ETV Bharat / city

শিক্ষকদের অভিযান ঘিরে উত্তপ্ত বিধানসভা চত্বর - বিধানসভা চত্বরে শিক্ষক অভিযান

সমকাজে সমবেতনের দাবিতে শিক্ষক ঐক্য মঞ্চের বিক্ষোভে উত্তেজনা বিধানসভা চত্বরে ৷ বিধানসভার নর্থগেট টপকে ভিতরে ঢোকার চেষ্টা করেন শিক্ষিকারা ৷

teachers protest campaign at assembly premises in kolkata
teachers protest campaign at assembly premises in kolkata
author img

By

Published : Jan 27, 2021, 11:43 AM IST

Updated : Jan 27, 2021, 3:38 PM IST

কলকাতা, 27 জানুয়ারি: আজ শিক্ষকদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা চত্বর । সমকাজে সমবেতনের দাবিতে শিক্ষক ঐক্য মঞ্চের বিক্ষোভে উত্তেজনা ছড়াল ৷

আজ সকালে হঠাৎই বিধানসভার সামনে জমায়েত করে বিক্ষোভ দেখাতে শুরু করে ঐক্যমঞ্চের সদস্যরা । বিধানসভার ছ'নম্বর গেট টপকে ভিতরে ঢোকার চেষ্টা করেন তাঁরা । পুলিশ বাধা দিতে গেলে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় । শিক্ষকদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের । এরপর ছ'নম্বর গেটের সামনেই অবস্থান শুরু করেন বিক্ষোভকারীরা । সেখান থেকে তাঁদের টেনেহিঁচড়ে সরায় পুলিশ । পরে ভ্যানে বিক্ষোভকারীদের আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হয় ৷

শিক্ষকদের অভিযানে উত্তপ্ত বিধানসভা চত্বর ৷

আরও পড়ুন: থালা হাতে রাস্তায় বেতন-ভিক্ষা অনশনকারী মাদ্রাসা শিক্ষকদের

শিক্ষক ঐক্য মঞ্চের দাবি, সমকাজে সমবেতন দিতে হবে ৷ আজ বিধানসভা ভবনে অধিবেশনের প্রথম দিন জেনেই শিক্ষিকিরা বিক্ষোভ দেখাতে আসেন ৷ মুখ্যমন্ত্রীর বিধানসভায় প্রবেশের সময় বিক্ষোভ দেখানোর উদ্দেশ্য ছিল ৷

অন্যদিকে পুলিশ জানিয়েছে, তাদের কাছে শিক্ষক অভিযানের খবর ছিল না ৷ হঠাৎ অভিযানের কারণেই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয় ৷ যদিও বিক্ষোভকারী শিক্ষিকারা জানান, তাঁদের আজকের বিক্ষোভ পূর্বঘোষিত কর্মসূচি ৷

কলকাতা, 27 জানুয়ারি: আজ শিক্ষকদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা চত্বর । সমকাজে সমবেতনের দাবিতে শিক্ষক ঐক্য মঞ্চের বিক্ষোভে উত্তেজনা ছড়াল ৷

আজ সকালে হঠাৎই বিধানসভার সামনে জমায়েত করে বিক্ষোভ দেখাতে শুরু করে ঐক্যমঞ্চের সদস্যরা । বিধানসভার ছ'নম্বর গেট টপকে ভিতরে ঢোকার চেষ্টা করেন তাঁরা । পুলিশ বাধা দিতে গেলে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় । শিক্ষকদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের । এরপর ছ'নম্বর গেটের সামনেই অবস্থান শুরু করেন বিক্ষোভকারীরা । সেখান থেকে তাঁদের টেনেহিঁচড়ে সরায় পুলিশ । পরে ভ্যানে বিক্ষোভকারীদের আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হয় ৷

শিক্ষকদের অভিযানে উত্তপ্ত বিধানসভা চত্বর ৷

আরও পড়ুন: থালা হাতে রাস্তায় বেতন-ভিক্ষা অনশনকারী মাদ্রাসা শিক্ষকদের

শিক্ষক ঐক্য মঞ্চের দাবি, সমকাজে সমবেতন দিতে হবে ৷ আজ বিধানসভা ভবনে অধিবেশনের প্রথম দিন জেনেই শিক্ষিকিরা বিক্ষোভ দেখাতে আসেন ৷ মুখ্যমন্ত্রীর বিধানসভায় প্রবেশের সময় বিক্ষোভ দেখানোর উদ্দেশ্য ছিল ৷

অন্যদিকে পুলিশ জানিয়েছে, তাদের কাছে শিক্ষক অভিযানের খবর ছিল না ৷ হঠাৎ অভিযানের কারণেই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয় ৷ যদিও বিক্ষোভকারী শিক্ষিকারা জানান, তাঁদের আজকের বিক্ষোভ পূর্বঘোষিত কর্মসূচি ৷

Last Updated : Jan 27, 2021, 3:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.