ETV Bharat / city

Techie's body recovered: দমদমে তথ্যপ্রযুক্তি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, প্রেমে প্রত্যাখ্যানে আত্মহত্যা ? - দমদমে আত্মহত্যা

দমদম দাগা কলোনিতে 29 বছরের এক তথ্যপ্রযুক্তি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হল (Techie's body recovered)৷ প্রেমে প্রত্যাখ্যাত হয়ে তিনি আত্মহত্যা করতে পারেন বলে অনুমান করছে পুলিশ ৷

techie's body recovered from Dumdum, police suspects suicide
দমদমে তথ্যপ্রযুক্তি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, প্রেমে প্রত্যাখ্যানে আত্মহত্যা ?
author img

By

Published : Apr 22, 2022, 10:57 AM IST

দমদম, 22 এপ্রিল: দমদমে (Dumdum suicide) এক তথ্য-প্রযুক্তি কর্মীর মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল (Techie's body recovered)৷ দক্ষিণ দমদম পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের দমদম দাগা কলোনিতে ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয় ৷

মৃত যুবকের নাম সুপ্রভাত মণ্ডল, বয়স 29 ৷ মৃত তথ্যপ্রযুক্তি কর্মী নদিয়ার বাসিন্দা ৷ কর্মসূত্রে দমদমের (police suspects suicide) একটি বাড়িতে এক বন্ধুর সঙ্গে থাকতেন তিনি ৷ বৃহস্পতিবার রাতে সেই বাড়ি থেকেই সুপ্রভাতের ঝুলন্ত দেহ উদ্ধার করে দমদম ঘুঘুডাঙা ফাঁড়ির পুলিশ ।

আরও পড়ুন: Nadia housewife murder: বধূ মৃত্যুর 5 মাস পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল দেহ

পুলিশ সূত্রে খবর, একটি মেয়ে আসা-যাওয়া করতো ওই বাড়িতে ৷ প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, প্রেমে প্রত্যাখ্যাত হয়ে আত্মহত্যা করতে পারে ওই যুবক ৷ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরজিকর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ৷

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঘুঘুডাঙা ফাঁড়ির পুলিশ । ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ৷

আরও পড়ুন: Student Died By Suicide: মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

দমদম, 22 এপ্রিল: দমদমে (Dumdum suicide) এক তথ্য-প্রযুক্তি কর্মীর মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল (Techie's body recovered)৷ দক্ষিণ দমদম পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের দমদম দাগা কলোনিতে ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয় ৷

মৃত যুবকের নাম সুপ্রভাত মণ্ডল, বয়স 29 ৷ মৃত তথ্যপ্রযুক্তি কর্মী নদিয়ার বাসিন্দা ৷ কর্মসূত্রে দমদমের (police suspects suicide) একটি বাড়িতে এক বন্ধুর সঙ্গে থাকতেন তিনি ৷ বৃহস্পতিবার রাতে সেই বাড়ি থেকেই সুপ্রভাতের ঝুলন্ত দেহ উদ্ধার করে দমদম ঘুঘুডাঙা ফাঁড়ির পুলিশ ।

আরও পড়ুন: Nadia housewife murder: বধূ মৃত্যুর 5 মাস পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল দেহ

পুলিশ সূত্রে খবর, একটি মেয়ে আসা-যাওয়া করতো ওই বাড়িতে ৷ প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, প্রেমে প্রত্যাখ্যাত হয়ে আত্মহত্যা করতে পারে ওই যুবক ৷ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরজিকর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ৷

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঘুঘুডাঙা ফাঁড়ির পুলিশ । ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ৷

আরও পড়ুন: Student Died By Suicide: মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.