুলে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন স্থানীয় মানুষ ৷ অভিযোগ, এলাকাবাসীর দুটি গোষ্ঠীর মধ্যে ঝামেলা শুরু হয়ে যায় ৷ একে-অপরকে লক্ষ্য করে ছোড়া হয় ইট, কাঁচের বোতল, বোমা ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করেনি পুলিশ ।
দক্ষিণ কলকাতার মোমিনপুরে বেশ কয়েকটি দোকান ও বাইক ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে ৷ এরপর একবালপুর থানাতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ৷ কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করছেন । এলাকায় আর যাতে আইন শৃঙ্খলার অবনতি না হয়, সে জন্য বাড়তি বাহিনী মোতায়ন করা হয়েছে এলাকায় ।
আরও পড়ুন: বাড়ি ভাড়া নিয়ে রমরমিয়ে ব্যবসা, উদ্ধার তিন কোটির মাদক, গ্রেফতার 6
জানা গিয়েছে, উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের তুমুল বিক্ষোভের মুখে পড়তে হয় ৷ ছোড়া হয় বোমাও ৷ চলে বোতল ও ইট ছোড়াছুড়ি ৷ এর পরেই এলাকার পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যায় ৷ কলকাতা পুলিশের একজন উচ্চপদস্থ আধিকারিক-সহ বেশ কয়েকজন জখম হন । পাশাপাশি বোমার স্প্লিন্টার গায়ে লাগে কলকাতা পুলিশের একজন আইপিএস আধিকারিকের ৷ বর্তমানে তিনি সিএমআরআই হাসপাতালে ভর্তি রয়েছেন ।
এ দিকে, ঘটনাস্থল পরিদর্শনে যেতে গেলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে বাধা দেয় পুলিশ ৷ নিউটাউনের বাড়ি থেকে সুকান্ত খিদিরপুরের উদ্দেশে যাওয়ার আগেই তাঁকে আটক করে পুলিশ ৷ তিনি সেখানে গেলে নতুন করে অশান্তি ছড়াতে হবে বলে জানিয়ে তাঁকে সেখানে যেতে নিষেধ করে পুলিশ ৷ পুলিশের কথা না শুনে বিজেপির রাজ্য সভাপতি খিদিরপুরের উদ্দেশে রওনা দিলে, চিংড়ি ঘাটার মোড়ে পুলিশ তাঁকে গ্রেফতার করে ৷ সুকান্তকে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে ।
এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত । উত্তেজনা স্থলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যপাল লা গণেশনকে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । আজ তিনি বিধানসভার 3 নম্বর গেট থেকে মিছিল করে রাজভবনে গিয়ে ডেপুটেশন জমা দেন তিনি ও অগ্রিমিত্রা পাল । যদিও রাজ্যপাল লা গণেশন বর্তমানে চেন্নাইতে চিকিৎসাধীন রয়েছেন, তাই তাঁর সঙ্গে দেখা হয়নি তাঁদের ।