কলকাতা, 23 ডিসেম্বর : রাজনৈতিক মহলে ঠোঁটকাটা বলেই পরিচিত বিজেপি নেতা তথাগত রায় ৷ বরাবরই বির্তকিত মন্তব্যের জন্যে খবরের শিরোনামে থাকেন তিনি ৷ কলকাতা পৌরসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর থেকেই ক্রমাগত টুইটে তাঁর তোপের মুখে পড়েছেন বঙ্গ বিজেপি নেতারা (Tathagata Roy slams BJP leaders) ৷ এবার আবার টুইট করে বিতর্কে জড়ালেন তিনি ৷ তবে এবার গেরুয়া শিবির নয়, প্রবীণ বিজেপি নেতার নিশানায় পড়লেন জোড়াফুল সমর্থকরা (Tathagata Roy slams TMC Supporters in Twitter) ৷
বুধবার বিজেপির পৌরসভা ভোটে হারের পরেই দলকে কটাক্ষ করেন তথাগত ৷ তারপরেই জনৈক টুইটার ব্যবহারকারী তাঁঁকে বিজেপির হারে ভেঙে না পড়ার পরামর্শ দেন ৷ সেই সূত্রেই তিনি টুইটারে লেখেন, ‘‘আমার ভেঙে পড়ার কিছু নেই, কারণ আমার পাবার কিছু নেই। এও জানি তৃণমূল চুরমার হয়ে যাবে, কারণ এক-নেতা-নির্ভর নীতিহীন পার্টি বেশিদিন টেকে না। শুধু চোখের সামনে বিজেপি নিজের পায়ে কুড়ুল মারল এবং ধীরে ধীরে নিশ্চিহ্ন হবার পথে এগিয়ে যাচ্ছে দেখে খারাপ লাগে, এই যা ।’’
এরপরেই সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের কর্মী-সমর্থকদের আক্রমণের মুখে পড়েন তিনি ৷ তারপরেই ফের টুইট তথাগতর ৷ লেখেন, ‘‘তৃণমূল চুরমার হয়ে যাবে শুনে মুলোগুষ্ঠি আবার খেপে উঠে ট্রোল করতে আরম্ভ করেছে। বেশিরভাগ আমার বয়স আর স্বাস্থ্য নিয়ে গভীর দুশ্চিন্তা ! তা করুক, সেই অধিকার তাদের আছে। সোশ্যাল মিডিয়াটা এখনও আনন্দবাজার-বর্তমানে পরিণত হয়নি। তবে অশ্লীলতা করলেই ব্লক ।’’
-
আমার ভেঙে পড়ার কিছু নেই, কারণ আমার পাবার কিছু নেই। এও জানি তৃণমূল চুরমার হয়ে যাবে, কারণ এক-নেতা-নির্ভর নীতিহীন পার্টি বেশিদিন টেকে না। শুধু চোখের সামনে বিজেপি নিজের পায়ে কুড়ুল মারল এবং ধীরে ধীরে নিশ্চিহ্ন হবার পথে এগিয়ে যাচ্ছে দেখে খারাপ লাগে, এই যা। https://t.co/sBeDdupVny
— Tathagata Roy (@tathagata2) December 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">আমার ভেঙে পড়ার কিছু নেই, কারণ আমার পাবার কিছু নেই। এও জানি তৃণমূল চুরমার হয়ে যাবে, কারণ এক-নেতা-নির্ভর নীতিহীন পার্টি বেশিদিন টেকে না। শুধু চোখের সামনে বিজেপি নিজের পায়ে কুড়ুল মারল এবং ধীরে ধীরে নিশ্চিহ্ন হবার পথে এগিয়ে যাচ্ছে দেখে খারাপ লাগে, এই যা। https://t.co/sBeDdupVny
— Tathagata Roy (@tathagata2) December 23, 2021আমার ভেঙে পড়ার কিছু নেই, কারণ আমার পাবার কিছু নেই। এও জানি তৃণমূল চুরমার হয়ে যাবে, কারণ এক-নেতা-নির্ভর নীতিহীন পার্টি বেশিদিন টেকে না। শুধু চোখের সামনে বিজেপি নিজের পায়ে কুড়ুল মারল এবং ধীরে ধীরে নিশ্চিহ্ন হবার পথে এগিয়ে যাচ্ছে দেখে খারাপ লাগে, এই যা। https://t.co/sBeDdupVny
— Tathagata Roy (@tathagata2) December 23, 2021
গত জুনে মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তনের পর থেকেই বঙ্গ বিজেপির এই প্রবীণ নেতার মুখে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছিল ৷ মুকুলের পাশাপাশি তাঁর নিশানায় পড়েছিলেন বাংলার নির্বাচনে গেরুয়া ধ্বজা তুলে ধরার দায়িত্বে থাকা অন্যতম সেনানী কৈলাস বিজয়বর্গীয় ৷ এবার কলকাতা পৌরসভা নির্বাচনে ভরাডুবির পরেই তাঁর বেলাগাম আক্রমণের মুখে পড়লেন দলের রাজ্যস্তরের নেতা-নেত্রীরা ( Tathagata Roy slams top Bengal BJP leaders for kolkata civic poll debacle) ৷
আরও পড়ুন : Tathagata Roy slams BJP leaders : কলকাতা পৌরভোটে ভরাডুবি, বঙ্গ বিজেপি নেতৃত্বকে ‘একহাত’ নিলেন তথাগত
-
তৃণমূল চুরমার হয়ে যাবে শুনে মুলোগুষ্ঠি আবার খেপে উঠে ট্রোল করতে আরম্ভ করেছে। বেশিরভাগ আমার বয়স আর স্বাস্থ্য নিয়ে গভীর দুশ্চিন্তা !
— Tathagata Roy (@tathagata2) December 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
তা করুক, সেই অধিকার তাদের আছে। সোশ্যাল মিডিয়াটা এখনো আনন্দবাজার-বর্তমানে পরিণত হয় নি।
তবে অশ্লীলতা করলেই ব্লক।
">তৃণমূল চুরমার হয়ে যাবে শুনে মুলোগুষ্ঠি আবার খেপে উঠে ট্রোল করতে আরম্ভ করেছে। বেশিরভাগ আমার বয়স আর স্বাস্থ্য নিয়ে গভীর দুশ্চিন্তা !
— Tathagata Roy (@tathagata2) December 23, 2021
তা করুক, সেই অধিকার তাদের আছে। সোশ্যাল মিডিয়াটা এখনো আনন্দবাজার-বর্তমানে পরিণত হয় নি।
তবে অশ্লীলতা করলেই ব্লক।তৃণমূল চুরমার হয়ে যাবে শুনে মুলোগুষ্ঠি আবার খেপে উঠে ট্রোল করতে আরম্ভ করেছে। বেশিরভাগ আমার বয়স আর স্বাস্থ্য নিয়ে গভীর দুশ্চিন্তা !
— Tathagata Roy (@tathagata2) December 23, 2021
তা করুক, সেই অধিকার তাদের আছে। সোশ্যাল মিডিয়াটা এখনো আনন্দবাজার-বর্তমানে পরিণত হয় নি।
তবে অশ্লীলতা করলেই ব্লক।
2015 সালের পর থেকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে বড়সড় পরিবর্তন হয়েছে ৷ তৃণমূলের সঙ্গে বিরোধিতার জায়গায় বাম-কংগ্রেসকে পিছনে ফেলে এগিয়ে এসেছে বিজেপি ৷ মাস কয়েক আগে এই রাজ্যে যে বিধানসভা নির্বাচন হয়েছে, সেই ভোটে আসন সংখ্যা ও ভোট শতাংশের হিসেবে বিজেপিই দ্বিতীয় স্থানে ছিল ৷ আর তারাই এবার প্রধান বিরোধী দল ৷ এবার কলকাতা পৌরভোটে কার্যত ধ্বস নেমেছে গেরুয়া শিবিরে ৷ বিজেপি 7 থেকে কমে হয়েছে 3 ৷ তা নিয়েই দলীয় নেতৃত্বকে ঠুঁকেছেন তথাগত ৷ এবার তাঁর আক্রমণের মুখে পড়ল রাজ্যের শাসকদলও ৷