ETV Bharat / city

বন্ধ টালা ব্রিজ, যাত্রী সুবিধায় ফেরি পরিষেবা বাড়াল রাজ্য

চালু অতিরিক্ত ফেরি পরিষেবা ৷ জলপথে এই পরিষেবা চালু হলে উত্তর কলকাতা, কাশীপুর ও বরানগরের মানুষজন উপকৃত হবেন ।

জলপথে এই পরিষেবা চালু হলে উত্তর কলকাতা, কাশীপুর ও বরানগরের মানুষজন উপকৃত হবেন ।
author img

By

Published : Oct 22, 2019, 5:15 AM IST

Updated : Oct 22, 2019, 12:51 PM IST

কলকাতা, 22 অক্টোবর : টালা ব্রিজ বন্ধ হওয়ায় নাজেহাল অবস্থা নিত্যযাত্রীদের ৷ এই পরিস্থিতিতে নয়া উদ্যোগ নিল রাজ্য ৷ গতকাল রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী কুঠিঘাট থেকে বেশ কয়েকটি ফেরি পরিষেবা উদ্বোধন করেন । হেমন্ত সেতু অর্থাৎ টালা ব্রিজ বন্ধ থাকায় সাধারণ মানুষের যাতে যাতায়াত করতে কোনওরকম অসুবিধা যাতে না হয় তাই ইতিমধ্যেই পরিবহনমন্ত্রী দফায় দফায় বৈঠক করেছেন ।

সেতু বন্ধ থাকার জন্য যাতে যাত্রীদের কোনও সমস্যা না হয়, তাই বিকল্প ব্যবস্থা হিসেবে জলপথ পরিষেবাও বাড়ানো হচ্ছে । সেই সূত্রেই গতকাল বেশ কয়েকটি ভেসেলের উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পরিবহন (WBSTC) বিভাগের সচিব নারায়ণ স্বরূপ নিগম, তৃণমূল সাংসদ সৌগত রায়, মন্ত্রী তাপস রায় ও বরানগর মিউনিসিপ্যালিটির চেয়ারপারসন অপর্ণা মৌলিক ।

আরও পড়ুন : টালা ব্রিজ বন্ধের জেরে মন্ত্রীর বৈঠকে বিকল্প রোড ম্যাপ

মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, "হেমন্ত সেতু বন্ধ হয়ে যাওয়ায় জলপথেও বিকল্প পরিবহনের সুবিধা দেওয়া হচ্ছে যাত্রীদের । কুঠিঘাট থেকে চারটি 200 আসনের ডবল ইঞ্জিন ভেসেল উদ্বোধন করা হল । এই ভেসেলগুলি কুঠিঘাট থেকে ফেয়ারলি প্লেস ও বাগবাজার ঘাট পর্যন্ত যাতায়াত করবে । খুব দ্রুত এই ধরনের আরও দশটি ভেসেলের পরিষেবা চালু হবে ।" শুভেন্দুর কথায়, জলপথে এই পরিষেবা চালু হলে উত্তর কলকাতা, কাশীপুর ও বরানগরের মানুষজন উপকৃত হবেন ।

দেখুন ভিডিয়ো

প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত চালু থাকবে ফেরি পরিষেবা । জোয়ারের ঠিক 10 মিনিট আগে ফেরিঘাটের প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হবে । আবহাওয়া খারাপ থাকলে ফেরি পরিষেবা বন্ধ থাকবে । প্রশাসনের অনুমতি না মেলা পর্যন্ত পরিষেবা চালু করা হবে না, এমনটাই উল্লেখ করেন মন্ত্রী । শুভেন্দু অধিকারীর বক্তব্য, ''কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তাই সবকটি ভেসেলে জীবনদায়ী জ্যাকেট, অগ্নি নির্বাপণ যন্ত্র ও আলো-শব্দ সহযোগে সংকেতবাহী, বার্তাবাহী যন্ত্র থাকা আবশ্যক ।''

কলকাতা, 22 অক্টোবর : টালা ব্রিজ বন্ধ হওয়ায় নাজেহাল অবস্থা নিত্যযাত্রীদের ৷ এই পরিস্থিতিতে নয়া উদ্যোগ নিল রাজ্য ৷ গতকাল রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী কুঠিঘাট থেকে বেশ কয়েকটি ফেরি পরিষেবা উদ্বোধন করেন । হেমন্ত সেতু অর্থাৎ টালা ব্রিজ বন্ধ থাকায় সাধারণ মানুষের যাতে যাতায়াত করতে কোনওরকম অসুবিধা যাতে না হয় তাই ইতিমধ্যেই পরিবহনমন্ত্রী দফায় দফায় বৈঠক করেছেন ।

সেতু বন্ধ থাকার জন্য যাতে যাত্রীদের কোনও সমস্যা না হয়, তাই বিকল্প ব্যবস্থা হিসেবে জলপথ পরিষেবাও বাড়ানো হচ্ছে । সেই সূত্রেই গতকাল বেশ কয়েকটি ভেসেলের উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পরিবহন (WBSTC) বিভাগের সচিব নারায়ণ স্বরূপ নিগম, তৃণমূল সাংসদ সৌগত রায়, মন্ত্রী তাপস রায় ও বরানগর মিউনিসিপ্যালিটির চেয়ারপারসন অপর্ণা মৌলিক ।

আরও পড়ুন : টালা ব্রিজ বন্ধের জেরে মন্ত্রীর বৈঠকে বিকল্প রোড ম্যাপ

মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, "হেমন্ত সেতু বন্ধ হয়ে যাওয়ায় জলপথেও বিকল্প পরিবহনের সুবিধা দেওয়া হচ্ছে যাত্রীদের । কুঠিঘাট থেকে চারটি 200 আসনের ডবল ইঞ্জিন ভেসেল উদ্বোধন করা হল । এই ভেসেলগুলি কুঠিঘাট থেকে ফেয়ারলি প্লেস ও বাগবাজার ঘাট পর্যন্ত যাতায়াত করবে । খুব দ্রুত এই ধরনের আরও দশটি ভেসেলের পরিষেবা চালু হবে ।" শুভেন্দুর কথায়, জলপথে এই পরিষেবা চালু হলে উত্তর কলকাতা, কাশীপুর ও বরানগরের মানুষজন উপকৃত হবেন ।

দেখুন ভিডিয়ো

প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত চালু থাকবে ফেরি পরিষেবা । জোয়ারের ঠিক 10 মিনিট আগে ফেরিঘাটের প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হবে । আবহাওয়া খারাপ থাকলে ফেরি পরিষেবা বন্ধ থাকবে । প্রশাসনের অনুমতি না মেলা পর্যন্ত পরিষেবা চালু করা হবে না, এমনটাই উল্লেখ করেন মন্ত্রী । শুভেন্দু অধিকারীর বক্তব্য, ''কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তাই সবকটি ভেসেলে জীবনদায়ী জ্যাকেট, অগ্নি নির্বাপণ যন্ত্র ও আলো-শব্দ সহযোগে সংকেতবাহী, বার্তাবাহী যন্ত্র থাকা আবশ্যক ।''

Intro:রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কুঠিঘাট থেকে বেশ কয়েকটি ফেরি পরিষেবা উদ্বোধন করেন।Body:টালা ব্রিজ বন্ধ থাকায় সাধারণ মানুষের যাতে যাতায়াত করতে কোন রকম অসুবিধা না হয় তাই ইতিমধ্যেই পরিবহনমন্ত্রী দফায় দফায় বৈঠক করেছেন। হেমন্ত সেতু বন্ধ থাকার জন্য যাতে যাত্রীদের কোনও রকম অসুবিধা না হয় সে জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে জলপথ পরিষেবাও বাড়ানো হচ্ছে। সেই সূত্রেই আজ বেশ অনেকগুলি ভেসেল এর উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী।

এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন এর সচিব নারায়ান স্বরূপ নিগাম, তৃণমূল সাংসদ সৌগত রায়, মন্ত্রী তাপস রায় ও বরানগর মিউনিসিপ্যালিটি চেয়ারপারসন অপর্ণা মৌলিক।

মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, "হেমন্ত সেতু বন্ধ হয়ে যাওয়ায় জলপথেও বিকল্প পরিবহনের সুবিধা দেওয়া হচ্ছে যাত্রীদের। আজ কুঠিঘাট থেকে চারটি 200 আসনের ডবল ইঞ্জিন ভেসেল উদ্বোধন করা হল। এই ভেসেলগুলি কুঠিঘাট থেকে ফেয়ারলি প্লেস ও বাগবাজার ঘাট পর্যন্ত যাতায়াত করবে। খুব শিগগিরই এই ধরনের আরও দশটি ভেসেলের পরিষেবা চালু হবে।"

তিনি বলেন 25 সেপ্টেম্বরের পর থেকে যখন হেমন্ত সেতুর ওপর দিয়ে যান চলাচল একেবারে বন্ধ করে দেওয়া হবে তখন জলপথে এই পরিষেবা চালু হলে উত্তর কলকাতা, কাশিপুর ও বরানগরের মানুষজন উপকৃত হবেন।

প্রতিদিন সকাল 8 থেকে সন্ধে 8 পর্যন্ত চালু থাকবে ফেরি পরিষেবা। জোয়ারের ঠিক 10 মিনিট আগে ফেরি ঘাটের প্রবেশ দ্বারটি বন্ধ করে দেওয়া হবে।
Conclusion:আবহাওয়া খারাপ থাকলে ফেরি পরিষেবা বন্ধ করে দেওয়া হবে। প্রশাসনের অনুমতি না মেলা পর্যন্ত পরিষেবা চালু করা হবে না। কড়া বার্তা দিয়ে শুভেন্দু অধিকারী বলেন কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তাই প্রত্যেকটি ভেসেলে লাইফ সেভিং এপ্লায়েন্স, ফায়ার ফাইটিং অ্যাপ্লায়েন্স ও লাইট সাউন্ড ও সিগন্যাল এপ্লায়েন্স থাকা আবশ্যক।
Last Updated : Oct 22, 2019, 12:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.