ETV Bharat / city

রবিতে কলকাতায় মমতা-তেজস্বী বৈঠক - অসম

শুক্রবারই ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন ৷ আর এদিনই অসমে গেলেন তেজস্বী যাদব ৷ ইটিভি ভারতকে জানালেন, আসবেন কলকাতাতেও ৷ রবিবার বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে ৷ আরজেডি সূত্রে খবর, বিজেপির বিরুদ্ধে সঙ্গবদ্ধ লড়াইয়ে নামতেই এই বৈঠক ৷

west bengal assembly election 2021_Tejashwi to meet Mamata Banerjee on Sunday
রবিতে কলকাতায় মমতা-তেজস্বী বৈঠক
author img

By

Published : Feb 26, 2021, 8:55 PM IST

পটনা, 26 ফেব্রুয়ারি: নির্বাচন কমিশন বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতেই তৎপরতা শুরু রাজনৈতিক মহলে ৷ জনতার দরবারে বাকিদের পিছনে ফেলতে চলছে ছক কষা ৷ শুক্রবার একদিকে যখন ভোটের দিনক্ষণ জানাচ্ছে নির্বাচন কমিশন, অন্য়দিকে তখন অসমের গুয়াহাটিতে উড়ে গেলেন লালুপুত্র তেজস্বী যাদব ৷

শনিবার ও রবিবার, পরপর দু’দিন ‘বড় কাজ’ রয়েছে তেজস্বীর ৷ শনিবার অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (এআইইউডিএফ)-এর নেতা বদরুদ্দিন আজমল এবং রবিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে বৈঠক রয়েছে তাঁর ৷ মমতা-তেজস্বীর সাক্ষাৎ হবে কলকাতাতেই ৷

শুক্রবার সফর শুরুর আগে ইটিভি ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তেজস্বী বলেন, ‘‘আজই আমি গুয়াহাটি যাচ্ছি ৷ শনিবার আজমলজির সঙ্গে দেখা করব ৷ রবিবার মমতাজির সঙ্গে কলকাতায় বৈঠক আছে আমার ৷’’

ভোটমুখী দুই পড়শি অসম ও পশ্চিমবঙ্গে তেজস্বীর এই হঠাৎ সফর তাৎপর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলের ৷ প্রসঙ্গত, চলতি বছরেই ভোট হবে কেরালা, তামিলনাড়ু ও পুদুচেরিতে ৷ এখনও পর্যন্ত যেটুকু ঠিক হয়েছে, সেই অনুযায়ী বাংলার মাটিতে একা খেলারই পক্ষপাতী তেজস্বীর দল আরজেডি ৷ যদিও মমতার সঙ্গে তাঁর সাক্ষাৎ কোনও বড় পরিকল্পনারই অংশ বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷ আরজেডি সূত্রে খবর, বিজেপি প্রার্থীদের ধরাশায়ী করতেই তেজস্বীর সঙ্গে বসে রণকৌশল স্থির করতে চান মমতা ৷

আরও পড়ুন : আট দফায় খেলা হবে, তবু হারিয়ে ভূত করে দেব: মমতা

তবে কি বাংলার মাটিতে সরাসরি মমতার সঙ্গেই আসন সমঝোতায় যেতে চলেছেন তেজস্বী? সোজাভাবে এর কোনও উত্তর দেননি আরজেডি-র তরুণ নেতা ৷ এড়িয়ে গিয়েছেন একই ইশুতে অসমের প্রসঙ্গও ৷ তিনি বলেন, ‘‘সঠিক সময় এলেই আমি আসন বিভাজন নিয়ে সিদ্ধান্ত ঘোষণা করতে পারব ৷ তবে পশ্চিমবঙ্গ যেহেতু বিহারের প্রতিবেশী, তাই বাংলা-বিহার সীমানা সংলগ্ন এলাকাগুলি অবশ্যই প্রধান বিবেচ্য় ৷’’

আরজেডি সূত্রে খবর, এবছর পশ্চিমবঙ্গের পাঁচটি আসনে লড়বে তারা ৷ পাশাপাশি, অসমে আরজেডি লড়বে 10টি আসনে ৷ এমনকি, কোন কোন আসনে তারা প্রার্থী দেবে, তাও একপ্রকার নিশ্চিত বলেই জানা গিয়েছে ৷ এবিষয়ে পাকা কথা সারতে দলের তরফে দায়িত্ব দেওয়া হয়েছিল দুই নেতাকে ৷ এঁরা হলেন আরজেডি-র প্রধান সাধারণ সম্পাদক আবদুল বারি সিদ্দিকি এবং দলের জাতীয় সাধারণ সম্পাদক শ্য়াম রজক ৷ উল্লেখ্য়, কয়েক সপ্তাহ আগেই কলকাতায় এসে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে দেখা করে গিয়েছিলেন এই দু’জন ৷

পটনা, 26 ফেব্রুয়ারি: নির্বাচন কমিশন বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতেই তৎপরতা শুরু রাজনৈতিক মহলে ৷ জনতার দরবারে বাকিদের পিছনে ফেলতে চলছে ছক কষা ৷ শুক্রবার একদিকে যখন ভোটের দিনক্ষণ জানাচ্ছে নির্বাচন কমিশন, অন্য়দিকে তখন অসমের গুয়াহাটিতে উড়ে গেলেন লালুপুত্র তেজস্বী যাদব ৷

শনিবার ও রবিবার, পরপর দু’দিন ‘বড় কাজ’ রয়েছে তেজস্বীর ৷ শনিবার অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (এআইইউডিএফ)-এর নেতা বদরুদ্দিন আজমল এবং রবিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে বৈঠক রয়েছে তাঁর ৷ মমতা-তেজস্বীর সাক্ষাৎ হবে কলকাতাতেই ৷

শুক্রবার সফর শুরুর আগে ইটিভি ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তেজস্বী বলেন, ‘‘আজই আমি গুয়াহাটি যাচ্ছি ৷ শনিবার আজমলজির সঙ্গে দেখা করব ৷ রবিবার মমতাজির সঙ্গে কলকাতায় বৈঠক আছে আমার ৷’’

ভোটমুখী দুই পড়শি অসম ও পশ্চিমবঙ্গে তেজস্বীর এই হঠাৎ সফর তাৎপর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলের ৷ প্রসঙ্গত, চলতি বছরেই ভোট হবে কেরালা, তামিলনাড়ু ও পুদুচেরিতে ৷ এখনও পর্যন্ত যেটুকু ঠিক হয়েছে, সেই অনুযায়ী বাংলার মাটিতে একা খেলারই পক্ষপাতী তেজস্বীর দল আরজেডি ৷ যদিও মমতার সঙ্গে তাঁর সাক্ষাৎ কোনও বড় পরিকল্পনারই অংশ বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷ আরজেডি সূত্রে খবর, বিজেপি প্রার্থীদের ধরাশায়ী করতেই তেজস্বীর সঙ্গে বসে রণকৌশল স্থির করতে চান মমতা ৷

আরও পড়ুন : আট দফায় খেলা হবে, তবু হারিয়ে ভূত করে দেব: মমতা

তবে কি বাংলার মাটিতে সরাসরি মমতার সঙ্গেই আসন সমঝোতায় যেতে চলেছেন তেজস্বী? সোজাভাবে এর কোনও উত্তর দেননি আরজেডি-র তরুণ নেতা ৷ এড়িয়ে গিয়েছেন একই ইশুতে অসমের প্রসঙ্গও ৷ তিনি বলেন, ‘‘সঠিক সময় এলেই আমি আসন বিভাজন নিয়ে সিদ্ধান্ত ঘোষণা করতে পারব ৷ তবে পশ্চিমবঙ্গ যেহেতু বিহারের প্রতিবেশী, তাই বাংলা-বিহার সীমানা সংলগ্ন এলাকাগুলি অবশ্যই প্রধান বিবেচ্য় ৷’’

আরজেডি সূত্রে খবর, এবছর পশ্চিমবঙ্গের পাঁচটি আসনে লড়বে তারা ৷ পাশাপাশি, অসমে আরজেডি লড়বে 10টি আসনে ৷ এমনকি, কোন কোন আসনে তারা প্রার্থী দেবে, তাও একপ্রকার নিশ্চিত বলেই জানা গিয়েছে ৷ এবিষয়ে পাকা কথা সারতে দলের তরফে দায়িত্ব দেওয়া হয়েছিল দুই নেতাকে ৷ এঁরা হলেন আরজেডি-র প্রধান সাধারণ সম্পাদক আবদুল বারি সিদ্দিকি এবং দলের জাতীয় সাধারণ সম্পাদক শ্য়াম রজক ৷ উল্লেখ্য়, কয়েক সপ্তাহ আগেই কলকাতায় এসে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে দেখা করে গিয়েছিলেন এই দু’জন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.